গোলপাতার ঔষদি গুণাগুণ - Medicinal properties of Nipa palm
Nipa palm

গোলপাতার উপকারিতা ও ঔষধি গুন

গোলপাতা সুন্দরবনের স্বল্প ও মধ্যম লবণাক্ত অঞ্চলে জন্মে। এর পাতা প্রায় ৩-৯ মিটার লম্বা হয়। এছাড়াও ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের উপকূলীয় এবং মোহনা এলাকার একপ্রকার পাম জাতীয় উদ্ভিদ, যাদেরকে 'নিপা পাম' নামেও ডাকা হয়। এটি পামের একমাত্র প্রজাতি যাদেরকে ম্যানগ্রোভ অঞ্চলে পাওয়া যায়। এই উদ্ভিদটি তার মূল জেনাস নিপা হতে উদ্ভত একমাত্র প্রজাতি যার উপ প্রজাতি নিপোডিয়া।

ইংরেজি নাম : nipa palm

বৈজ্ঞানিক নাম: Nypa fruticans

বিস্তৃতি

মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, বোর্নিও, পপুয়া নিউ গিনি, কম্বোডিয়া, মায়ানমার, বাংলাদেশ দেশসমূহে জন্মে থাকে।

ঔষধি গুনাগুণ

গোলগাছের পাতা, ফল ও মূল ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

এই গাছের ফল খেলে চর্মরোগে উপকার পাওয়া যায়।

শিকড় সিদ্ধ করে সকাল-বিকাল খেলে আমশয় ভালো হয়।

এ ছাড়া এই শিকড় খেলে অনিদ্রার সমস্যা দূর হয়।

বাতের ব্যথায় গোলগাছের পাতা বেটে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়।

মুখে অরুচি ভাব দেখা দিলে এই গাছের ফল খেলে উপকার পাওয়া যায়। 

গোলগাছের রস মানবদেহের পানিশূন্যতা পূরণ, পেটের কৃমি দমন, কর্মক্ষমতা বৃদ্ধি,বলবৃদ্ধি, ঠান্ডা জনিত রোগ সহ নানা উপকার সাধন করে।

কলার উপকারিতা
কালোকেশী গাছের উপকারিতা
আলকুশী বীজের ১৫টি উপকারিতা
বাঁশ-কোড়লের পুষ্টিগুণ-Bamboo shoots or bamboo sprouts
দৌম গাছের ঔষধি গুনাগুন - Medicinal properties of doum palm
বাবলা গাছের উপকারিতা ও গুনাগুণ
ধুতুরা ফুলের গুনাগুণ
ছাতিম গাছ এর ঔষধি গুণাগুণ - Medicinal properties of Blackboard Tree
শিরিষ এর ভেষজ গুণাগুণ - Herbal properties of Lebbeck
পান পাতার উপকারিতা ও ঔষধি গুনাগুণ - Benefits and medicinal properties of Betel leaf