ঢোলকলমি গাছ-pink morning glory
pink morning glory

pink morning glory

ঢোলকলমি গাছ

ঢোল কলমি, বেড়ালতা বা বেড়াগাছ নামেও পরিচিত। ঢোলকলমি হচ্ছে কনভলভালাসি পরিবারের এক ধরনের গুল্মজাতীয় উদ্ভিদ। এর কাণ্ড দিয়ে কাগজ তৈরি হয়। এই উদ্ভিদের ঔষধিগুণ বিরাজমান।

ইংরেজি নাম: pink morning glory

বৈজ্ঞানিক নাম: Ipomoea carnea

বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামের পথের ধারে, জলার পাশে, হাওর-বাঁওড়ে সর্বত্র এদের দেখতে পাওয়া যায়। গুল্মজাতীয় উদ্ভিদ, দ্রুত বর্ধনশীল এবং প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা আছে বলে গ্রামাঞ্চলে এই গাছ বাড়ি বা জমিতে বেড়া হিসেবে ব্যবহার করা হয়।

ঢোলকলমির চাষ করতে হয় না। আর্দ্র পরিবেশে এর ডালপালা পড়ে থাকলেও আগাছার মতো এই গাছ জন্মে।

এই গাছে দৃষ্টিনন্দন ফুল হয়। ফুল দেখতে মাইক বা ঘণ্টার আকৃতির। রং হয় হালকা বেগুনি ও সাদা। কথিত আছে, এই ফুলের আদি নিবাস সুদূর দক্ষিণ আমেরিকার পেরু ও বলিভিয়ায়। সেখানকার পাহাড়ি এলাকা থেকে স্প্যানিশ পাদরি সাহেবরা সপ্তদশ শতকে হিমালয়ের কাশ্মীর ও কাংড়া উপত্যকায় গির্জার বাগানে লাগানোর জন্য এটি নিয়ে আসেন। ধারণা করা হয়, সেখান থেকে ছড়িয়ে পড়ে গোটা ভারতবর্ষে।

কলমি পরিবারের উদ্ভিদ হলেও ঢোলকলমি লতাজাতীয় নয়। ফাঁপা কাণ্ড নিয়ে ঢোলকলমি বেড়ে ওঠে। ব্রাজিলের আদিবাসীরা এর কাণ্ড তামাকের পাইপ হিসেবে ব্যবহার করে। এ ছাড়া কাণ্ড দিয়ে কাগজ তৈরি করা হয়।

সুন্দর ফুলের শোভার পাশাপাশি ঢোলকলমি ভূমিক্ষয় রোধ করে। বাংলাদেশে সারা বছর এই ফুল দেখা গেলেও বর্ষার শেষ ভাগ থেকে শরৎ ও শীতে এই ফুল বেশি ফোটে। একটি মঞ্জরিতে চার থেকে আটটি ফুল থাকে। ফুলের মধুর জন্য কালো ভ্রমর আসে। তবে এর পাতা ও কাণ্ড বিষাক্ত ও তেতো স্বাদের বলে গবাদি পশু এতে মুখে দেয় না। ফুল বা পাতা ছিঁড়লে সেখান থেকে সাদা কষ বা আঠা বের হয়। পাতা হৃৎপিণ্ডাকার, সবুজ এবং লম্বায় ৬ থেকে ৮ ইঞ্চি হয়। এই উদ্ভিদের কিছু ভেষজগুণও আছে।

ঢোল কলমির উপকারিতাঃ

১.ঢোল কলমির পাতার রস গরম পানির সাথে মিশিয়ে খেলে রক্তার্শ্বে রোগ ভালো হয়।

২.ঢোল কলমির পাতার মূল পানির সাথে বেটে খেলে বিসূচিকায় উপকার পাওয়া যায়।

৩. এই পাতা ফোড়ার জন্য উপকারি। ঢোল কলমির পাতা পিসে ফোড়ার উপর প্রলেপ দিলে খুব তারাতারি ফোড়া ফেটে যায়।

৪.ঢোল কলমির পাতা পুড়িয়ে তেলের সাথে মিসিয়ে দাদে দিলে উপকার পাওয়া যায়। 

৫.কুকুরে কামর দিলে সেখানে ঢোল কলমির পাতা পিসে কামড়ানোর জায়গায় প্রলেপ দিলে কুকুরের বিষ নাশ হয়ে যায়।

তথ্য সূত্র: কালের কণ্ঠ 

কাঠগোলাপ
এলাচের উপকারিতা
তিল খাওয়ার উপকারিতা - Benefits of eating sesame seeds
কাঁচা কলার উপকারিতা
হুরহুরে ফুল-spider plant
ঢোলপাতা বা কানশিরে উপকারিতা
দাঁতরাঙা বা বন তেজপাতা-indian-rhododendron
নয়ন তারা গাছের উপকারিতা
বাবলা গাছের উপকারিতা ও গুনাগুণ
বিশল্যকরণী গাছের উপকারিতা