-631d8903d2cdd.webp)
ক্যাজুপুট বা কাজুপুট ভেষজ গুণাগুণ
ক্যাজুপুট বা কাজুপুট হচ্ছে Myrtaceae পরিবারের Melaleuca গণের ভেষজ উদ্ভিদ। ক্যাজুপুট মাঝারি আকারের চিরসবুজ বৃক্ষ জাতীয় ভেষজ উদ্ভিদ। উচ্চতায় প্রায় ২০ মিটার অবধি হয়ে থাকে।এই গাছের বাকল পুরু ও সাদা রঙের। ক্যাজুপুট গাছের পাতা পর্যায়ক্রমে সাজানো থাকে। পাতা ৫ থেকে ১২ সেমি লম্বা হয়। তীব্রগন্ধযুক্ত এই সবুজ পাতাগুলো সরু।
গ্রীষ্ম ও বর্ষা ঋতুতে ডালের আগায় ঝুলন্ত ডাঁটায় ছোট ছোট সাদা ফুল ফোটে। এদের ফুল বোঁটাহীন হয়ে থাকে।ফুলের আকার ৮ থেকে ১৫ সেমি হয়। ফলের আকারও ছোট হয়। ফলের ভিতরে অনেক বীজ থাকে।
বৈজ্ঞানিক নাম: Melaleuca leucadendra
ইংরেজি নাম: weeping paperbark, long-leaved paperbark বা white paperbark
চাষাবাদ
ভেষজ গুণাগুণ
বীজ বা কলম থেকে নতুন চারার জন্ম হয়। তবে বীজ থেকে চারা সংগ্রহ অনেক কঠিন।এজন্য চারা তৈরির সময় বিশেষ ছত্রাকের সহায়তা প্রযোজন।
ক্যাজুপুট বা কাজুপুট ভেষজ ও শোভাবর্ধক উভয় উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়।
বাকল উত্তেজক এবং বলবর্ধক হিসেবে ব্যবহৃত হয়।
পাতা এবং প্রান্তীয় উপশাখা কাজুপুট তৈলের উৎস।
এই তৈল আভ্যন্তরীনভাবে এবং বাহ্যিকভাবে বাত রোগে ব্যবহৃত হয়।
ক্যাজুপুট বা কাজুপুট উত্তেজক এবং কলেরা রোগের মত ডায়রিয়ার জীবাণুনাশক।
পুরাতন চর্মরোগ, দাদ, এ্যাকজিমা এবং মুখের ব্রণে এই তেল ব্যবহারের পরামর্শ দেয়া হয়ে থাকে।
ক্যাজুপুট বা কাজুপুট একটি উত্তম কীটনাশক এবং উকুন, মশা, ছারপোকা প্রভৃতির বিরুদ্ধে ব্যবহৃত হয়।
ইন্দো-চীনে বাতের ব্যাথায় এবং প্রচন্ড জ্বরে কাজুপুট তৈল ত্বকে মালিশ করা হয়।
নিউ ক্যালিডোনিয়াতে ইহা পাকস্থলীর বায়ুনাশক এবং জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়।
দক্ষিণ আফ্রিকায় মাথা ব্যাথা দূর করতে ইহা কানের ড্রপ হিসেবে ব্যবহৃত হয়।
আপনার মতামত লিখুন