আমতলীতে অগ্নিকান্ডে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ঔষধের দোকানসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

বরগুনার আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ঔষধের দোকানসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোর রাতে আমতলী- গাজীপুর সড়কের মৃধা বাড়ী স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতা নিয়ে প্রায় ঘন্টা ঘানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানাগেছে, মৃধা বাড়ী ষ্ট্যান্ডের আব্দুল জলিলের গ্রেজ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের বিভিন্ন দোকান ঘরে ছড়িয়ে পড়ে। এতে মোশারেফ হোসেনের ফার্মেসী, প্রতিবন্ধি মন্টু গাজীর মুদি মনোহরদী দোকান,  লতিফ গাজীর অটোগ্রেজ, জলিল মৃধার গ্রেজ,  আবু সাঈদের গ্রেজ, অবিনাশের সেলুন, আলতাফ হাওলাদারের কাপড়ের দোকান, নান্টু মিয়ার বাহালীর দোকানসহ ০৯টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০ লাখ বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। 

সোমবার সকালে কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী  প্রতিবন্ধি  মন্টু মিয়া জানান,  ভোররাতে  জলিলের গ্রেজ থেকে আগুন লেগে মূহুর্তে আশপাশের সকল দোকানে ছড়িয়ে পরে। আমতলী ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করে।

আমতলী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ শাহাদাৎ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

এ ব্যাপারে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী মোঃ ইলিয়াস মিয়াকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতি দেখে রিপোর্ট দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।  

শেখ হাসিনা বাংলাদেশকে আনবিক শক্তির দেশ হিসেবে পরিচিত করছেনঃআইনমন্ত্রী
চরফ্যাসনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমিতে জবর দখলের অভিযোগ
আমতলীতে ঘূণিঝড় ফণী দূর্গত মানুষের মাঝে চাল বিতরন
চরফ্যাসনে নকল নবীশদের কলম বিরতি পালন
চরফ্যাসনে সাগর মোহনায় ট্রলার ডুবিতে ২১ জেলে নিখোঁজ
চরফ্যাসনে জমি বিরোধ নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ছিনতাই মামলা
চরফ্যাসনে জমি বিরোধ জের ধরে প্রবাসীর স্ত্রীকে মারধর
বাবুগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ শুরু
পদ্মার ভাঙনরোধে যা করণীয় তাই করবেন শেখ হাসিনা
চরফ্যাসনে প্রথম এক যুবকের করোনা সনাক্ত