ট্রেমা ওরিয়েন্টালিস এর ভেষজ গুণাগুণ - Herbal Properties of charcoal-tree
charcoal-tree

ট্রেমা ওরিয়েন্টালিস এর ভেষজ উপকারিতা

ট্রেমা ওরিয়েন্টালিস হলো ক্যানাবেসিয়াই উদ্ভিদ পরিবারের ও গাঁজা গণের অন্তর্ভুক্ত সপুষ্পক উদ্ভিদসমূহের একটি প্রজাতি। বাংলাভাষীদের কাছে এটি ঝিংনি, ঝিঙ্গন, জিগনি, জীবন, জীবন্তি, ঝিটকা নামে পরিচিত।

ইংরেজি নাম: charcoal-tree, Indian charcoal-tree, pigeon wood, Oriental trema

বৈজ্ঞানিক নাম: Trema orientale বা Trema orientalis

বিস্তৃতি

ট্রেমা ওরিয়েন্টালিস গ্রীষ্মমন্ডলীয় আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকা (মাদাগাস্কারসহ), এশিয়া (আরব উপদ্বীপ, চীন, পূর্ব এশিয়া, গ্রীষ্মমন্ডলীয় এশিয়া) এবং অস্ট্রেলিয়ার আদিম অধিবাসী।

ভেষজ উপকারিতা

বিভিন্ন সংস্কৃতিতে উদ্ভিজ্জ ঔষধরূপে এই গাছের বহুবিধ প্রয়োগ রয়েছে। যেমন-

পাতা ও ছাল কাশি, গলা ব্যথা, হাঁপানি, ব্রঙ্কাইটিস, গনোরিয়া, পীতজ্বর, দাঁতের ব্যথা এবং সাধারণ বিষের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়।

আমাশয়ের নিয়ন্ত্রণের এর ছাল ভেজানো রস (infusion) এবং কুকুরের কৃমিনাশক হিসেবে এর পাতার ক্বাথবিশেষ (decoction) ব্যবহার করা হয়

ডায়াবেটিস রোগের জন্য এর বাকল থেকে নিষ্কাসিত জলীয় নির্যাস প্রয়োগ করে রক্তে শর্করার মাত্রা কমতে সাহায্য করে।

বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের তালিকা - List of protected plants of Bangladesh
মেথির উপকারিতা
কুকুরচিতা পাতার উপকারিতা
শতমূলের উপকারিতা ও ঔষদি গুণ
শুষনি শাকের ২০ টি উপকারিতা
আকরকরা গাছ
বোম্বাই মরিচের উপকারিতা
তোকমার গুনাগুণ
ধুতুরা ফুলের গুনাগুণ
কুঁচ লতার ভেষজ গুণাগুণ - Herbal properties of jequirity