মিশ্রিদানা বা চিনিপাতার ভেষজ গুণাগুণ - Herbal properties of goatweed
sweet-broom

মিশ্রিদানা বা চিনিপাতার ভেষজ গুণাগুণ - Herbal properties of goatweed

মিশ্রদানা বা মিশ্রিদানা বা চিনিপাতা একটি ভেষজ তৃণজাতীয় উদ্ভিদ । এটি Plantaginaceae পরিবারের উদ্ভিদ। এই গাছ বাংলাদেশের পাহাড়ি অঞ্চল সহ সমতল ভূমির সর্বত্রই পাওয়া যায়। এর পাতা খুবই মিষ্টি যা চিনির চেয়ে ৫০ গুণ বেশি মিষ্টি বলে দাবি করা হয়। এর শুকনো পাতা গুঁড়ো করে ব্যবহার হয়। এর নির্যাস চিনি থেকে ২০০-৩০০ গুণ বেশি মিষ্টি।

বাংলা নাম: মিশ্রিদানা, চিনিপাতা, মিছরিপাতা, মিডালি, চিনিটোরা, বনধনিয়া, চিনিমিঠা, মিছরিদানা ইত্যাদি।

ইংরেজি নাম: Goatweed,Scoparia-Weed and sweet-broom 

বৈজ্ঞানিক নাম: Scoparia Dulcis

ভেষজ গুণাগুণ 

মিশ্রিদানা বাংলাদেশের সুলভ ঔষধি উদ্ভিদ। এই গাছের  সবকিছুই ঔষধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।

মিশ্রিদানার রস খেলে রক্ত আমাশয় এ ভালো কাজ দেয়।

এটি ডায়াবেটিস এর কোন ক্ষতি করেনা বরং কমাতে সাহায্য করে।

মুখে ঘা হলে এর পাতা চিবুলে ঘা ভাল হয়।

এটি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে ব্যবহার করা হয়।

এটি ব্রাজিলে নানা রোগে ব্যবহৃত হয় যেমন অর্শরোগ এবং ক্ষতে।

এটি নাইজেরিয়াতে কাস্তে-কোষ ব্যাধিতে (Sickle-cell disease) ব্যবহার করা হয়।

দেশি গাবের ঔষধি গুণাগুণ - Medicinal properties of Gaub
বক ফুলের উপকারিতা -vegetable hummingbird benefits
বাংলাদেশের বিলুপ্তপ্রায় দেশি ফল সমূহ
স্নেক প্ল্যান্ট-snake-plant
গোলমরিচের উপকারিতা
ধাইফুল এর উপকারিতা
বিলুপ্তির পথে গোলাপজাম
চালতার গুণাগুণ
হরতকি ফলের গুনাগুণ-Properties of Myrobalan Fruit
জাম্বুরা খাওয়ার উপকারিতা ও পুষ্টিগুণ