সাদা কাফনে মোড়ালে কেন আমায় - Shada Kafon Gojol Lyrics

গীতিকারঃ আবু উবায়দা ও সাইফ সিরাজ

সুরঃ আবু উবায়দা

গায়কঃ আবু উবায়দা


সাদা কাফনে মোড়ালে কেন আমায়

বাধা দিয়ে দে অপারেতে যাওয়ায়


এখনো আমার হাজার কথা বাকি

মনতো বলে আরো কিছুক্ষন থাকি

রেখে দে আমায় তদের স্নেহের মায়ায়


ইচ্ছে করে মা বলে আজ ডাকি

তার মায়াবি আদর গায়ে মাখি

ঘুমোবো বাবার ওম জাড়ানো গায়ে

করব চুমু প্রিয় বাবার পায়ে

শত বেদনায় বন্ধুদের তোদের কাছে পেতে মন চায়


মায়ের ডাকে ঘুম ভেঙে আজ উঠি

ভায়ের হাতে ধরেই মাঠে ছুটি 

পুকুর জলে সাঁতার কেটে আমি 

বনের সাথে নতুন করে নামি 

আমি চাই না যেতে একলা হয়ে নীরব কবর গাঁয়।

ইসলামি সংগীতের জনপ্রিয় শিল্পী আব্দুল্লাহ আল-মুয়াজ রিফাত - Abdullah Al-Muaz Rifat is a popular artist of Islamic music
হামি ডাকছি তোমাকে, ইসলামের উঁচা ঘাঁটার দিকে -জাইমা নূর
রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল ঐ লিরিক্স
সুমধুর নাতে রাসুল সা. - Muhammad - মুহাম্মদ - Bangla Islamic Song
সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান লিরিক্স -sunnat noy shudu dawter mehman
দেখার মতো দেখো যদি - Dakar Moto Dako Jodi
শুধু কাগজে লিখিনি নাম তোমার লিরিক্স-Priyo Muhammad Lyrics
Allah Bolo - Kalarab | হৃদয়গ্রাহী ঘটনায় ইসলামী সঙ্গীত | Touching Story | Bangla Islamic Song
মনের মাঝে ঢেউ উঠেছে । Moner Majhe Dheu Utheche
ওগো আমার মা তোমায় ভুলতে পারি না লিরিক্স