সাপ তাড়ানোর উপায় - Ways to get rid of snakes
বিশেষ কিছু ঘরোয়া ও বৈজ্ঞানিক উপায় অবলম্বন করলে সাপ ও কীটপতঙ্গ থেকে মুক্তি পাওয়া যায় সহজেই। কিন্তু এই প্রতিরোধ প্রসঙ্গে অনেকেরই ধারণা খুব কম। তাই দেখে নিন, এই বর্ষায় পোকামাকড় ও সাপখোপের হাত থেকে বাঁচতে কি করবেন।
সাপ তাড়ানোর উপায়
* সাপ তাড়ানোর সবচেয়ে কার্যকরী ও পরিচিত পদ্ধতি হল কার্বলিক অ্যাসিডের ব্যবহার। ঘরের চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিলে সাপ প্রবেশ করতে পারে না।
* এছাড়া কার্বলিক অ্যাসিড পাওয়া না গেলে সালফারের গুঁড়ো বাড়ির চারপাশে ছিটিয়ে দিন। সালফারের গুঁড়ো লাগলে সাপের চামড়ায় জ্বালা করে ও সাপ দূরে সরে যায়।
* লাল রঙের লাইফবয় সাবান টুকরো টুকরো করে কেটে ঘরের চারদিকে ছিটিয়ে রাখুন। লাইফবয় সাবানে কার্বক্সালিক অ্যাসিডি/কার্বনিল অ্যাসিড থাকায় সাপ কাছে আসে না।
* বাড়ির চারপাশে ব্লিচিং পাউডার ছড়িয়ে রাখুন। তাতে ঘরে পোকামাকড়-সাপখোপের উপদ্রব থেকে মুক্তি পাবেন।
সাপ তাড়ানোর প্রাকৃতিক উপায়
* সাপ তাড়ানোর প্রাকৃতিক উপায়গুলির মধ্যে সবচেয়ে কার্যকর হল রসুন। রসুন বেটে নিয়ে তার সঙ্গে যে কোনও তেল মিশিয়ে একদিন রেখে দিন। এই মিশ্রণ বাড়ি চারপাশে ভালো করে স্প্রে করে দিলে সাপ প্রবেশ করে না।
* সাপ দূরে রাখতে বাড়ির চারপাশ ভালো করে পরিষ্কার রাখুন। বর্ষায় বাড়ির চারপাশে যাতে ঝোপজঙ্গল না গজিয়ে যায় সেই বিষয়ে খেয়াল রাখুন।
* সাপের কামড় থেকে বাচতে অবশ্যই রাতে ঘুমানোর আগে মশারি টানিয়ে ঘুমাতে হবে। এর কোনো বিকল্প নেই। সঙ্গে জুতা পড়ার সময় তা ভালোভাবে দেখে পড়তে হবে। না দেখে অন্ধকারচ্ছন্ন যে কোনো জায়গায় হাত দেয়া থেকে বিরত থাকুন।
* বাড়ির আশেপাশে যেকোনো প্রকার ছোট-বড় গর্ত থাকলে তা বন্ধ করে দিন। সাপ নিরিবিলি স্থান পেলে সেখানে আশ্রয় নিতে পারে, তাই ঘরের মধ্যে জিনিসপত্র মাটি থেকে একটু উঁচুতে রাখুন। হাড়ি-পাতিল কিংবা মাটির কলস জাতীয় জিনিস খোলা না রেখে ঢাকনা ব্যবহার করুন।
* ঘরে ধান-চাল মজুত থাকলে বিশেষভাবে সতর্ক থাকা লাগবে। কারণ ধান-চাল খাবার জন্য ঘরে ইঁদুর চলে আসে। ইঁদুর শিকারের লোভে সাপও ঘরের মধ্যে চলে আসে। তাই বসতভিটা ইঁদুর এবং ব্যাঙ মুক্ত রাখতে হবে।