বাংলাদেশের সেরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়
The best engineering university in Bangladesh

বাংলাদেশের সেরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়

The best engineering university in Bangladesh

ইঞ্জিনিয়ারিং কী

ইঞ্জিনিয়ার এর বাংলা শব্দ হচ্ছে প্রকৌশলী। যে প্রকৌশলবিদ্যাতে পারদর্শী তাকে মূলত প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার বলা হয়।

যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করে তাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলা হয় আর যারা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করে তাদের বিএসসি ইঞ্জিনিয়ার বলা হয়।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ার-এর মধ্যে পার্থক্য

ডিপ্লোমা এবং বিএসসি মধ্যে তুলনামূলকভাবে অনেক পার্থক্য রয়েছে ‌‌‌। যেমন কোন বিশ্ববিদ্যালয় বা কলেজ বিএসসি ডিগ্রী প্রদান করে অপরদিকে বিভিন্ন ইনস্টিটিউট ডিপ্লোমা প্রদান করে। ডিপ্লোমার ক্ষেত্রে তাদের ডিপার্টমেন্ট গুলোকে বিভিন্ন টেকনোলজিতে ভাগ করা হয় ‌ যেমন ইলেকট্রিক্যাল টেকনোলজি, সিভিল টেকনোলজি ইত্যাদি। অন্যদিকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলোকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বলা হয়। ডিপ্লোমা থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সিলেবাস টা অনেক বর্ধিত এবং ব্যাপক।

Bangladesh University of Engineering and Technology (BUET)-বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)

সংক্ষিপ্ত নাম: বুয়েট

স্থাপিত: ১৮৭৬ (বিশ্ববিদ্যালয়ে রূপান্তর: ১৯৬২)

অধিভুক্তি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

ধরন : পাবলিক বিশ্ববিদ্যালয়

আচার্য: রাষ্ট্রপতি আব্দুল হামিদ

উপাচার্য: সত্য প্রসাদ মজুমদার

শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ: ৬০০+

শিক্ষার্থী: ১০,০০০+

শিক্ষাঙ্গন: শহরের কেন্দ্রস্থলে, ৮৩.৯ একর (৩৩.৯৫ হেক্টর)

অবস্থান: ঢাকা, ঢাকা, বাংলাদেশ

ওয়েবসাইট: www.buet.ac.bd

প্রযুক্তিগত উচ্চমান সম্পন্ন শিক্ষার জন্য বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট। এই বিশ্ববিদ্যালয়টি ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত। দূরের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল এর ব্যবস্থা আছে। এছাড়াও আছে লাইব্রেরী, অডিটোরিয়াম উন্নত গবেষণাগার। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, প্ল্যানিং এবং বিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছে। বর্তমানে বুয়েটে ৫টি অনুষদের অধীনে ১৮টি বিভাগ রয়েছে। এছাড়াও প্রতি বছরেই এখানে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে নতুন শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়া হয়। এ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেয়া শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার এর বিভিন্ন বিষয়ে ডিগ্রী নিয়ে দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে এবং বিদেশেও সুনাম অর্জন করছে। বুয়েটে পড়াশোনার জন্য প্রতিবেশী দেশ ভারত, নেপাল, পাকিস্তান, মালয়েশিয়া, ইরান, শ্রীলংকা থেকে শিক্ষার্থীরা আসে।

Rajshahi University of Engineering and Technology-রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সংক্ষেপে: রুয়েট

নীতিবাক্য: "ঐশী জ্যোতিই আমাদের পথ প্রদর্শক"

ধরন : সরকারি

স্থাপিত: ১৯৬৪

আচার্য: রাষ্ট্রপতি আব্দুল হামিদ

উপাচার্য: অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সেখ

শিক্ষায়তনিক : ব্যক্তিবর্গ ৩২৫

শিক্ষার্থী: ৫৬৫০

অবস্থান: রাজশাহী, বাংলাদেশ

শিক্ষাঙ্গন: ১৫২ একর (০.৬১ বর্গ কিমি)

অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

ওয়েবসাইট: ruet.ac.bd

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা রুয়েট বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশি পিএইচডি প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রুয়েট অন্যতম ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতমএবং উত্তরবঙ্গের একমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়। রাজশাহী শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে পদ্মার তীর ঘেঁষে মনোরম পরিবেশে এবং প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মোট ১৫২একর জায়গার উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রুয়েট ক্যাম্পাস। রুয়েটে বর্তমানে চারটি পূর্ণাঙ্গ অনুষদের অধীনে মোট ১৮টি ডিগ্রি প্রদানকারি বিভাগ রয়েছে। বুয়েট ক্যাম্পাসে রয়েছে একটি কেন্দ্রীয় গবেষণাগার, শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার জন্য রয়েছে একটি হাসপাতাল, অডিটোরিয়াম এবং আবাসিক হল সমূহ। রুয়েটের প্রকৌশলীরা দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Chittagong University of Engineering and Technology (CUET)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

প্রাক্তন নামসমূহ: চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ। বাংলাদেশ ইন্সটিটিউট অফ টেকনোলজি, চট্টগ্রাম।

সংক্ষিপ্ত নাম: চুয়েট (CUET)

অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

ধরন: প্রকৌশল, সরকারি বিশ্ববিদ্যালয়

স্থাপিত: ১৯৬৮: প্রকৌশল কলেজ, চট্টগ্রাম

১৯৮৬: বাংলাদেশ ইন্সটিটউট অফ টেকনোলজি, চট্টগ্রাম

২০০৩: চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়

আচার্য: রাষ্ট্রপতি আব্দুল হামিদ

উপাচার্য: মোহাম্মদ রফিকুল আলম

শিক্ষায়তনিক: ব্যক্তিবর্গ ২০০+

প্রশাসনিক ব্যক্তিবর্গ ৩৫০+

শিক্ষার্থী: ৪৫০০

স্নাতক: ৩৭০০

স্নাতকোত্তর: ৮০০

ঠিকানা: পাহাড়তলী, রাউজান উপজেলা, চট্টগ্রাম, ৪৩৪৯,  বাংলাদেশ ২২.৪৫৯৮৭৬° উত্তর ৯১.৯৭১১৫৪° পূর্ব

শিক্ষাঙ্গন: শহরের উপকন্ঠে, ১৬৯ একর (০.৬৬ বর্গ কি.মি.)

ওয়েবসাইট: www.cuet.ac.bd

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) একটি সরকারি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম শহর থেকে ২৫ কিমি দূরে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের পাশে রাউজান উপজেলায় ১৬৩ একর জমির উপর এটি প্রতিষ্ঠিত। এটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সরকারী প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এর পূর্বতন নাম ছিল বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি (বিআইটি), চট্টগ্রাম এবং তার পূর্বে চট্টগ্রাম প্রকৌশল কলেজ। প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী এখানে প্রকৌশল, স্থাপত্য, নগর পরিকল্পনা ও বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করেন।

প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত চুয়েট ক্যাম্পাস ১৬৯ একর এলাকা জুড়ে বিস্তৃত। ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন অনুষদের জন্য আলাদা ভবন, প্রশাসনিক ভবন, অডিটোরিয়াম, লাইব্রেরি ভবন, ওয়ার্কশপ, গবেষণাগার, ছাত্র/ছাত্রী নিবাস, শিক্ষকদের কোয়ার্টার, ক্যান্টিন, শহীদ মিনার, সোনালি ব্যাংকের শাখা, পোস্ট অফিস, মসজিদ, কনফেকশনারি, মেডিকেল সেন্টার রয়েছে।

Khulna University of Science and Technology (KUET)-খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

প্রাক্তন নামসমূহ: খুলনা প্রকৌশল কলেজ (১৯৬৭-১৯৮৬), বাংলাদেশ ইন্সটিটিউট অফ টেকনোলজি (১৯৮৬-২০০৩)

সংক্ষিপ্ত নাম: কুয়েট

অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

নীতিবাক্য: প্রভু! আমায় জ্ঞান দাও

ধরন: সরকারি বিশ্ববিদ্যালয়

স্থাপিত:১৯৬৭, বিশ্ববিদ্যালয় হিসাবে ২০০৩

আচার্য: রাষ্ট্রপতি আব্দুল হামিদ

উপাচার্য: অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন

শিক্ষায়তনিক: ব্যক্তিবর্গ ৩৫৬

প্রশাসনিক ব্যক্তিবর্গ ৫৫৭

শিক্ষার্থী: ৫৯৩৪

স্নাতক: ৪৮৩৮

স্নাতকোত্তর: ১১০০

ডক্টরেট শিক্ষার্থী: ৮৪

অবস্থান: ফুলবাড়িগেট, খুলনা-যশোর মহাসড়ক, খুলনা, বাংলাদেশ

শিক্ষাঙ্গন: ১১৭.৩৫ একর

ওয়েবসাইট: kuet.ac.bd

বাংলাদেশের সেরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম। উচ্চ মানের শিক্ষা, মৌলিক বিজ্ঞানের শাখা সমূহ গবেষণা ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেশ পরিচিত। কুয়েট ১৯৬৭ সালে বাংলাদেশ খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর একাডেমিক ও গবেষণায় ভালো উন্নতির জন্য এবং এর শিক্ষার পরিবেশ উন্নত হওয়ার জন্য এটি ১৯৮০ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি বা বিআইটি হিসেবে রূপান্তরিত হয়। পরে বিআইটির একাডেমিক ও গবেষণার সফলতাকে আরও উন্নত করতে এর নাম পরিবর্তন করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাখা হয়। এটি ২০০৩ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। এতে তিনটি অনুষদের অধীনে ১৪টি বিভাগ রয়েছে। এখানে এমএসসি, এম ফিল এবং পিএইচডি গবেষণা করা হয় খুব উন্নত পরিবেশে । এছাড়া বিদেশি শিক্ষার্থীরাও এখানে পড়াশুনা করতে আসে।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- Dhaka University of Engineering & Technology (DUET)

প্রাক্তন নাম: কলেজ অব ইঞ্জিনিয়ারিং,ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ,বাংলাদেশ ইন্সটিটিউট অফ টেকনোলজি, ঢাকা

সংক্ষিপ্ত নাম: ডুয়েট (DUET)

নীতিবাক্য: প্রযুক্তিই প্রগতি

ধরন: সরকারি

স্থাপিত: ১৯৮০

আচার্য: রাষ্ট্রপতি আব্দুল হামিদ

উপাচার্য: অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান

শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ: ৩০০

শিক্ষার্থী: ৩০০০+

ঠিকানা: গাজীপুর, ঢাকা, ১৭০০, বাংলাদেশ ২৪.০১৯২৯০° উত্তর ৯০.৪১৭৮৯৯° পূর্ব

শিক্ষাঙ্গন: ২০.২৯ একর (৮.২১ হেক্টর)

অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

ওয়েবসাইট: duet.ac.bd

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট প্রকৌশল ও প্রযুক্তিগত পড়াশোনার জন্য একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এ বিদ্যালয়টি গাজীপুর জেলায় অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ হিসাবে এই বিশ্ববিদ্যালয় ১৯৮০ সালে যাত্রা শুরু করে। দেশে ক্রমবর্ধমান শিক্ষার্থীর প্রযুক্তিগত পড়াশোনার চাহিদার কথা বিবেচনা করে এই বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠেছে। ডুয়েট ৩টি অনুষদের অধীনে ৯টি বিভাগে ডিগ্রি প্রদান করে। এছাড়া বাংলাদেশে নয়টি পিএইচডি ডিগ্রী প্রদানকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি হলো ডুয়েট।

চিতাবাঘ-Leopard
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত রংপুর যুবলীগের সভাপতি
বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা
বাংলাদেশের সেরা ১০ বিজ্ঞানী
বনছাগল-Sumatran serow
পোষা প্রাণীর দাম-The price of pets
তামাটে কলাবাদুড়-Fulvous Fruit Bat
ওঁরাও উপজাতির পরিচিতি - Introduction to the oraon tribe
ডালু উপজাতির পরিচিতি - Introduction to Dalu tribe
মুন্ডা উপজাতির পরিচিতি - Introduction to Munda Tribe