ফেসবুকে ভূয়া আইডি খুলে মেয়ে সেজে প্রেমের অভিনয়,জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ ২ র‌্যাবের জালে
ঝিনাইদহ র‌্যাব-৬’র সফল অভিযানে অপহরণের ৪৮ ঘন্টা পর উদ্ধার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ ২ র‌্যাবের জালে

ঝিনাইদহে অপহরণের ২ দিন পর অপহৃত যুবককে উদ্ধার করেছে র‌্যাব-৬। এ ঘটনায় শুক্রবার সকালে আটক করা হয় ২ অপহরণকারীকে। আটকৃতরা হলো শহরের ব্যাপারি পাড়ার আঃ রহমানের ছেলে খালেদুর রহমান ও ঝিনাইদহ সদর উপজেলার ভগবান নগর গ্রামের আবুল কাশেমের ছেলে শামীম আহম্মেদ। এসময় অপহৃত খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার থলিবাড়ি গ্রামের আশরাফুল ইসলামকে তার পিতা আবুল কালামের নিকট হস্তান্তর করা হয়। ঝিনাইদহ র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ৩ বছর আগে কুমিল্লার একটি গার্মেন্টেসে চাকুরী করার সময় খাগড়াছড়ির রামগড় উপজেলার থলিবাড়ী গ্রামের আবুল কালামের ছেলে আশরাফুলের সাথে পরিচয় হয় ঝিনাইদহ সদর উপজেলার ভগবাননগর গ্রামের আলীম হোসেন। গত ৪ মাস আগে আলীম ফেসবুকে একটি ভূয়া আইডি খুলে মেয়ে সেজে তার সাথে প্রেমের অভিনয় করে। পরবর্তীতে গত ১৪ (আগস্ট) তারিখে দেখা করার জন্য আশরাফুলকে ঝিনাইদহে আসতে বলে। সে ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে তাকে অপহরণ করে চক্রটি। পরে মোবাইলের মাধ্যমে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের লোকজন তাদের বিকাশের মাধ্যমে ৬৮ হাজার টাকা পাঠায়। বিষয়টি তার পরিবারের লোকজন ঝিনাইদহ র‌্যাবকে জানালে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। পরে শুক্রবার ভোররাতে শহরের ব্যাপাড়ীপাড়ার একটি ছাত্রাবাস থেকে অপহৃত আশরাফুলকে উদ্ধার করা হয়। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও আটক করা হয় অপহরণকারী চক্রের অন্যতম সদস্য খালেদুর রহমান ও শামীম আহম্মেদকে। দুপুরে অপহৃতকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা প্রস্তুতি চলছে বলে তিনি আরো জানান।

বাংলাদেশের ফলের তালিকা - List of fruits of Bangladesh
বিন্টুরং-Binturong
জাতীয় সংসদ নির্বাচনবাংলাদেশের ভিসা পাচ্ছে না মার্কিন পর্যবেক্ষক
ডেঙ্গুতে আক্রান্ত পুলিশের এসআই কোহিনুর আক্তার মারা গেছেন
বাংলাদেশের সেরা ১০ জন ইউটিউবার-Top 10 YouTubers in Bangladesh
পাতিশিয়াল-Golden Jackal
উদবিলাই, ভোদড়-Asian small-clawed otter
সম্বর হরিণ-Sambar deer
সাপ তাড়ানোর উপায় - Ways to get rid of snakes
পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ - The most poisonous snake in the world