দাদমর্দন এর ভেষজ উপকারিতা

দাদমর্দন নামেই এটি বেশি পরিচিত। ইংরেজি: candle bush, বৈজ্ঞানিক নাম: Senna alata

বর্ণনাঃ

দাদমর্দন দ্রুত বর্ধনশীল নরম-কাষ্ঠল গুল্ম জাতীয় উদ্ভিদ। সাধারণত এক থেকে দুই মিটার পর্যন্ত উঁচু হতে পারে। কাণ্ড পুরু ও হলদেটে। ফুল ফোটার মৌসুম সেপ্টেম্বর থেকে জানুয়ারি। ডালের আগায় ১৫ থেকে ২০ সেন্টিমিটার খাড়া ডাঁটায় হলুদ রঙের ফুল নিচ থেকে ওপরের দিকে ফোটে।

উৎপত্তিঃ

পথের ধারে ও পাহাড়ে অঢেল দেখা যায়। দাদমর্দন কখনো কখনো ডোবার ধার, খেতের মধ্যবর্তী আল এবং অনাবাদি স্থানেও জন্মায়। আলংকারিক পুষ্পবৃক্ষের জন্যই বিভিন্ন উদ্যানে রোপণ করা হয়।

দাদমর্দন এর ভেষজ উপকারিতা

১.এই গাছ ব্যপকভাবে ব্যবহার করা হয় চর্মোরোগে। তবে দাদ ও পাচড়ায় এটা সবচেয়ে বেশি ব্যবহার্য।

২.যৌনরোগ চিকিৎসায় এবং বিষাক্ত পোকামাকড়ের কামড়ে এই গাছের পাতা সাধারণ টনিক হিসেবে ব্যবহার হয়ে থাকে।

৩.বিষাক্ত পোকা মাকড় কামড় দিলে সেই স্থানে দাদমর্দন গাছ বেটে প্রলেপ দিলে ব্যথা ও ক্ষত ভালো হয়।

৪.দাদের নিরাময়ের জন্য টাটকা পাতার লেই ব্যবহার করা হয়। আবার ঝলসানো পাতাও রেচক।

৫.খোসপাচড়া , চুলকানি ইত্যাদি রোগের জন্য এই গাছের পাতার রস বিশেষ ভাবে কাজ করে । খোসপাঁচড়া দাদ চুলকানি হওয়া জায়গায় ভালো করে সাবান দিয়ে ধুয়ে এক সপ্তাহ লাগালে রোগ নিরাময় হয়।

ঘেটকচু খাওয়ার উপকারিতা
ডালিম খাওয়ার উপকারিতা-Benefits of eating pomegranate
ডেউয়া ফলের স্বাস্থ্য উপকারিতা
তোপচিনির উপকারিতা
মুচকুন্দ গাছের উপকারিতা - Benefits of Oleander Tree
দেবদারু গাছ এর ভেষজ উপকারিতা - Herbal Benefits of false ashoka Tree
জলপাইয়ের পুষ্টিগুণ ও উপকারিতা
সর্পগন্ধা গাছের উপকারিতা
কুলের উপকারিতা
হাতিশুঁড় গাছের উপকারিতা