চরফ্যাসনে মেঘনার কূলভেঙ্গে নদীতে পড়ে জেলে নিখোঁজ, উদ্ধারের চেষ্টা  অব্যহত
নিখোঁজ জসিম উদ্দিন


চরফ্যাসনের বেতুয়া এলাকায় মেঘনা নদীর কূলভেঙ্গে (মাটির চাইন) নদীতে পড়ে জেলে জসিম উদ্দিন(৪০) নিখোঁজের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার  মেঘনা নদীতে জাকিজালে মাছ ধরতে গিয়ে নদীর কূল থেকে ভেঙ্গেপড়া মাটির বিশাল স্তুপের নীচে চাপাপড়ে মেঘনায় হারিয়ে যান তিনি।   তৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। উদ্ধার অভিযানে যোগদিয়েছেন চরফ্যাসন ফায়ারস্টেশনের কর্মী ও পুলিশ। বরিশাল থেকে ফায়ারসার্ভিসের ডুবুরীদল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।   নিখোঁজ জেলে  আসলামপুর ইউনিয়নের আয়েশাবাগ গ্রামের মহসিন বেপারীর ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী শাহজাহান  জানান, জসিম সকালে বেতুয়া এলাকায় মেঘনা নদীতে জাকিজাল দিয়ে মাছ ধরতে যান। ওই সময় নদীর কূলে দাড়িয়ে মেঘনায় জাকিজাল মারছিলেন। হঠাৎ জসিমের পায়ের নীচের বিশাল মাটিরস্তুপ ভেঙ্গে নদীতে পড়ে। ওই মাটির স্তুপের নীচে চাপা পড়ে মুহূর্তের মধ্যে জসিম মেঘনায় হারিয়ে যান। তৎক্ষাণিক স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে উদ্ধার অভিযানে যোগদেন চরফ্যাসন স্টেশনের  ফায়ারসার্ভিস কর্মী ও পুলিশ । এ সংবাদ লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজ জসিম উদ্দিনকে উদ্ধারের চেষ্টা অব্যহত রেখেছেন।
চরফ্যাসন ফায়রসার্ভিস স্টেশন অফিসার ইমরান হোসেন জানান,  দূর্ঘটনার পর পরই স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজ যুবককে উদ্ধার অভিযান শুরু করেছে। বরিশাল থেকে ফায়ারসার্ভিসের  ডুবুরি দল এখন চরফ্যাসনের ঘটনাস্থলে উদ্ধার কাজ করছেন।
চরফ্যাসন থানার ওসি শামসুল আরেফিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি থানা পুলিশ নিখোঁজ যুবককে উদ্ধার চেষ্টা অব্যহত রেখেছেন।

বরিশাল-৩ মনোনয়ন পত্র দাখিল করেন টিপু সুলতান এমপি
বাবুগঞ্জে যুবদলের গনসংযোগ ও লিফলেট বিতরন
স্বপ্ন আজ বাস্তব দেখছেন অসুস্থ খলিলুল- নুরজাহানরা
বারইয়ারহাট পৌরসভা কার্যালয় নিয়োগ ২০২৪
চরফ্যাসনে কোষ্টগার্ডের অভিযানে ২০ মন ঝটকা ইলিশসহ ট্রলার আটক
প্রতারক নারী স্ত্রী দাবী করে পুরুষকে মামলায় ফাঁসিয়ে চাঁদা আদায় করছে
চরফ্যাসনে পরিবারের সাথে অভিমানে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা
চরফ্যাসনে জনদুর্ভোগের নাম বিদ্যুৎ,ভোগান্তিতে ৯০ হাজার গ্রাহক
চরফ্যাসনে গৃহবধু মৃত্যুর ১ মাস ৮দিন পর হত্যা মামলা,শ্বাসরোধ করে হত্যার-প্রমান মিলেছে
বেগম খালেদা জিয়া একটি অভিশপ্ত নাম- নৌ-পরিবহন প্রতিমন্ত্রী