সাদা কাফনে মোড়ালে কেন আমায় - Shada Kafon Gojol Lyrics
গীতিকারঃ আবু উবায়দা ও সাইফ সিরাজ
সুরঃ আবু উবায়দা
গায়কঃ আবু উবায়দা
সাদা কাফনে মোড়ালে কেন আমায়
বাধা দিয়ে দে অপারেতে যাওয়ায়
এখনো আমার হাজার কথা বাকি
মনতো বলে আরো কিছুক্ষন থাকি
রেখে দে আমায় তদের স্নেহের মায়ায়
ইচ্ছে করে মা বলে আজ ডাকি
তার মায়াবি আদর গায়ে মাখি
ঘুমোবো বাবার ওম জাড়ানো গায়ে
করব চুমু প্রিয় বাবার পায়ে
শত বেদনায় বন্ধুদের তোদের কাছে পেতে মন চায়
মায়ের ডাকে ঘুম ভেঙে আজ উঠি
ভায়ের হাতে ধরেই মাঠে ছুটি
পুকুর জলে সাঁতার কেটে আমি
বনের সাথে নতুন করে নামি
আমি চাই না যেতে একলা হয়ে নীরব কবর গাঁয়।
সাম্প্রতিক মন্তব্য
#MD. ALAMGIR HUSSAIN
সংগীতটা আমি অনেকবার শুনেছি কিন্তু যতবারই শুনি ভিতরে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়,স্মরণ হয়ে যায় মৃত্যুর কথা। সংগীতের প্রত্যেকটি কথা যেন অটোমেটিক চোখে সামনে ভেসে ওঠে । ধন্যবাদ প্রিয় আবু উবায়দা ভাইকে।