হুরহুরে ফুল-spider plant
spider plant

spider plant -হুরহুরে ফুল

হুরহুরে ফুল হচ্ছে Cleomaceae পরিবারের Cleome গণের একটি সপুষ্পক উদ্ভিদের নাম। এটি স্পাইডার বা মাকড়সা ফুল হিসেবে পরিচিত।

সুষমা, বিচিত্রা গাছ

বিস্তৃতিঃ

এরা দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং দক্ষিণপূর্ব ব্রাজিলের স্থানীয় প্রজাতি। এটি বর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। এদের উচ্চতা ১৫০ সেমি পর্যন্ত উচ্চতার হতে পারে।

রিফিউজি লতা

বৈজ্ঞানিক নাম: Cleome hassleriana

ইংরেজি নাম: spider flower বা spider plant 

কারিপাতার উপকারিতা

বর্ণনাঃ

এটি ঝোপালো উদ্ভিদ ।এর ডালে অসংখ্য পাতা থাকে।পাতা ছোট এবং সবুুজ।ফুল শীর্ষে ফোটে।ফুল গোলাপি,বেগুনি,হলুদ ইত্যাদি রঙের হয়।এর বীজের আকৃতি অনেকটা শামুকের খোলসের মতো। হুরহুরে আকর্ষণীয়, দ্রুত বর্ধনশীল গাছ । এদের বিভিন্ন রঙের ফুল মনোরম সৌন্দর্য তৈরি করে।দক্ষিণ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের স্থানীয়, তথাকথিত হুরহুরে ফুলটি ১৮০০ এর শতকের গোড়ার দিকে উত্তর আমেরিকা, ইউরোপ এবং যুক্তরাজ্যের বাগানগুলোতে প্রদর্শিত হয়েছিল। গাছগুলি ৪-৮ ইঞ্চি প্রশস্ত। মৌটুসি পাখি ফুলগুলোকে পছন্দ করে। গাছগুলো তাপ এবং খরা সহ্য করে।

শেওড়া গাছের উপকারিতা

চাষাবাদঃ

হুরহুরে গাছের বিশেষ প্রজাতি সবজি হিসেবে চাষ হয়।তবে এর দৃষ্টিনন্দন ফুল থাকায় শোভাবর্ধক উদ্ভিদ হিসেবে চাষ করাও হয়।

কেয়া বা কেতকী
কালমেঘ পাতার ১৫ টি উপকারিতা
আশশেওড়া গাছের উপকারিতা
হেলেঞ্চা শাকের উপকারিতা
তোকমার গুনাগুণ
যষ্টিমধুর উপকারিতা
চা পাতা ও ফুল-tea leaves and flowers
আলুর উপকারিতা ও অপকারিতা - Advantages and disadvantages of potatoes
ল্যাভেন্ডার তেলের উপকারিতা - Benefits of lavender Oil
বাওবাব গাছের উপকারিতা - Benefits of Baobab Tree