পাতি হলিহক এর ঔষধি গুণাগুণ - Medicinal properties of common hollyhock
common hollyhock

পাতি হলিহক এর উপকারিতা ও ভেষজ গুণাগুণ

পাতি হলিহক মালভেসি পরিবারের আলংকারিক উদ্ভিদ। এ গাছটি খাটো শাখা-প্রশাখাবিশিষ্ট এবং এদের পাতা বড় ও লোমশ। হলিহক ফুলের সাদা, গোলাপী, মেজেন্টা ইত্যাদি জাত আছে। ডাবল ফুলের জাতও আছে। শীতের শেষে নতুন চারা গজায় বা লাগানো হয়, বসন্তে ফুল ফোটে।

ইংরেজি নাম: common hollyhock

বৈজ্ঞানিক নাম: Alcea rosea

ভেষজ গুণাগুণ

পাতি হলিহক হারবাল ঔষধ হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে। পাতি হলিহকের নানা ধরনের ঔষধ গুণাগুণ রয়েছে । এখন পাতি হলিহক এর বিভিন্ন ঔষধি গুণাগুণ সম্পর্কে জেনে নেব -

আমাশয় নিরাময়ে :

প্রথমে পাতি হলিহক পাতার রস করে নিতে হবে । এরপর  এই রস সামান্য গরম পানির সাথে মিশিয়ে সকাল বিকেল সেবন করলে আমাশয় ভালো হয় ।

হজম শক্তি বাড়ায় :

পাতি হলিকের পাতার রস নিয়মিত সেবন করলে হজম শক্তি বৃদ্ধি পাবে ।

কোষ্ঠকাঠিন্য দূর করতে :

প্রথমে পাতি হলিকের পাতার রস করে নিতে হবে । এরপর এই রস নিয়মিত সেবন করলে কোষ্ঠ্যকাঠিন্য দূর হবে ।

পেটের সমস্যা নিরাময়ে :

পাতি হলিকের পাতার রস নিয়মিত সেবন করলে পেটের সমস্যা দূর হয়ে থাকে ।

ব্যথা নিরাময়ে :

পানি হলিহকের পাতার প্রলেপ  ব্যথা জায়গায় দিলে আস্তে আস্তে ব্যাথা কমে যাবে

বাওবাব গাছের উপকারিতা - Benefits of Baobab Tree
চাপালিশ কাঠাল-Monkey Jack
অরবরই এর উপকারিতা
গন্ধভাদালি লতার স্বাস্থ্য উপকারিতা
পেপারোমিয়া গাছের উপকারিতা
ঝিঙের পুষ্টিগুণ
জারুল গাছের উপকারিতা
সূর্যমুখী তেলের উপকারিতা
লজ্জাবতীর ঔষধি গুণাগুণ
দৌম গাছের ঔষধি গুনাগুন - Medicinal properties of doum palm