চরফ্যাসনে করোনা আক্রান্ত সন্দেহে ৬ জনের নমুনা সংগ্রহ
করোনা



চরফ্যাসনে করোনা আক্রন্ত সন্দেহে ৬জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য আইসিডিইআরে  পাঠিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। গত একপ্তাহে চরফ্যাসন হাসাতালে জ্বর ,সর্দি কাশি স্বাসকষ্টে আক্রান্ত হয়ে  চিকিৎসা নিতে আসা রুগিদের মধ্যে থেকে সন্দেহ জনক এই ৬ জন রুগির নমুনা পাঠানো হয়েছে বলে গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা টিএইচও ডাঃ শোভন বসাক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ সুত্রে জানাযায়, গত এক সপ্তাহে ওই ব্যাক্তিরা প্রবাসী এবং ঢাকা ফেরৎদের সংস্পর্শে থেকে জ্বর সর্দি ও কশিতে আক্রান্ত হন। চরফ্যাসন হাসপাতালে চিকিৎসা নিতে এলে তাদের করোনা সংক্রমনে আক্রান্ত হতে পারেন এমন সন্দেহে তাদের নমুনা পরিক্ষার জন্য আইসিডিইআরে পাঠানো হয়েছে। এদেরকে হোমকোয়াইরেইন্টাইনে থাকার নির্শেদ দেয়া হয়েছে। এদের মধ্যে দুজনের নমুনা পরিক্ষার  রির্পোট নেগেটিত আসছে । তারা দুজন করোনা আক্রান্ত নন বলে প্রমানিত হয়েছে। বাকী ৪ জনের রির্পোট এখনও পাওয়া যায়নি । উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা টিএইচও ডাঃ শোভন বসাক জানান, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৬ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজনের রির্পোট হাতে পেয়েছি। রির্পোটে খাদিজা(১২) ও ফারুক(৬০) এরা দুজন করোনায় আক্রান্ত নন বলে প্রমানিত হয়। অপর ৪ জনের রির্পোট পেলে জানাযাবে তারা আক্রান্ত কিনা।  

চরফ্যাসনের তেতুলীয়া নদীতে নিখোঁজ সুকানীর লাশ উদ্ধার
চরফ্যাসনে স্কুল শিক্ষককে কুপিয়ে জখম
অধ্যক্ষ নজরুল ইসলামের স্বরনে এসটিএস হাসপাতালের ২ দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প
শরীয়তপুর-২ আসনে শামীমের পক্ষে মনোনয়ন সংগ্রহ করলেন নেতাকর্মীরা
আমতলীতে অগ্নিকান্ডে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
করোনাঃ দেশের কোন মানুষ অভূক্ত থাকবেনা -এমপি জ্যাকব
চরফ্যাসনে জেনারেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি জ্যাকব
বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী সিরাজুল ইসলামের মনোনয়ন দাখিল
চরফ্যাসনে দু’গ্রুপের সংঘর্ষ-আহত-৫
আকাশে মেঘ দেখলেই বিদ্যুৎ নাই ! ভোগান্তিতে চরফ্যাসনের ৯০ হাজার বিদ্যুৎ গ্রাহক