ক্ষুদে চামচিকা-Indian pipistrelle
Indian pipistrelle

ক্ষুদে চামচিকা-Indian pipistrelle

চামচিকা, নির্দিষ্টভাবে, ক্ষুদে চামচিকা ভেসপার্টিলিওনিডি (সাধারণ বাদুড়) পরিবারের পিপিস্ট্রেল বাদুড়ের এক প্রজাতি। 

ইংরেজি নাম: Indian pipistrelle

বৈজ্ঞানিক নাম: Pipistrellus coromandra

বর্ণনাঃ

মাথা-শরীর বরাবর চামচিকা ৮–৯ সেমি (৩.১–৩.৫ ইঞ্চি) লম্বা হয়ে থাকে। হাত হয় ৩ সেমি (১.২ ইঞ্চি)। ওজন হয়ে থাকে ৯ থেকে ১৩ গ্রাম (০.৩২ থেকে ০.৪৬ আউন্স) এবং পাখার প্রসারতার দৈর্ঘ্য ১৯ থেকে ২২ সেমি (৭.৫ থেকে ৮.৭ ইঞ্চি) অবধি।

খাদ্য তালিকাঃ

এরা সাধারণত পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় যথেষ্ট সহায়ক। মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর অসংখ্য কিটপতঙ্গ খেয়ে ফেলে। এ ছাড়াও কলা, পেয়ারা, সবেদা জাতীয় ফলের রস শুষে খায়।

স্বভাবঃ

শহরে মূলত পুরনো পরিত্যক্ত দালনে উল্টো হয়ে ঝুলে থাকে হাজার হাজার চামচিকা। এরা নিশাচর নয়, তাই দিনের বেলাতেই বিক্ষিপ্তভাবে কিচিরমিচির শব্দ তুলে আহার সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে।

প্রজননঃ

স্ত্রী চামচিকা বছরে দুবার প্রসব করে থাকে। প্রতিবার কমপক্ষে দুটি করে বাচ্চা প্রসব করে।

বিস্তৃতিঃ

এদের আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, কম্বোডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনামে পাওয়া যায়।

অবস্থাঃ

ক্ষুদে চামচিকা বাংলাদেশে মহাবিপন্ন ও বিশ্বে শঙ্কাগ্রস্ত বলে বিবেচিত। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

তথ্যসূত্র:উইকিপিডিয়া
ক্ষুদে চামচিকা-Indian pipistrelle
পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ - The most poisonous snake in the world
বাংলাদেশের সবচেয়ে বিষধর ১০ সাপ - 10 most poisonous snakes of Bangladesh
বাংলাদেশের সাপের তালিকা - List of snakes of Bangladesh
সাপের কামড়ের ভ্যাকসিনের নাম - Name of snake bite vaccine
সাপে কামড়ালে প্রাথমিক চিকিৎসা - First aid for snake bite
কালাচ সাপের কামড় চেনার উপায় - How to recognize Kalach snake bite
বিষাক্ত সাপ চেনার উপায় - How to identify poisonous snakes
সাপ তাড়ানোর উপায় - Ways to get rid of snakes
মাঝারি পাতা-নাক চামচিকা-Intermediate Leaf-nosed Bat