খইয়া বাবলা গাছের ঔষধি গুণাগুণ - Medicinal properties of Madras Thorn plant
Madras Thorn

খইয়া বাবলা গাছের ঔষধি গুণাগুণ

খইয়া বাবলা হচ্ছে Fabaceae পরিবারের Pithecellobium গণের একটি সপুষ্পক বৃক্ষ।

এ গাছের দেহ সুন্দর পেঁচানো। গাছ কেটে ফেললেও এর গোড়া থেকে দ্রুত নতুন ডাল গজিয়ে যায়। চারটি উপপত্র পাতার গোঁড়ায় কাটা থাকে। পুরনো পাতা ঝরে দ্রুত নতুন পাতা গজায়। পাতা দেখতে অনেকটা কাঞ্চনের পাতার মতো। এর ফল দেখতে জিলাপির মতো পেঁচানো। ফলে ৫-১০ টি বীজ থাকে। পাকার পরে ফল ফেটে ভিতরে থেকে হলুদাভ সাদা মাংশ বীজ বেরিয়ে পরে। এর ফল মিষ্টি ও সুস্বাদু হয়। ভারত ও বাংলাদেশের গ্রামীণ শিশুরা গ্রীষ্মকালে এ ফল সংগ্রহ করে থাকে। তবে বাণিজ্যিকভাবে এ ফল কোথাও বিক্রি হয় না।

ইংরেজি নাম: Madras Thorn

বৈজ্ঞানিক নাম: Pithecellobium dulce

বিস্তৃতি

আমেরিকা, মেক্সিকো, ভেনেজুয়েলা ,ভারত বাংলাদেশে এ উদ্ভিদ দেখা যায়।

ঔষধি গুণাগুণ

খইয়া বাবলা গাছের ছাল আমাশয়, অবিরাম ডায়েরিয়া ও যক্ষারোগের জন্য উপকারি।

খইয়া বাবলার বীজ আলসারে জন্য খুবই উপকারি।

কফ নিঃসরণ ও পাতা পিত্তাশয়ের রোগে ব্যবহৃত হয়।

এ গাছের ফল সুস্বাদু, গ্রামীণ শিশুদের মাঝে জনপ্রিয়।

ক্যাজুপুট বা কাজুপুট ভেষজ গুণাগুণ - weeping paperbark herbal properties
মাখনা ফলের উপকারিতা-Benefits of Foxnut fruit
সজিনার উপকারিতা
বাংলাদেশের বিলুপ্তপ্রায় দেশি ফল সমূহ
গনিয়ারি গাছের ঔষধি গুণাগুণ
আলকুশী বীজের ১৫টি উপকারিতা
বনঢেড়স বা লতাকস্তুরীর ঔষধি গুণ
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের তালিকা - List of protected plants of Bangladesh
ঢেকি শাকের উপকারিতা
খয়ের এর ভেষজ গুনাগুণ - Herbal properties of Black Cutch