রিফিউজি লতা
রিফিউজি লতা বিভিন্ন বনজঙ্গলে কিংবা গাছগাছালি পূর্ণ অঞ্চলে দেখা মাইল এই লতা গাছের। এটি একেক অঞ্চলে একেক নামে পরিচিত। বাংলাদেশের প্রায় সর্বত্র এই লতা গাছটি দেখা যায়।
উপকারিতাঃ
রক্তপাত বন্ধে বেশ কার্যকর হলো এই লতা গাছটি।
নানা ধরনের খোস-পাচড়ার সমস্যা সমাধানে বেশ কার্যকরী
জন্ডিস বা লিভারের যেকোনো সমস্যা হলে রিফিউজি লতার রস অনেক কার্যকর।
মূত্রথলির সমস্যায় রিফিউজি লতার রস খুব উপকার করে।
প্রতিদিন খালি পেটে চার চা চামচ রিফিউজি লতার রস এক চা চামচ মধু সঙ্গে মিশিয়ে সাতদিন খেলে রক্ত দূষণ ভালো হয়।