ডুগডুগি গাছের উপকারিতা ও গুণাগুণ - Benefits and properties of Calabash Tree
Calabash Tree

ডুগডুগি গাছের উপকারিতা ও গুণাগুণ

ডুগডুগি গাছ অথবা বৈষ্ণব বেল হচ্ছে মুলত আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের ছোট ধরনের গাছ। এটি সেন্ট লুসিয়ার জাতীয় গাছ। ভারতে এটির প্রসার প্রকৃতিগতভাবে ব্যাপক আকারে হয়েছে।

বৈজ্ঞানিক নাম: Crescentia cujete

ইংরেজি নাম: Calabash Tree

ডুগডুগি গাছ

ডুগডুগি খাটো অসরল বৃক্ষ, ৮ মিটার পর্যন্ত উঁচু, তরুণ কান্ড মসৃণ, অর্ধগোলাকার, ধূসর বর্ণযুক্ত। পত্র সরল, গুচ্ছাকারে ছড়ানো, অবৃন্তক, সরু বিডিম্বাকার থেকে বিডিম্বাকার দীর্ঘায়ত, প্রায় ২৮.০ x ৭.৫ সেমি, অখন্ড মূলীয় অংশ ক্রমাগত সরু, শীর্ষ সূক্ষ্মাগ্র। পুষ্প কান্ড থেকে উত্থিত, একল বা জোড়ায় বিন্যস্ত, উগ্র গন্ধযুক্ত। বৃতি মূলীয় অংশে দ্বিখন্ডিত, ৫ টি দন্ত বিশিষ্ট।

দলমন্ডল ৪-৭ সেমি লম্বা, নলাকার ৫-খন্ডিত, মলিন সাদা বা ক্ষীণ সবুজ, শিরা লাল। পুংকেশর ৪ টি, দীর্ঘদ্বয়ী। গর্ভাশয় ১ কোষী, ডিম্বক গাত্রীয়,সংখ্যায় অনেক। ফল গোলাকার থেকে উপবৃত্তাকার, প্রায় ২০ সেমি ব্যাস বিশিষ্ট, অবিদারী, বহিস্ত্বক শক্ত, মসৃণ।

চাষাবাদ ও বংশ বিস্তার: ডুগডুগি গাছটি উদ্যান লাগানো হয়। এদের ফুল ও ফল ধারণ মার্চ থেকে নভেম্বর মাসে ধরে। বীজ দ্বারা বংশ বিস্তার করা হয়।

বিস্তৃতি: আদি নিবাস মধ্য আমেরিকা, আমেরিকা ও অন্যান্য উষ্ণ অঞ্চলে ব্যাপকভাবে বিস্তৃত। বাংলাদেশের উদ্যানে চাষাবাদ হয়।

ডুগডুগি গাছের ভেষজ গুণাগুণ

আমাশয় সারাতে :

ডুগডুগি গাছের ফল প্রতিদিন খেলে রক্ত আমাশয়ে উপকার পাওয়া যায় ।

অতিসার সমস্যায় :

প্রথমে ডুগডুগি গাছের পাতা ও ছালের রস করে নিতে হবে । এবার এই রস সকাল বিকাল চিনি সহ সেবন করলে অতিসারে ভালো উপকার পাওয়া যাবে ।

অরুচি দূর করতে :

ডুগডুগি গাছের পাতার রস করে খেলে আস্তে আস্তে মুখের অরুচি ভাব কেটে যাবে।

অতিসারের সমস্যায় :

অতিসার রোগ হলে মানুষের রক্তের সাথে রক্ত বের হতে পারে। এই সমস্যায় ডুগডুগি গাছের ছাল বেটে মধু গরুর সাথে খেলে উপকার পাওয়া যায় ।

কাটা ক্ষত সারাতে :

ডুগডুগি গাছের ছাল প্রথমে মিহি গুড়া করে নিতে হবে । এরপর এই গুড়া থেতো করে লাগালে ক্ষত ভালো হয়ে যায় ।

গলা, মুখ ও জিভের ঘা সারাতে :

এই গাছের পাতা ও ছালের ক্বাথ কুলকুচা করলে গলা, মুখ ও জিভের ঘা ভালো হয় ।

বমি ভাব দূর করতে :

প্রথমে ডুগডুগি গাছের পাতার রস করে নিতে হবে । এরপর এটি মধু সহ সেবন করলে বমি বমি বন্ধ হয়ে যাবে ।

ডালিম খাওয়ার উপকারিতা-Benefits of eating pomegranate
লেবুর স্বাস্থ্য উপকারিতা ও পুষ্টিগুণ
জিরার পানির উপকারিতা ও গুনাগুণ
চিরতা গাছের গুনাগুন
আশশেওড়া গাছের উপকারিতা
করমচার স্বাস্থ্য উপকারিতা
পটলের উপকারিতা-benefits of pointed gourd
জলগোলাপ এক অসাধারণ জলজ ফুল
আফিম এর উপকারিতা ও অপকারিতা - Advantages and disadvantages of Opium poppy
গোলপাতার ঔষদি গুণাগুণ - Medicinal properties of Nipa palm