ঘোড়ানিম এর উপকারিতা - The benefits of Chinaberry
Chinaberry

ঘোড়ানিম-Chinaberry

ঘোড়ানিম অন্যান্য নামের মধ্যে সাদা দারূবৃক্ষ, চায়নাবেরি গাছ, গুটিকা-গাছ, কেপ লাইলাক, সাইরিঙ্গা বেরিগাছ, পার্সিয়ান লাইলাক, ও ভারতীয় লাইলাক, মেহগনিবৃক্ষ পরিবারের পর্ণমোচী গাছের একটি প্রজাতি, যা ইন্দোমালিয়া ও অস্ট্রেলেশিয়ার স্থানীয়।

স্থানীয় নামের মধ্যে গোরানিম,মহানিম, কাউয়ানিম, মহানিম, পুমা, পোয়া ইত্যাদি ।

ইংরেজি নাম: Chinaberry

বৈজ্ঞানিক নাম: Melia azedarach

বর্ণনা

৮ থেকে ১২ মিটার উঁচু পত্রমোচী গাছ, মাথা ছড়ানো। বাকল ধূসরাভ-বাদামি, কাণ্ডে লম্বা ফাটাফাটা দাগ। যৌপত্র, দুই থেকে তিন পক্ষল, ৩০ থেকে ৪০ সেন্টিমিটার লম্বা, পত্রিকা ৬ সেন্টিমিটার লম্বা।

আরো পড়ুন:  স্পিরুলিনা

ফুল

বসন্ত থেকে গ্রীষ্ম অবধি গাছে ফুটে থাকে পাহাড়ি ‘ঘোড়ানিম’ এর। গাছ মাঝারি আকৃতির। গাছের ডালে দশ থেকে বিশ সেন্টিমিটার লম্বা ডাঁটায় ধরে ছোট ছোট সুদৃশ্য বেগুনি ফুল। এ ফুলের পাপড়ি থাকে পাঁচ থেকে ছয়টি। ফুলের মাঝখানে পুংকেশরের একটি গাঢ়-বেগুনি নল আছে।

ফল

পরিপক্ব ফল হলুদাভ-বাদামি, ডিম্বাকার, দেড় সেন্টিমিটার লম্বা। বীজ মসৃণ, চার থেকে পাঁচটি। বংশবৃদ্ধি বীজের মাধ্যমে। 

আরো পড়ুন: চাপালিশ কাঠাল

ব্যবহার

হূদেরাগ, মাথাব্যথা, কৃমি ও বাতরোগে এ গাছের পাতা, বাকল ও ফল অত্যন্ত কার্যকর। ভারতের পাঞ্জাবে বাত রোগে এবং ইন্দোনেশিয়ায় টাইফয়েড জ্বর নিরাময়ে ঘোড়ানিমের বীজ ব্যবহূত হয়। এ গাছ থেকে তৈরি নিমতেল ক্ষতিকর পোকামাকড় দমনে অত্যন্ত কার্যকর।

এ গাছ থেকে তৈরি নিম তেল ক্ষতিকর পোকামাকড় দমনে অত্যন্ত কার্যকর। ফল ইন্ডিয়ান গ্রে হর্নবিল পাখির প্রিয় খাবার। কাঠ দারুমূল্যযুক্ত। বিশেষত, ক্রীড়াসামগ্রী তৈরিতে ব্যবহার্য।

আরো পড়ুন: আকনাদির উপকারিতা

আলকুশী বীজের ১৫টি উপকারিতা
বেড়েলার উপকারিতা
চাল কুমড়ার উপকারিতা
সন্ধ্যামালতী বা কৃষ্ণকলি
নটে শাকের উপকারিতা
বামনহাটি গাছের উপকারিতা
মেষশৃঙ্গ গাছের উপকারিতা
দেবদারু গাছ এর ভেষজ উপকারিতা - Herbal Benefits of false ashoka Tree
কাউন বা কাওন-Foxtail millet
ছাতিম গাছ এর ঔষধি গুণাগুণ - Medicinal properties of Blackboard Tree