বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী সিরাজুল ইসলামের মনোনয়ন দাখিল
ইসলামী আন্দোলনের প্রার্থী সিরাজুল ইসলামের মনোনয়ন দাখিল

একাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনিত প্রার্থী বরিশাল জেলা কমিটির সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মুঃ সিরাজুল ইসলাম। তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের মৃত আঃ রশিদ হাওলাদারের ছেলে এবং দীর্ঘদিন যাবত সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সিরাজুল ইসলাম তার প্রতিক্রীয়ায় বলেন, ইসলামী আন্দোলন সারা দেশে ৩০০আসনের প্রার্থী চুড়ান্ত করেছেন। বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী) আসনে দল আমাকে মনোনয়ন দিয়েছেন। ইসলামী আইন প্রতিষ্ঠা হলে দেশের সব শ্রেণি এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরে মানুষের মাঝে শান্তি ফিরে আসবে।

 তিনি বাবুগঞ্জ-মুলাদী আসনে সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন। গতকাল রোববার ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম নেতাকর্মীদের নিয়ে সহকারী-রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় তার সাথে ছিলেন দুই উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মাহবুবুল হক মানিক, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ নজরুল ইসলাম মাহাবুব, সেক্রেটারি মাওলানা মোঃ শামছুল হক ,মাওলানা মোঃ নূরুদ্দীন খান, মোঃ আঃ বারী শরিফ প্রমূখ।

চরফ্যাসনে স্বেচ্চাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চরফ্যাসনে তিন সন্তান নিয়ে স্বামীর ঘরে পরবাসী গৃহবধূ
চরফ্যাসনে গৃহবধুর রহস্যজনক মৃত্যু,স্বামী শ্বশুর পলাতক
চরফ্যাসনে নির্বাচনী পরবর্তী সহিংসতা আহত-৫০, নব নির্বাচিত ইউপি সদস্যকে আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, পুলিশের ধাওয়া
স্বামীকে নেশার টাকা দিতে অস্বীকার করায় স্ত্রীকে নির্যাতন
চরফ্যাসন হাসপাতালে দালালের খপ্পড়ে রুগীর মৃত্যু
চরফ্যাসন ও মনপুরায় তিন হাজার এইচএসসি পরীক্ষার্থীর টিকা দান কার্যক্রম উদ্বোধণ
ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রভাবশালী পরিবার প্রাচীর ও গেট নির্মান করে বন্ধ করল ৬০ বছরের পুরানো রাস্তা
চরফ্যাসনে ইউনিয়ন পর্যায়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা প্রকল্প উদ্বোধন
চরফ্যাসনের শশীভূষণে কুমারী মা যখন নবজাতকের খুনি