বাংলাদেশের সেরা ১০ জন ইউটিউবার-Top 10 YouTubers in Bangladesh
Top 10 YouTubers in Bangladesh

Top 10 YouTubers in Bangladesh-বাংলাদেশের সেরা ১০ জন ইউটিউবার

ইউটিউব বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। আমরা অনেক লোককে ভাইরাল হতে দেখি এবং ইউটিউবে তাদের ভিডিও সামগ্রী ভাগ করে সেলিব্রিটি হয়ে ওঠে।

নিঃসন্দেহে পরিশ্রম ও অধ্যবসায় ছাড়া কেউ সফল হতে পারে না। বিষয়বস্তু তৈরিতে তাদের দৃঢ় নিষ্ঠার কারণে তারা জনপ্রিয় হয়ে উঠেছে। যাইহোক, আজ আমরা আপনাকে বাংলাদেশের সেরা 10 টি ইউটিউবার এর সাথে পরিচয় করিয়ে দেব।

এখানে বিডিতে সেরা ১০ জন ইউটিউবারদের একটি তালিকা রয়েছে-

তাওহীদ আফ্রিদি (Tawhid Afridi)

তাওহীদ আফ্রিদি ইউটিউবে তার সফলতা পায় তার “Tawhid Afridi” নামক চ্যানেল থেকে। এই চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ৩.৭১ মিলিয়ন বা ৩৭,১০,০০০ জন। তিনি মূলত পপুলারিটি পায় তার ভ্লগ এর কারনে। ২০১৬ সালে তাওহীদ আফ্রিদি ভ্লগ শুরু করে এবং এর পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

তার বর্তমান ইউটিউব ইনকাম প্রতি মাসে ১.৭ হাজার থেকে ২৭.৮ হাজার ডলার। তার তৈরি ভিডিও এর মাসিক ভিউ হিসেব করলে গত মাসে ৬.৯৪ মিলিয়ন ভিউ ক্রস করে। তার তৈরি ভিডিও গুলো সাধারণত ভ্লগ, শর্টফিল্ম, নাটক এবং ফানি ভিডিও ঘরানার হয়।

Tawhid Afridi চ্যানেল এর বর্তমান পরিস্থিতি-

৩.৭১ মিলিয়ন সাবস্ক্রাইবার

মাসিক আয় ১.৭-২৭.৮ হাজার ডলার

ডেইলি অ্যাভারেজ ভিউ ২ লাখের উপরে

চ্যানেল ক্রিয়েশন ৩ ফেব্রুয়ারি ২০১৫  

সোহাগ মিয়া (Sohag Mia)

সোহাগ মিয়া একজন টেক ইউটিউবার। তিনি যাত্রা শুরু করেন ২০১৪ সালের ৫ জুন। তার চ্যানেলের নাম “Sohag360” এবং এর বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ১.১১ মিলিয়ন। বাংলাদেশের প্রেক্ষাপটে এই হিউজ সাপোর্ট পাওয়া সত্যি অনেক কষ্টের। তিনি বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও তৈরি করে।

তার মাসিক ইনকাম ৫০৯ ডলার থেকে ৮.১ হাজার ডলার। বাংলাদেশে্র সকল ইউটিউব চ্যানেলর রাঙ্কিং হিসেব করলে তার চ্যানেল আছে ৯০ তম অবস্থানে।

Sohag360 এর বর্তমান অবস্থা-

১.১১ মিলিয়ন সাবস্ক্রাইবার

মাসিক আয় ৫০৯ ডলার থেকে ৮.১ হাজার ডলার

ডেইলি অ্যাভারেজ ভিউ ৬৭ হাজারের উপরে

চ্যানেল ক্রিয়েশন ৫ জুন ২০১৪ সাল

প্রত্যয় হিরণ (Prottoy Heron)

বাংলাদেশের বর্তমান যত গুলো সফল ইউটিউবার আছেন প্রত্যয় হিরণ তাদের মধ্যে অন্যতম। সে এবং তার বন্ধুরা মিলে ১৬ জুলাই ২০১২ সালে “The Ajaira LTD” নামে একটি চ্যানেল তৈরি করে। তাদের চ্যানেলের টপিক হলো মজার মজার রিমিক্স তৈরি করা। কিছুদিন আগে “বসেন বসেন বইসা যান” এই টপিক নিয়ে তারা একটি রিমিক্স ভিডিও বানায় যা ভাইরাল হয়। এছারাও তারা মিউজিক ভিডিও, শর্টফিল্ম এবং ফান ভিডিও পাবলিশ করে।

তাদের বর্তমান সাবস্ক্রাইব সংখ্যা ৩.২ মিলিয়ন। তাদের মাসিক আয় ৩.২-৫০.৫ হাজার ডলার। তাদের মোট ৬ জনের একটি গ্রুপ।

The Ajaira LTD এর বর্তমান পরিস্থিতি-

৩.২ মিলিয়ন সাবস্ক্রাইবার

মাসিক আয় ৯০ ৩.২-৫০.৫ হাজার ডলার

ডেইলি অ্যাভারেজ ভিউ ৪ লাখের উপরে

চ্যানেল ক্রিয়েশন ১৬ জুলাই ২০১২

সালমান মুক্তাদির (Salman Muktadir)

সালমান মুক্তাদির বাংলাদেশের প্রথম ইউটিউবার যার চ্যানেল ১ মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করে। বাংলাদেশের তরুণ সমাজের কাছে ইউটিউব এতো জনপ্রিয়তা পাওয়ার পিছনে তার অবদান অনেক। তার চ্যানেলের নাম “SalmoN TheBrownFish” যা ৩ ফেব্রুয়ারি ২০১২ সালে ওপেন করা হয়। বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা ১.৪১ মিলিয়ন।

তিনি সাধারণত মিউজিক, ফান, শর্টফিল্ম ভিডিও তৈরি করে। তার মাসিক ইনকাম ২৪৪ ডলার থেকে ৩.৯ হাজার ডলার। সালমান একাধারে শিল্পী, নাটকের অভিনেতা, পাবলিক ফিগার সহ মাল্টি ট্যালেন্টেড একজন মানুষ।  

SalmoN TheBrownFish এর বর্তমান অবস্থা-

১.৪১ মিলিয়ন সাবস্ক্রাইবার

মাসিক আয় ২৪৪ ডলার থেকে ৩.৯ হাজার ডলার

ডেইলি অ্যাভারেজ ভিউ ৪ লাখের উপরে

চ্যানেল ক্রিয়েশন ৩ ফেব্রুয়ারি ২০১২

শামিম হাঁসান সরকার (Shamim Hasan Sarkar)

শামিম হাসান সরকার একজন ফেমাস নাট্য অভিনেতা। তার উপস্থিত বুদ্ধি সম্পন্ন কথা বলা দর্শকের অনেক পছন্দের। তার তৈরিকৃত ইউটিউব চ্যানেলের নাম “Mango Squad” যা তিনি ১৩ অক্টোবর ২০১৪ সালে ক্রিয়েট করে।

বর্তমানে এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১.৩৩ মিলিয়ন। তার এই চ্যানেল থেকে মাসিক ইনকাম ২৫০ ডলার থেকে ৪ হাজার ডলার। তিনি সাধারণত এন্টারটেইনমেন্ট ভিডিও তৈরি ও আপলোড করে থাকে। তার ফানি উপস্থাপন তার ভিডিও এর ভিউ অনেক গুণ বাড়িয়ে দেয়।  

Mango Squad এর বর্তমান কিছু তথ্য-

১.৩৩ মিলিয়ন সাবস্ক্রাইবার

মাসিক আয় ২৫০ ডলার থেকে ৪ হাজার ডলার

ডেইলি অ্যাভারেজ ভিউ ৩৩ হাজারের উপরে

চ্যানেল ক্রিয়েশন ১৩ অক্টোবর ২০১৪

তাহসিন এন রাকিব (Tahsin N Rakib)

তাহসিন এন রাকিব একজন আমেরিকান বাঙালি ইউটিউবার। ১৯ অক্টোবর ২০১৪ সালে তিনি “TahseeNation” নামে একটি ইউটিউব চ্যানেল পাবলিশ করেন। সে সাধারণত একটু অন্য ধাঁচের ভিডিও বানায়। রোস্টিং ভিডিও বানানোর জন্য তিনি কমিউনিটিতে খুব তারাতারি সবার দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন। তার চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার ১.১৯ মিলিয়ন বা ১১,৯০,০০০ জন। প্রতি মাসে তার ইনকাম হয় আভারেজে ৯০-১.৪ হাজার ডলার।

তিনি মিম, রোস্টিং এবং রিঅ্যাক্ট ভিডিও বানান যা দর্শক অনেক পছন্দ করে। বর্তমান সময়ে রিঅ্যাক্ট ভিডিও অনেক ট্রেন্ডিং একটি টপিক।

TahseeNation এর বর্তমান অবস্থা-

১.১৯ মিলিয়ন সাবস্ক্রাইবার

মাসিক আয় ৯০ ডলার থেকে ১.৪ হাজার ডলার

ডেইলি অ্যাভারেজ ভিউ ১১ হাজারের উপরে

চ্যানেল ক্রিয়েশন ১৯ অক্টোবর ২০১৪

আসিফ বিন আজাদ (Asif Bin Azad)

আসিফ বিন আজাদ বা ছোট আজাদ ফানি কনটেন্ট নিয়ে ভিডিও বানায়। তার চ্যানেলের নাম “BhaiBrothers” এবং বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার। তিনি তার চ্যানেল শুরু করেন ৩ মার্চ ২০১৪ সালে।

তার বর্তমান মাসিক ইনকাম ১৭৫ ডলার থেকে ২.৮ হাজার ডলার। এই চ্যানেলের “The Interview w/ ChotoAzad” টাইটেলের ভিডিও গুলো অনেক পপুলার।

BhaiBrothers চ্যানেলের বর্তমান পরিস্থিতি-

৫ লাখ ৫৯ হাজার সাবস্ক্রাইবার

মাসিক আয় ১৭৫ ডলার থেকে ২.৮ হাজার ডলার

ডেইলি অ্যাভারেজ ভিউ ২৩ হাজারের উপরে

চ্যানেল ক্রিয়েশন ৩ মার্চ ২০১৪ সালে

শৌভিক আহমেদ ও তামিম মৃধা (Shouvik Ahmed And Tamim Mridha)

শৌভিক আহমেদ ও তামিম মৃধা দুইজনেই সালমান মুক্তাদির এর বন্ধু। তারা একসাথে ইউটিউব এ যাত্রা শুরু করে। তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলের নাম “Gaan Friendz” যা ১৩ মে ২০১৫ সালে তৈরি করা হয়। বর্তমানে তাদের সাবস্ক্রাইবার সংখ্যা ৭ লাখ ৪১ হাজার।

তাদের মাসিক ইনকাম ৩৮ ডলার থেকে ৬১৬ ডলার। তাদের আয় এতো কম হওয়ার একটা কারন আছে। তাদের ইউটিউব চ্যানেল বাংলাদেশ লোকেশন থেকে মনিটাইজেশন নেওয়া। আর বাংলাদেশের CPC অনেক কম।

Gaan Friendz এর বর্তমান অবস্থা-

৭ লাখ ৪১ হাজার সাবস্ক্রাইবার

মাসিক আয় ৩৮ ডলার থেকে ৬১৬ ডলার

ডেইলি অ্যাভারেজ ভিউ ৫ হাজারের উপরে

চ্যানেল ক্রিয়েশন ১৩ মে ২০১৫ সাল

মাহাতিম সাকিব (Mahatim Shakib)

বাংলাদেশের অরিজিৎ সিং হিসেবে পরিচিত মাহাতিম সাকিব একজন সফল ইউটিউবার। তার অমায়িক গলায় করা গান প্রতিটি মানুষের হৃদয়ে ভালোবাসার জন্ম দেয়। ২০১৮ সালের ৩০ মার্চ ইউটিউবে তার যাত্রা শুরু হয় “Mahtim Shakib” নামক চ্যানেল দিয়ে। মাত্র ২ বছরে তার সাবস্ক্রাইবার সংখ্যা গিয়ে দাড়ায় ৭ লাখ ৮৪ হাজারে। যা একজন বাংলাদেশী হিসেবে রেকর্ড।

তার চ্যানেলে বিভিন্ন পপুলার বাংলা গানের কভার ভার্শন পাওয়া যায়। সে সত্যি একজন অমায়িক কণ্ঠের গায়ক। তার বর্তমান ইউটিউব চ্যানেল থেকে মাসিক ইনকাম ১৪০ ডলার থেকে ২.২ হাজার ডলার। বাংলাদেশের টপ ১০ ইউটিউবারের মধ্যে তিনি অন্যতম।

Mahtim Shakib এর বর্তমান পরিস্থিতি-

৭ লাখ ৮৪ হাজার সাবস্ক্রাইবার

মাসিক আয় ১৪০ ডলার থেকে ২.২ হাজার ডলার

ডেইলি অ্যাভারেজ ভিউ ১৮ হাজারের উপরে

চ্যানেল ক্রিয়েশন ৩০ মার্চ ২০১৮ সাল

সাকিব রিফাত এবং সায়েদ শাহ্‌মান রাহমান (Sakib Rifat And Syed Shaman Rahman)

সাকিব এবং সায়েদ এই দুইজন অনেক পপুলার ইউটিউবার। তারা সাধারণত ডাবিং ভিডিও বানায়। তাদের ইউটিউব চ্যানেলের নাম “Bangla Talkies” যা ২০ অক্টোবর ২০১৬ সালে তৈরি করা হয়। তাদের বর্তমান সাবস্ক্রাইব সংখ্যা ৯ লাখ ৬৭ হাজার।

বর্তমানে তাদের মাসিক আয় ৭১৪ ডলার থেকে ১১.৪ হাজার ডলার পর্যন্ত। বাংলাদেশে পপুলারিটির দিক দিয়ে তারা ১০৭ নাম্বারে অবস্থান করছে।

Bangla Talkies এর বর্তমান অবস্থা-

৯ লাখ ৬৭ হাজার সাবস্ক্রাইবার

মাসিক আয় ৭১৪ ডলার থেকে ১১.৪ হাজার ডলার

ডেইলি অ্যাভারেজ ভিউ ৯৫ হাজারের উপরে

চ্যানেল ক্রিয়েশন ২০ অক্টোবর ২০১৬ সাল

এমন কোনো ইন্টারনেট ব্যবহারকারী নেই যিনি প্রতিদিন ফেসবুক বা ইউটিউব স্ক্রোল করেন না। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই দুটি সামাজিক যোগাযোগ মাধ্যম। যাইহোক, আপনি যখন ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্মের কথা বলেন, ইউটিউব প্রথমে আসে। অনেক ইউটিউবার ইউটিউবে তাদের ক্যারিয়ার প্রতিষ্ঠা করছে এবং ইউটিউব তারকা হচ্ছে। 

বহুরঙা উড়ন্ত কাঠবিড়ালি-particolored flying squirrel
কালোগ্রীব খরগোশ-Indian hare
বোচা-নাক কলাবাদুড়-Short-nosed Fruit Bat
শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে : শামীম
যুক্তরাষ্ট্রের তরুণীকে বিয়ে করা বরিশালের সেই রং মিস্ত্রি মারা গেছেন!
বিড়ি-সিগারেটের প্যাকেট ময়লা-আবর্জনায় ডাকবাক্সগুলো এখন ডাষ্টবিন
বড় বাঘডাশ-Large Indian civet
খাটোলেজি বানর-stump-tailed macaque
বাংলাদেশের বীমা কোম্পানিসমূহের তালিকা - List of insurance companies in Bangladesh
সাপ তাড়ানোর উপায় - Ways to get rid of snakes