
Lantana camara-লান্টানা বা পুটুস
লান্টানা হলো Verbanaceae গোত্রের অন্তর্ভুক্ত এক প্রকার বহুবর্ষজীবী উদ্ভিদ । এটি বাংলাদেশে লান্টানা, ভারতে পুটুস, মালয়েশিয়ায় Big- Sage নামে পরিচিত।
বৈজ্ঞানিক নাম : Lantana Camara
বর্ণনাঃ
এটি গুল্ম জাতীয় উদ্ভিদ।এই উদ্ভিদের প্রধান মূলতন্ত্র বিদ্যমান।কাষ্ঠল,শাখান্বিত ও বেলানাকার কান্ড রয়েছে। পাতা সরল, কিনার অখন্ড বা খন্ডিত,জালিকা শিরাবিন্যাসযুক্ত, সবৃন্তক,ডিম্বাকার।
পুষ্পবিন্যাস এর দিকে তাকালে দেখা যায়, এরা গুচ্ছাকারে বিরাজমান। একক ফুল নলাকৃতি, ৪টি পাপড়িযুক্ত।ফল দেখতে অনেকটা বেরি ফলের মতো, আটিঁযুক্ত রসালো, বেগুনিআভাযুক্ত কালো রঙের। বীজগুলি অর্ধগোলাকার।
ঔষধী গুণাগুণঃ
(১) ভেষজ গুণে গুণান্বিত ফুলগাছ চর্মরোগ ও জ্বর নিরাময়ে বেশ উপকারী।
(২) এর পাতার নির্যাস উদ্ভিদের ছত্রাক ও ব্যাকটেরিয়া ঘটিত রোগ দমনে কার্যকর।
(৩) লেপোসি,র্যাবিস, চিকেন পক্স,মিজেলস, আলসার ও অজানা রোগের প্রতিষেধক হিসেবে এর পাতা হারবাল ঔষুধ হিসেবে ব্যবহৃত হয়।
আদি নিবাসঃ
আদি নিবাস ক্রান্তীয় আমেরিকা। বর্তমানে এশিয়ার বাংলাদেশ ও ভারতসহ সর্বত্রই পাওয়া যায়। এটি ক্রান্তীয় মধ্য ও দক্ষিণ আমেরিকা সহ পৃথিবীর ৫০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে।[৫] ইউরোপে ওলন্দাজদের কর্তৃক লান্টানা চাষ করা হয়। এশিয়া ও ওশেনিয়ায় এটি অতি দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এখানে এখনো একটি আগাছা হিসাবে বেশি পরিচিত।
আপনার মতামত লিখুন