লান্টানা বা পুটুস-Lantana
লান্টানা বা পুটুস বা ছত্রা

Lantana camara-লান্টানা বা পুটুস

লান্টানা হলো Verbanaceae গোত্রের অন্তর্ভুক্ত এক প্রকার বহুবর্ষজীবী উদ্ভিদ । এটি বাংলাদেশে লান্টানা, ভারতে পুটুস, মালয়েশিয়ায় Big- Sage নামে পরিচিত।

দাঁতরাঙা বা বন তেজপাতা

বৈজ্ঞানিক নাম : Lantana Camara

বর্ণনাঃ

এটি গুল্ম জাতীয় উদ্ভিদ।এই উদ্ভিদের প্রধান মূলতন্ত্র বিদ্যমান।কাষ্ঠল,শাখান্বিত ও বেলানাকার কান্ড রয়েছে। পাতা সরল, কিনার অখন্ড বা খন্ডিত,জালিকা শিরাবিন্যাসযুক্ত, সবৃন্তক,ডিম্বাকার।

পুষ্পবিন্যাস এর দিকে তাকালে দেখা যায়, এরা গুচ্ছাকারে বিরাজমান। একক ফুল নলাকৃতি, ৪টি পাপড়িযুক্ত।ফল দেখতে অনেকটা বেরি ফলের মতো, আটিঁযুক্ত রসালো, বেগুনিআভাযুক্ত কালো রঙের। বীজগুলি অর্ধগোলাকার।

নাপা শাক

সুষমা, বিচিত্রা গাছ

ঔষধী গুণাগুণঃ

(১) ভেষজ গুণে গুণান্বিত ফুলগাছ চর্মরোগ ও জ্বর নিরাময়ে বেশ উপকারী।

(২) এর পাতার নির্যাস উদ্ভিদের ছত্রাক ও ব্যাকটেরিয়া ঘটিত রোগ দমনে কার্যকর।

(৩) লেপোসি,র্যাবিস, চিকেন পক্স,মিজেলস, আলসার ও অজানা রোগের প্রতিষেধক হিসেবে এর পাতা হারবাল ঔষুধ হিসেবে ব্যবহৃত হয়।

হুরহুরে ফুল

নাগেশ্বর

আদি নিবাসঃ

আদি নিবাস ক্রান্তীয় আমেরিকা। বর্তমানে এশিয়ার বাংলাদেশ ও ভারতসহ সর্বত্রই পাওয়া যায়। এটি ক্রান্তীয় মধ্য ও দক্ষিণ আমেরিকা সহ পৃথিবীর ৫০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে।[৫] ইউরোপে ওলন্দাজদের কর্তৃক লান্টানা চাষ করা হয়। এশিয়া ও ওশেনিয়ায় এটি অতি দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এখানে এখনো একটি আগাছা হিসাবে বেশি পরিচিত। 

ঝুমকো লতা- Passion Flower
কাকমাচি -Common Nightshade
ডেউয়া ফলের স্বাস্থ্য উপকারিতা
গোলমরিচের উপকারিতা
পেপারোমিয়া গাছের উপকারিতা
কাঁটা মান্দার গাছ
মিষ্টি আলুর স্বাস্থ্য উপকারিতা
দুধিয়া গাছের উপকারিতা - Benefits of Asthma-plant
চন্দ্রমল্লিকা ফুল-এর ভেষজ উপকারিতা - Herbal Benefits of Chrysanthemum Flower
বক ফুলের উপকারিতা -vegetable hummingbird benefits