ভারতে অনলাইনে বিক্রি হচ্ছে গোমূত্র
গোমাতাসেবা’য় ‘গোমূত্র আর্ক’ নামের একটি পণ্য সম্পর্কে বলা হয়েছে, এটি শরীরের কোলেস্টেরল লেভেল এবং চর্বি কমাতে সাহায্য করে। এটা মস্তিষ্ক ও হৃৎপিণ্ডকে শক্তিশালী করে। এছাড়া ক্ষতিগ্রস্ত টিস্যু ও সেলগুলোকে সবল করে।

ভারতে গোমূত্রের চাহিদা বেড়েই চলেছে। চাহিদার প্রতি লক্ষ্য রেখে গোমূত্র সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রির বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে। অনলাইনের যুগে গোমূত্রও খুব বেশিদিন অফলাইনে থাকতে পারলো না। এখন ভারতে অনলাইনে বিক্রি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের গোমূত্র।

গোমাতাসেবা(www.gomataseva.org), আইএমসি বিজনেস(www.imcbusiness.com) এবং ভেডিক বাণী(www.vedicvaani.com) নামের বিভিন্ন অনলাইন সাইটে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের গোমূত্র।


গোমাতাসেবা’য় ‘গোমূত্র আর্ক’ নামের একটি পণ্য সম্পর্কে বলা হয়েছে, এটি শরীরের কোলেস্টেরল লেভেল এবং চর্বি কমাতে সাহায্য করে। এটা মস্তিষ্ক ও হৃৎপিণ্ডকে শক্তিশালী করে। এছাড়া ক্ষতিগ্রস্ত টিস্যু ও সেলগুলোকে সবল করে।


আইএমসি’তে ‘হারবাল গোমূত্র’ নামের একটি পণ্য সম্পর্কে বলা হয়েছে, গোমূত্র প্রাকৃতিক জীবাণু নাশক, মানসিক উত্তেজনা নাশক, ছত্রাক নাশক, ব্যাকটেরিয়া নাশক এবং অ্যালার্জি নাশক। তাই এটাকে বলা হয় সঞ্জীবনী।

ভেডিক বাণী’তে পিউর গোমূত্র নামের একটি পণ্য সম্পর্কে বলা হয়েছে, এটি অনেক ভারতীয়ের প্রতিদিনের পূজার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা মানুষকে আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হতে সহযোগিতা করে।


উল্লেখ্য, গত জুলাই মাসে টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারতের রাজস্থানে গোমূত্রের চাহিদা এতটাই বেশি যে দুধের থেকেও তা বেশি দামে বিক্রি হচ্ছে। রাজ্যটির পাইকারি বাজারে দুধ লিটার প্রতি ১৫-৩০ টাকা এবং মূত্র লিটার প্রতি ২২-২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।


গোমূত্রের দাম বাড়ার কারণ হিসেবে বলা হয়, যেসব কৃষক কীটনাশকের পরিবর্তে গোমূত্র ব্যবহার করে, তাদের কাছেও এর চাহিদা ব্যাপক। তারা তাদের ফসলকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে গোমূত্র ছিটায়। অনেক মানুষ ধর্মীয় অনুষ্ঠানেও গোমূত্র ব্যবহার করে।


ভারতের সেরা টেস্ট টিউব বেবি হাসপাতাল-Top IVF hospitals in India
কালো টাকা গেল কোথায়?
আগাছা পরিষ্কার করতেই মিলল ১৪ নবজাতকের দেহ
বাংলাদেশে রেকর্ড ছুঁয়েছে ইমোর ব্যবহার
ভারতের সেরা ক্যান্সার হাসপাতাল-Best Cancer Hospital in India
কলকাতার বিখ্যাত মিষ্টির দোকান-Kolkata's famous sweet shop
কলকাতার বিখ্যাত হাসপাতাল-Famous hospital in Kolkata
কলকাতার বিখ্যাত রেস্টুরেন্ট-Famous restaurant in Kolkata
নেপাল ভ্রমণের সেরা স্থান - Best places to visit Nepal
বিটিএস আর্মি - BTS Army