বউ তুমি কথা কও, কও না কথা,
তোমায় নিয়ে আমি,বেঁধেছি ঘর ভুলেছি ব্যাথা(2)
তোমারি জন্য আমি,হাজারো স্বপ্ন বুনি,
তুমি তো আমার,সারাটি জীবনের প্রতিটি আশা।
বাঁচব সারাজীবন একই সাথে,
থাকবো কাছাকাছি দুঃখে সুখে।
দিও একটা ঘর প্রভু জান্নাতে,
বাসবো ভালো সেথায় দুজন মিলে।
তোমায় যত ভালোবাসি,প্রভু ঢেলে দেন তত রহমত,
থাকবো দুজন মিলে মিশে।
সুখে দুঃখে তাওফিক দাও হে রব
বাঁচব সারাজীবন একই সাথে,
থাকবো কাছাকাছি দুঃখে সুখে।
দিও একটা ঘর প্রভু জান্নাতে,
বাসবো ভালো সেথায় দুজন মিলে।
তুমি আমার চাঁদের আলো,
আঁধার রাতে ভরা পূর্ণিমা।
ঐ চাঁদও বুঝি পাই গো সরম,
যখন দেখে তোমারি জোসনা।
বাঁচব সারাজীবন একই সাথে,
থাকবো কাছাকাছি দুঃখে সুখে।
দিও একটা ঘর প্রভু জান্নাতে,
বাসবো ভালো সেথায় দুজন মিলে।
আপনার মতামত লিখুন