গান: রাজার প্রজা
কথা ও সুর: রাআদ ইজামা
শিল্পী: ওমর হাসান
          আমির হোসাইন
পরিবেশনায়: শিশু বিভাগ, সাইমুম

লিরিক্স:

আমি রাজার প্রজা, থাকি সরল সোজা—
অন্তরে আছে মোর সে রাজার ভয়,
তার গোলামীতে হোক এ জীবন ক্ষয় ||

আমি মুক্ত থেকেও তারে ডাকতে পারি,
দুখের বোঝা তাতে হয়না ভারী—
এই বুকের ভিতর, এক স্নেহের চাঁদর
এ চাঁদর জড়িয়েছে সেই মহোদয় ||

আমি রাজার আদেশ মেনে চলতে থাকি,
কোনো কাজে কভু/তাঁর দেই না ফাঁকি—
তাই চাই যে আমি, রাজা দিবসযামী
আমার উপরে যেন খুব খুশি রয় ||

আমি ভুল করলেও ক্ষমা করে সে আমায়
এমন রাজা বলো কোথা পাওয়া যায়?
এই চিন্তা করে, আমি হৃদয় ভরে
তার গুনগানে করি সুখ সঞ্চয় ||
খাদিজার মতো জীবন গড়ো লিরিক্স - Khadijar Moto Jibon Goro
মা আমাকে ডেকে দিয়ো মা আমাকে ডেকে দিয়ো-Ma Amake Deke Dio
শিশুদের প্রিয় নবী (সা.) - হুমায়রা আফরিন ইরা
আমরা ছড়াই ফুলের ঘ্রাণ লিরিক্স-AMRA CHORAI PHULER GHRAN LYRICS
বউ তুমি কথা কও, কও না কথা লিরিক্স
সাদা কাফনে মোড়ালে কেন আমায় লিরিক্স - Shada Kafon Gojol Lyrics
হাসি মুখের সাদকা | HASHI MUKHER SADKA lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
কুরআন নিয়ে অসাধারণ একটি গজল । QURAN । قرآن । কুরআন । Abu Rayhan & Husain Adnan
আসল কুরবানী কোনটি?-Asol qurbani Konti
একদিন মাটির ভিতরে হবে ঘর - Ekdin Matir Vitore Hobe Ghor