Title : Ramjanul Mubarak
Singer : Sayduzzaman Nur, Arif Arian, Mahfuzul Alam, Imranul Farhan & Tawhid Jamil
Lyric & Tune : Aynuddin Al Azad
Record Label : Holy Tune Studio
সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক.
শোন মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক।
সেহেরীতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি.
তারাবীতে দুর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি,
ইফতারীতে সুখ অনাবিল তাহার মাঝে নেইযে ফাঁক।
রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলা.
পাপী যত
হওগো নত
আছো যত
পথ ভোলা,
আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তায়ালার শুনলে
ডাক।
বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে.
গুনারাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে,
এই সুযোগ আর পাবি নারে জীবনটাকে করতে পাক।
চারিদিকে যায় শুনা যায় মিষ্টি সুরের ঐ যে তান.
সৃষ্টি তামাম আজ খুশিতে গায় যে শুধু তারই গান,
রমজানেরই শিক্ষা নিয়ে নতুন করে জাগরে জাগ।