কুমিল্লার হোটেল ঈশিতা থেকে ২ বস্তা কনডম উদ্ধার

কুমিল্লা মহানগরীর  আবাসিক হোটেল ঈশিতা’য় অভিযান চালিয়ে ২ বস্তা কনডম ও সাড়ে ৩৫০ পিচ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ওজরিমানা  করা হয়েছে ১৩ জনকে। সিলগালা করে দেওয়া হয়েছে হোটেলটি।

 আটক হোটেল ম্যানেজার মামুন (২৮) ও পলাতক হোটেল মালিক আ. রহিমকে আসামি করে মাদক আইনে মামলা দায়ের করা হবে বলেও র‌্যাব জানিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে হোটেলটিতে অভিযান চালানো হয়।

তিনি জানান, হোটেলের বিভিন্ন কক্ষ থেকে খদ্দেরসহ ১০ পতিতাকে আটক করার পর জনপ্রতি ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়াও মাদক সেবন কেনাবেচা ও অসামজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে খদ্দের ও হোটেলের স্টাফসহ ১৩ জনকে ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

মাদক সেবন কেনাবেচা ও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে খদ্দের ও হোটেলের স্টাফসহ ১৩ জনকে ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

চরফ্যাসনে চোরাই হাঁস দিয়ে ইউপি সদস্যের ভুড়িভোঁজ
চরফ্যাসনে সালিশ বৈঠকে সংঘর্ষ॥ আহত-২০ (ভিডিও)
আমতলীতে সড়ক দখল করে অবৈধ করাতকল
চরফ্যাসনে মেঘনা পাড়ের পরিত্যক্ত ঘর থেকে জেলের লাশ উদ্ধার
জনগনের সাথে নির্ঘুম কাজ করে যাচ্ছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার
চরফ্যাসনে মাদকসহ পুলিশের জালে ৪ যুবক
আমতলীতে দু’টি বাঁশের সাঁকো পার হয়ে চলতে হয় ৭ গ্রামের মানুষকে
আমতলীতে স্কুলের ছাদ ধসে আহত-৭
চরফ্যাসনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত,চালক আহত
চরফ্যাসনে স্কুল ছাত্রী অপহরণ ও হত্যা মামলার মূল আসামি রাকিব গ্রেফতার