১৩নং দক্ষিণ দিঘলদী ইউপি নির্বাচনে নৌকার  প্রার্থী ইফতারুল হাসানকে বরণ করে নিলেন হাজারো কর্মীরা
জনতার মাঝে চেয়ারম্যান প্রার্থী ইফতারুল হাসান স্বপন

ভোলা সদর উপজেলা ১৩নং দক্ষিণ দিঘলদী ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত  প্রার্থী ও  দুই বারের নির্বাচিত জনপ্রিয় জনতার  চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে বরণ করে নিতে ইলিশা লঞ্চঘাটে হাজারো কর্মীর ঢল নেমেছে। তৃতীয় বারের মতো আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে নেতা কর্মীদের ভালোবাসায় সিক্ত হন আওয়ামী লীগ মনোনিত এই প্রার্থী। মঙ্গলবার (৭ ডিসেম্বর ) তিনি ঢাকা থেকে কর্ণফুলী-১৪ লঞ্চযোগে ইলিশা ঘাট হয়ে তার নির্বাচনী এলাকায় দক্ষিণ দিঘলদী ইউনিয়নের মাটিতে প্রথম পা ফেলেই ধন্যবাদ জানান মাননীয় প্রধানমন্ত্রী ও দেশনেত্রী শেখ হাসিনাকে। এবং বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক জীবন্ত কিংবদন্তী, ভোলা মাটি ও মানুষের নেতা, ভোলার অভিভাবক আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয়কে। এসময় সাধারণ জনগণ ও তাঁর দলীয় নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে তার নির্বাচনী এলাকা প্রিয় দক্ষিণ দিঘলদী ইউনিয়ন। এ সময় তিনি দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সাধারণ জনগণ ও তাঁর দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তব্যে বলেন জনগণই সকল ক্ষমতার উৎস।দক্ষিণ দিঘলদী ইউনিয়নের জনগণ চেয়েছেন বলেই আজ আমি দলীয় নৌকা প্রতীক পেয়েছি।আমি যতদিন বাচবো সুখে দুঃখে দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বাসীকে আমিই বাঁচবো। এসময় তিনি আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনে ৫ জানুয়ারি তিনি নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করবেন। তাই তাঁর দলীয় সকল নেতাকর্মী ও জনগণকে মিলেমিশে কাজ করার জন্য আহবান জানান। পরে ১৩নং দক্ষিণ দিঘলদী ইউনিয়ন জুড়ে মোটরসাইকেল ও মাইকোবাস শোডাউন করা হয় এ সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে সর্বত্র বিরাজ করছে রব রব সাজ
আমতলীতে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় শিশু ও বৃদ্ধ নিহত
বাবুগঞ্জে আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
চরফ্যাসনে অধ্যক্ষ নজরুল ইসলামের কবর জিয়ারতের মধ্যদিয়ে প্রচারণা শুরু
চরফ্যাসনে তিন সন্তান নিয়ে স্বামীর ঘরে পরবাসী গৃহবধূ
চরফ্যাসনের দুলারহাটে স্কুল ছাত্রীকে অপহরনের পর ধর্ষণ,মামলা
চরফ্যাসনে প্রবাসী পরিবারকে মিথ্যা মামলায় হয়রানি, নিজ বাড়িতেই অবরুদ্ধ প্রবাসীর পরিবার
চরফ্যাসনে মেঘনায় ভাসমান যুবকের মরদেহের পরিচয় সনাক্ত
দু’বছর প্রেম অতঃপর বিয়ের প্রলোভনে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, মামলা
বিয়ের দাবীতে বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন