
গাছঃ
বন মরিচ এক জাতীয় বনজ ফল যা ভেষজ হিসেবে বহুল ব্যবহৃত হয়।বনমরিচ একটি খাড়া, শাখা সমৃদ্ধ, হালকা পাতলা গুল্ম।এটি খোলা সেঁতসেতে জায়গায় পাওয়া যায়। এটি ১০-১৫ সেঃ মিঃ উচ্চতা বিশিষ্ট হয়। চার টি কৌনিক শাখা থাকে।
পাতাগুলি ৩.৫ সেঃমিঃ হয়ে থাকে। ফুলগুলো ছোট হয় প্রায় ১.২ মিঃ মিঃ রং হয় সবুজাভ এবং গুচ্ছাকারে থাকে।
জন্মস্থানঃ
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রায় অধিকাংশ জেলার সেত সেত স্থানে জন্মে ।
বনমরিচ গাছের উপকারিতা
১.এর পাতা বিভিন্ন চর্মরোগে ব্যবহার করা হয়।এর ছাই ও তেলের মিশ্রণ ভাইরাস জনিত চর্মরোগে বিশেষ উপকার পাওয়া যায়।
২.পাকস্থলির বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এর পাতার রস ব্যবহার করা হয়।
৩.দাঁত ব্যাথা রোগেও সারাতে এটি উপকারী।
৪. শুষ্ক ও কাচা গাছের কাথ আদা ও মুথার সাথে সেবন করলে জ্বর কমে যায়।
সাম্প্রতিক মন্তব্য
#Alamin Hasan
গাছটির চারা কোথায় পাবো?