গনিয়ারি গাছ
গনিয়ারি Lamiaceae পরিবারের Premna গণের ভেষজ বৃক্ষ।
বৈজ্ঞানিক নাম: Premna serratifolia
বিবরণঃ
এই গাছ ৭ মিটার পর্যন্ত হয়। এর পাতা সহজ, বিপরীত প্রান্তিক; পেঁচালো ৪-১৪ মিমি ও সরু। এদের ফুল উভয় লিঙ্গ হয়। ফুলের রং সবুজাভ সাদা বর্ণের। এর ফলে একটি আঁটিযুক্ত থাকে ও রসালো এবং শাঁসালো হয়। বৃতি উপবিষ্ট, গোলাকৃতি, ও বেগুনি; বীজ আয়তাকার আকৃতির।
বিস্তৃতিঃ
অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়া জুড়ে এই গাছের বিস্তৃতি।
গনিয়ারি গাছের ঔষধি গুণাগুণঃ
১.কোন স্থানে আঘাত লেগে ফুলে গেলে এই গাছের পাতা বেটে লাগালে ফুলা সেরে যায়।
২.কোলেষ্টরল বেড়ে গেলে এই গাছের ছালের গুঁড়া করে গরম পানিসহ খেলে রক্তে কোলেষ্টেরলের মাত্রা কমে যায়।
৩.পাতা ও ডাঁটা পানিতে সিদ্ধ করে সে পানি প্রতিদিন ২ বার খেলে জন্ডিস সেরে যায়।
৪.মেয়েদের ঋতুদোষ এবং মাসিক বন্ধ হয়ে গেলে পাতা ও ডাঁটা সিদ্ধ করে খেলে ঋতুদোষ সেরে যায়।
৫.কিডনির দোষে হাত-পা ফোলে গেলে এই পাতার রস অল্প গরম করে খেলে কয়েকদিনের মধ্যেই কিডনির সমস্যা কেটে যায় এবং হাত- পায়ের ফোলাও কমে যায়।
৬.গনিয়ারি কোষ্ঠকাঠিন্য দূর করে।
৭.রক্ত সম্পৃক্ত শর্করা বৃদ্ধি রোগে গনিয়ারি গাছের পাতা গুঁড়া দিনে ২ বার ১ গ্রাম মাত্রায় ব্যবহারে দেখা গেছে যে, এক মাসের মধ্যে রক্তে শর্করার ভাগ স্বাভাবিক হয়।
৮.জন্ডিস হলে এই গাছের পাতা ও ডাঁটা মিলিয়ে পানিতে সিদ্ধ করে প্রতিদিন ২ বার খেলে উপকার পাওয়া যাবে।