আপন ভাবি আমি যারে | Baby Najnin | Apon Vabi Ami Jare | New Gojol 2022
Title: Apon Vabi Ami Jare
Artist: Baby Najnin
Lyrics: SM Nazrul
Tune : Alauddin Ali
Audio & Video : BN Studio
Thumbnai : Asad Madani
Camera: Asad Madani
Released: BN Official
Song Lyrics :
আপন ভাবি আমি যারে
নয় সে আমার আপন
ভুলে যারে রাখি দূরে
সেই তো হল স্বজন
আমি জীবন দিতে রাজি তবু
ছিন্ন করে বাঁধন
জীবনের গতি কেন থেমে যায়
অকারনে তুফানে ভেসে যায়
যত পাই তত চাই দুনিয়ায়
পাঁচবার আজানে ডাকে মোরে তবু
শুনিনা কোন বারণ
জানিনা ডাক কবে এসে যায়
সব ছেড়ে যেতে হবে যে আমায়
সেদিন জানি কেউ কারো নয়
শুধু কাঁদবে চোখের পানি ছেড়ে
আত্মীয় এসে কজন
এ জীবনে যা কিছু করেছি
সব কিছু অকাতরে দিয়েছি
বলনাকি বিনিময় পেয়েছি
নজরুল তোর ভুল ছিল সবি
বুঝেছি আমি এখন