মতিউর রহমান মল্লিক এর জীবনী - Biography of Matiur Rahman Mallick
Matiur Rahman Mallick

মতিউর রহমান মল্লিক এর জীবনী - Biography of Matiur Rahman Mallick

বাবার নাম: মুন্সি কায়েম উদ্দিন মল্লিক

মায়ের নাম: আয়েশা বেগম

জন্ম: ১৯৫৬ সালের পহেলা মার্চ

মৃত্যু: ১২ আগস্ট ২০১০ বুধবার দিবাগত রাত ১২.৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন

ধর্ম: ইসলাম

জন্মস্থান: বাগেরহাট জেলার বারুইপাড়া গ্রামে

জাতীয়তা: বাংলাদেশী

শিক্ষা: খুলনা আলিয়া মাদরাসা, বাগেরহাট পিসি কলেজ ও  ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে বাংলা বিভাগে পড়া লেখা করেন।

পেশা:কবি, গীতিকার, সুরকার, শিল্পী, সাহিত্য, সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক

কর্মজীবন:মতিউর রহমান মল্লিক সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক, ‘বিপরীত উচ্চারণ’ সাহিত্য সংকলনও সম্পাদনা করেছেন, মাসিক কলম পত্রিকার সম্পাদক এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের নির্বাহী পরিচালক ছিলেন।

প্রকাশিত গ্রন্থ:

১) নীষন্ন পাখির নীড়ে (কাব্যগ্রন্থ):আত্ম প্রকাশন

২) সুর-শিহরণ

৩) যত গান গেয়েছি

৪) ঝংকার

৫) আবর্তিত তৃণলতা

৬) তোমার ভাষার তীক্ষ্ন ছোরা

৭) অনবরত বৃক্ষের গান (কাব্যগ্রন্থ) মোনালিসা প্রকাশন

৮) চিত্রল প্রজাপতি (কাব্যগ্রন্থ) প্রফেসর’স পাবলিকেশন্স

৯) নির্বাচিত প্রবন্ধ

১০) রঙিন মেঘের পালকি

১১) প্রতীতি এক

১২) প্রতীতি দুই

১৩) প্রাণের ভিতরে প্রাণ

পুরস্কার:

১) সাহিত্য পুরস্কার : সবুজ-মিতালী সংঘ, বারুইপাড়া, বাগেরহাট

২) স্বর্ণপদক : জাতীয় সাহিত্য পরিষদ, ঢাকা

৩) সাহিত্য পদক : কলমসেনা সাহিত্য পুরস্কার, ঢাকা

৪) সাহিত্য পদক : লক্ষ্মীপুর সাহিত্য সংসদ

৫) সাহিত্য পদক : রাঙামাটি সাহিত্য পরিষদ, পার্বত্য চট্টগ্রাম

৬) সাহিত্য পদক : খানজাহান আলী শিল্পীগোষ্ঠী, বাগেরহাট

৭) সাহিত্য পদক : সাহিত্য সংস্কৃতি পরিষদ

৮) সাহিত্য পুরস্কার : সমন্বিত সাংস্কৃতিক সংসদ, বাগেরহাট

৯) প্যারিস সাহিত্য পুরস্কার : বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, ফ্রান্স

১০) বায়তুশ শরফ সাহিত্য পুরস্কার : বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ, চট্টগ্রাম

১১) ইসলামী সংস্কৃতি পুরস্কার : ইসলামী সমাজকল্যাণ পরিষদ, চট্টগ্রাম

১২) সাহিত্য পুরস্কার : বাংলা সাহিত্য পরিষদ, ফ্রান্স।

১৩) কিশোর কণ্ঠ সাহিত্য পুরস্কার।

জনপ্রিয় কিছু গান

১) তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর

২) টিক টিক টিক টিক যে ঘড়িটা

৩) রাসুল আমার ভালবাসা

৪) পৃথিবী আমার আসল ঠিকানা নয়

৫) এলো কে কাবার ধারে

৬) সে কোন বন্ধু বলো

৭) আম্মা বলেন ঘর ছেড়ে তুই

৮) এ আকাশ মেঘে ঢাকা রবে না

৯) কথায় কাজে মিল দাও আমার

১০) এসো গাই আল্লাহ নামের গান

১১) হঠাৎ করে জীবন দেওয়া খুব সহজ

১২) আয় কে যাবি সঙ্গে আমার

১৩) গান শোনাতে পারি

১৪) আন্দোলন সে তো জীবনের অন্য নাম

১৫) যদি কেউ বুঝে থাকো

১৬) এত শহিদ রক্ত ঢালে

১৭) ধৈর্য ধারণ করার শক্তি দাও

১৮) যা কিছু করতে চাও

১৯) এখানে কি কেউ নেই

২০) ঘন দুর্যোগ পথে দুর্ভোগ

২১) এই দূর্যোগে এই দূর্ভোগে আজ

২২) চলো চলো চলো মুজাহিদ

২৩) একজন মুজাহিদ কখনও বসে থাকে না

২৪) সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও

২৫) সংগঠন কে ভালবাসি আমি

২৬) কার কতটা ঈমান আছে

২৭) জিন্দাবাদ জিন্দাবাদ বীর মুজাহিদ জিন্দাবাদ

২৮) আমার গানের ভাষা জীবনের সাথে যেন

২৯) কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বল

৩০) দৃষ্টি তোমার খুলে রাখো

৩১) রোদের ভিতর ইলশে গুড়ি

৩২) হে খোদা মোর হৃদয় হতে

৩৩) এই দুটি চোখ দিয়েছ বলে

৩৪) না হয় হলো মন শুকনো কোন মরুভূমি

৩৫) আমাকে যখন কেউ প্রশ্ন করে

৩৬) কি হবে হতাশ হয়ে

৩৭) উত্তাপে উজ্জ্বল রক্তিম সময়ে

৩৮) জিহাদ করতে চাই আমি

৩৯) সারা বাংলার গ্রামে গঞ্জে

৪০) এই গুনাহগার প্রভু

৪১) মনটাকে কাজ দিন

৪২) রাতের আঁধার কেটে কেটে

৪৩) নিজেকে চেনার তাওফিক 

৪৪) এত শহীদ রক্ত ঢালে

শেখ হেলাল উদ্দীন এর পরিচয় ও জীবনী - biography of Sheikh Helal Uddin
শেখ সারহান নাসের তন্ময় এর পরিচয় ও জীবনী - biography of Sheikh Sarhan Naser Tanmoy
নায়লা নাঈম এর বয়স, শিক্ষা ও জীবনী-biography of Nayla Naeem
মোহাম্মদ আলী কিরণ-Biography Of Mohammad Ali Kiran
আয়েশা আব্দুল বাসিত এর জীবনী-Biography of Ayesha Abdul Basit
মোনায়েম সরকার
হুলিয়ান আলভারেস এর জন্ম,বয়স ও জীবনী - Julian Alvares Birth, Age and Biography
ইলিয়াস আহমেদ চৌধুরী এর পরিচয় ও জীবনী - Ilyas Ahmed Chowdhury's identity and biography
মেয়র আতিকুল ইসলাম এর জীবনী - Biography of Mayor Atiqul Islam