শিশুদের প্রিয় নবী (সা.) - হুমায়রা আফরিন ইরা

গীতিকারঃ গাজী আব্দুল হামিদ

সুরঃ শৈফুল ইসলাম ফারুক

গায়িকা: হুমায়রা আফরিন ইরা

শিশুরাতো আল্লার বাগানের ফুল

বলেছেন ধরনীর শ্রেষ্ঠ রাসুল।

পরম আদরে আর মমতার সুরে

ফুটাতো সবার মুখে খুশির মুকুল।


প্রেমের পরশ মাখা কোমল হৃদয়

দিতেন সালাম আগে মিষ্টি ভাষায়।

সেই ছোঁয়া পেতে তাই আরব শিশুরা 

নবীজির পথপানে থাকতো ব্যকুল।


ভালবাসতেন তিনি সব শিশুদের 

ভেঙে দিয়ে রীতি ঐ মরু আরবের।


এতিম অনাথ যারা ছিলো অসহায়,

বুক তার ছিলো সদা পরম আশ্রয়। 

শিশুদের খুশিতেই হতেন শামিল, 

দুখেতেই ভরে যেতো নয়ন দু-কূল।।

তুমি ছাড়া বাবা আমার । জাইমা নূর । Baba Amar । Jaima Noor
পৃথিবী আমার আসল ঠিকানা নয় লিরিক্স-prithibi amar asol thikana noy Lyrics
তোমাদের তরে আমার একটি অনুনয় লিরিক্স-Tomader Tore Ekti Onunoy lyrics
যদি লিখতে শুরু করি লিরিক্স-Jodi likhte shoro kori lyrics
ওগো মা তুমি এই ধরণীর শ্রেষ্ঠ নেয়ামাত লিরিক্স-Ei Dhoronir Srestho Neyamat
মেঘের পাখায় ভর করে এলোরে রমজান লিরিক্স
সত্যের সংগ্রামে ফোটা ফুল | Sotter Songrame Fota Ful | সাইমুম শিল্পী গোষ্ঠী
ওস্তাদ তাফাজ্জল হোসাইন খানের গায়কীতে দেশের গান | হাজার নদীর দেশ | HAJAR NODIR DESH | সাইমুম | SAIMUM
জানাযা নিয়ে হৃদয়স্পর্শী গজল । Janaza । জানাযা । Abu Rayhan Kalarab | Kalarab Gojol
কার মার্তবা বেশী? নবী পাকের না ইমাম পাকের - Baby Najnin - New Official Video