ইঞ্চি লতা-Inchplant Plant
ইঞ্চি লতা হচ্ছে কমেলিনাসি পরিবারের একটি উদ্ভিদ। এটি মেক্সিকো, মধ্য আমেরিকা এবং কলম্বোর স্থানীয় প্রজাতি এবং এখন এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে প্রাকৃতিকভাবে জন্মে।
ইংরেজি নাম: inch plant বা wandering jew
বাংলা নাম: ইঞ্চি লতা বা ভ্রাম্যমান ইহুদী
বৈজ্ঞানিক নাম: Tradescantia zebrina, পূর্বের বৈজ্ঞানিক নাম:Zebrina pendula
বিবরণ
এটির পাতা কিছুটা মাংশল বা সরস। লতাটির তিন পাপড়ির ফুল হয়। ফুলের রং লাল। এই উদ্ভিদ ঝুলানো টবে রাখা যায়, ঝুলানো টবে রাখলে এদের পাতার নিচের দিকের সুন্দর মেরুণ বর্ণ দেখা যায়। তবে অতিরিক্ত বেড়ে যায় বলে ট্রিমিং করে রাখতে হয়। এর ডাঁটা ছেঁটে কেটে বাগানের কোণায় যেনতেনভাবে ফেলে রাখলেও সিঙ্গাপুর ডেইজির মতো গাছ গজাতে পারে। বীজ ব্যতিরেকে মাত্র এক ইঞ্চি কাণ্ড থেকেও এর বিস্তার ঘটতে পারে।
ব্যবহার
এটি মূলত বাসাবাড়ির আলংকারিক উদ্ভিদ হিসাবে শোভা পায়। এদেরকে ভূমির আচ্ছাদন হিসেবে ব্যবহার করা যায়। এদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারলে আগ্রাসি হয়ে ওঠে। এদের কান্ড এবং পাতার স্বচ্ছ কষ বেশ এলার্জি সৃষ্টিকারী। তাই হাত সুরক্ষা করার জন্য গ্লাভস্ ছাড়া নাড়াচাড়া করলে হাত ধুয়ে ফেলা ভাল। এটি দক্ষিণ আফ্রিকা এবং গালাপাগোস দ্বীপপুঞ্জে আগ্রাসি উদ্ভিদ হিসেবে বিবেচিত।