শিশুদের প্রিয় নবী (সা.) - হুমায়রা আফরিন ইরা
গীতিকারঃ গাজী আব্দুল হামিদ
সুরঃ শৈফুল ইসলাম ফারুক
গায়িকা: হুমায়রা আফরিন ইরা
শিশুরাতো আল্লার বাগানের ফুল
বলেছেন ধরনীর শ্রেষ্ঠ রাসুল।
পরম আদরে আর মমতার সুরে
ফুটাতো সবার মুখে খুশির মুকুল।
প্রেমের পরশ মাখা কোমল হৃদয়
দিতেন সালাম আগে মিষ্টি ভাষায়।
সেই ছোঁয়া পেতে তাই আরব শিশুরা
নবীজির পথপানে থাকতো ব্যকুল।
ভালবাসতেন তিনি সব শিশুদের
ভেঙে দিয়ে রীতি ঐ মরু আরবের।
এতিম অনাথ যারা ছিলো অসহায়,
বুক তার ছিলো সদা পরম আশ্রয়।
শিশুদের খুশিতেই হতেন শামিল,
দুখেতেই ভরে যেতো নয়ন দু-কূল।।
আপনার মতামত লিখুন