লাল ভেরেন্ডা গাছের উপকারিতা ও ঔষধি গুণাগুণ-Belly-ache-bush Plant Benefits and Medicinal Properties
লাল ভেরেন্ডা, জাত্রোফা gossypiifolia, এছাড়াও মিথ্যা উদ্বিড়াল নামক, তুলা পাতা, ঔষধি বন্য বা ঔষধি সঙ্গে ঔষধি লাল, একটি উদ্ভিদ Euphorbiaceae রক্তবর্ণ এবং হলুদ inflorescences সঙ্গে পরিবার। লাল ভেরেন্ডা একটি গুল্মজাতীয় সপুষ্পক উদ্ভিদ।
ইংরেজি নাম: bellyache bush, black physicnut or cotton-leaf physicnut
বৈজ্ঞানিক নাম: Jatropha gossypiifolia
বর্ণনা
প্রজাতিটি একটি খাড়া উদ্ভিদ হিসাবে ঘটে যা উচ্চতায় ১.৫ মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর রসালো ডালপালা একটি সাদা ক্ষীর ধারণ করে।
পাতাগুলি, যা কেবল কান্ডের শেষে উপস্থিত থাকে, তার তিনটি লম্বা ফলক থাকে। তাদের মার্জিনের পাশাপাশি তাদের লম্বা পেটিওয়ে গ্রন্থিযুক্ত চুল রয়েছে। কচি পাতা, আঠালো এবং গভীর বেগুনি, সময়ের সাথে হালকা সবুজ হয়ে যায় ।
ফুল
ফুলগুলি ডালপালা শেষে গোষ্ঠীতে বিভক্ত। এগুলোর ব্যাস এক সেন্টিমিটার এবং ৫ টি বেগুনি রঙের ।
ফল
ফলগুলি আয়তাকার ৩-কোষের ক্যাপসুল যা বাইরে থেকে অনুমান করা যায়। একবার পরিপক্ক হলে, ফলটি বিস্ফোরিত হয়, এর বীজ ৩ মিটারেরও বেশি নিক্ষেপ করে। অতএব তারা খুব বেশি দূরে ( অটোকোরি ) বৃদ্ধি করতে পারে না, বা পশুদের দ্বারা দূরে নিয়ে যেতে পারে ( জুচোরি )। প্রজাতিগুলি খুব প্রতিরোধী কারণ বীজ ১০ বছর পর্যন্ত মাটিতে কার্যকর থাকতে পারে এবং তাদের অঙ্কুরোদগম আগুনের দ্বারা অনুকূল হতে পারে ।
লাল ভেরেন্ডা গাছের উপকারিতা ও ঔষধি গুণাগুণ
* রাতকানা রোগ হলে ১০ গ্রাম ভেরেন্ডা পাতা ঘিয়ে ভেজে সেবন করলে রোগটি থেকে সহজেই আরোগ্য লাভ করা করা যায়।
* প্রস্রাবের স্বল্পতার ক্ষেত্রে ২০ গ্রাম ভেরেন্ডার মূলের রস খেলে উপকার পাওয়া যায়।
* বাতের ব্যথায় ১ থেকে ২ গ্রাম ভেরেন্ডার তেল লবনের সাথে মিশিয়ে আক্রান্ত স্থানে মালিশ করলে ব্যথা কমে যায়।
* কোষ্টকাঠিণ্য নিরাময়ে ২ থেকে ৪ চা চামচ মূলের রস সকালে ও বিকালে পানিসহ সেবন করলে আরোগ্য হয়।
* ৯০ দশক পর্যন্ত গ্রামে ছোট শিশুদের জ্বরের সময় এর ছাল গলায় ঝুলিয়ে দেওয়া হত এতে করে শিশুরা আর বমি করত না।
* শিশুদের ঠান্ডা লাগলে তৈল গরম করে বুকে লাগালে ঠান্ডা উপশম হতো আধুনিক চিকিৎসা সেবার ফলে এসব এখন আর ব্যাবহার হয় না ।
নানা গুণ সমৃদ্ধ এই বীজ গুলো গ্রামের দরিদ্রের জনগোষ্ঠীর মানুষ আগে সংগ্রহ করে শুকিয়ে বাজারে বিক্রি করত স্থানীয় বাজারে ধান পাট গম ব্যবসয়ীরা ওজন করে কিনতো ভেরেন্ডার বীজ ব্যবসায়ীরা। গাছটি কমে যাওয়ায় এখন এর বীজ আর কেউ সংগ্রহ করে না।