এত শহীদ রক্ত ঢালে - Eto Shohid Rokto Dhale

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

এত শহীদ রক্ত ঢালে
তবু কেন তোমার বিবেক কথা বলে না
এত চোখের অশ্রু ঝরে তবু কেন
তোমার পাষাণ হৃদয় গলে না (হায়) ॥

এত জুলুম চতুর্দিকে থাবা ফেলে প্রতিদিন
মজলুমানের লগ্ন ফুরায় শোক বিহ্বল স্বপ্নহীন
এই অসহায় কালবেলাতে তবু কেন
তোমার ঈমান দ্বিগুণ জ্বলে না (হায়) ॥

কোন ভয়ানক ঘুমের ঘোরে
তোমার সময় কাটছে আজ
অথচ হায় হাজার দুশমন
অঙ্গিনাতে হাঁটছে আজ।

শান্তিপ্রিয় মানুষ যখন স্বস্তিহারা শংকাকুল
তখনও কি দৃষ্টি তোমার অন্ধকারে বদ্ধমূল
তখনও কি আলোর দিকে দুঃসাহসে
তোমার দৃপ্ত কদম চলে না (হায়) ॥
হৃদয়কাড়া দেশের গজল | Sobuj Desh | সবুজ দেশ | Kalarab Shilpigosthi | Bangladesh | Bangla New Song22
বড় হয়ে আব্বু আমি চাইনা হতে ধনী লিরিক্স-Chaina Hote Dhoni Gojol Shabab Bin Anas
আপন ভাবি আমি যারে- Apon Vabi Ami Jare
নতুন ইসলামী সংগীত । Ami Chaina Bachte - Kalarab । Abu Rayhan And Mahfuzul Alam
নতুন বছর এলে পরে-Notun Bochor Ele Pore
সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক -Srishti Joto Sobar majhe shukher howa boye jak
আয়েশা আব্দুল বাসিত এর জীবনী-Biography of Ayesha Abdul Basit
হাজার গানের মাঝে | Hajar Ganer Majhe
ও বাতাস আমায় তুমি নিয়ে যাওনা গজলের লিরিক্স
মন মানেনা যাব মদিনা-Mon Manena Jabo Madina