শিয়ালমতি বা আসাম লতা-Climbing Hempweed
Climbing Hempweed

Climbing Hempweed

শিয়ালমতি বা আসাম লতা

শেয়াল কাঁটা

শিয়ালমতি একটি লতানো উদ্ভিদ। এগুলো পাহাড়ে ঝোপ ঝাড়ে দেখা যায় । এতে ছোট ছোট সাদা ফুল হয়।

বৈজ্ঞানিক নাম: Mikania scandens

ইংরেজি নাম: Climbing Hempweed

আদি নিবাসঃ

ভারত-বাংলাদেশ এটির আদি নিবাস।

পিতরাজ বা রয়না

শিয়ালমতি বা আসাম লতার গুনাগুন 

১.কেটে যাওয়া স্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে আসাম লতার ৪-৫টি পাতা পরিষ্কার করে ধুয়ে ঐ স্থানে প্রলেপ দিলেই রক্তপড়া বন্ধ হবে।

২.পচা ঘা বা ক্ষতে এই পাতার ৫-১০ গ্রাম ছেঁচে প্রলেপ দিলে ঘা বা ক্ষত সহজে শুকিয়ে যাবে।

৩.ভূমিক্ষয় রোধ করতে ব্যবহৃত হয় এই গাছ। এর পাতা কোনো কোনো দেশে স্যুপ রান্নায় সবজি হিসেবে ব্যবহার করা হয়। গো-খাদ্য হিসেবেও এর পাতা চমৎকার। পাতার ক্বাথ কফ ও চোখের ক্ষত সারাতে ব্যবহৃত হয়।

৪.জন্ডিস সরাতে চিকিৎসকের পরামর্শ নির্ভেজাল বিশ্রাম। আয়ুর্বেদ বা ইউনানি মতে আসাম পাতার ৮-১০ মি.লি. রস প্রতিদিন সকালে -বিকালে ২ বার খালিপেটে খেলে ৭ দিনের মধ্যে উপকারিতা উপলব্ধি করা যায়।

৫.জ্বর, মাথাব্যথা ও ঠান্ডা নিবারণে আসাম লতা দারুণ কাজ করে থাকে।

৬.ডায়াবেটিস রোধ ও যকৃতের সুরক্ষায় এটি ব্যবহৃত হয়।

৭.বসন্ত ও হামে এর পাতার রস পানিতে মিশিয়ে গা ধুইয়ে দিলে উপকার হয়।

৮.যাদের প্রচুর গ্যাষ্ট্রিক এর সমস্যা রয়েছে প্রতিদিন সকালে খালি পেটে ১ লিটার পানিতে ৫-৬ টি আসাম লতার পাতা কচলানো পানি পান করলে গ্যাষ্ট্রিক এর সমস্যা দূর হয়

৯.কিডনি এবং পাকস্থলিতে পাথর হলে ২-৩ টি আসাম লতা চিবিয়ে খেলে পাথর আস্তে আস্তে অপসারণ হয়ে যাবে।

১০.প্রতিদিন খালি পেটে ৪ চা-চামচ আসাম লতার রস ১ চা চামচ মধু মিশিয়ে ৭দিন খেলে রক্ত দূষন ভালো হয়।

জলপাইয়ের পুষ্টিগুণ ও উপকারিতা
আমের উপকারিতা
তেজপাতার উপকারিতা
চুইঝালের উপকারিতা
লজ্জাবতীর ঔষধি গুণাগুণ
তোকমার গুনাগুণ
বামনহাটি গাছের উপকারিতা
অনন্তমূল লতার ঔষধি গুণাগুণ
গাঁদা বা গন্ধা ফুলের ভেষজ গুণাবলী - Herbal properties of marigold
ছাতিম গাছ এর ঔষধি গুণাগুণ - Medicinal properties of Blackboard Tree