ধুতুরা ফুলের গুনাগুণ

ধুতুরার পরিচিতিঃ

ধুতুরা নামে সবাই চিনলেও এর আরও কিছু নাম আছে। একে রাজধুতুরা, রাজঘণ্টা, ঘণ্টাপুষ্প কিংবা কণ্টফলও বলা হয়। ইংরেজিতে একে Devils Trumpet বলে। বৈজ্ঞানিক নাম: Dutura metel, 

বর্ণনাঃ

ধুতুরা বর্ষজীবী বীরুৎ জাতীয় উদ্ভিদ। গাছ উচ্চতায় ২-৬ ফুট লম্বা হয়। এর পাতা সরল, ডিম্বাকার ও খাঁজকাটা। ফুল সম্পূর্ণ, বড় ও এককভাবে ফোটে। ফুল ঘণ্টাকৃতির সংযুক্ত ৫টি বৃতি ও দল থাকে। পাপড়িগুলো পরস্পর সংযুক্ত হয়ে ফানেলের আকার ধারণ করে। ফল গোলাকার, অমসৃণ ও কণ্টকিত। শুকনো ফল সমান চারভাগে ফেটে যায়।

ধুতুরা ফুলের গুনাগুণ

১.শ্বাসকষ্ট কমানোর জন্য এ গাছের পাতা, ফুল, ফল উপকারী। ধুতুরা গাছের পাতা, মূল, ফুল ও ফল সিদ্ধ করে সেই তাপ নিয়ে বুকে সেঁক নিন । শ্বাসকষ্ট কমে যাবে।

২.বাতের ব্যথা কমাতে এর পাতার রস সরিষার তেলের সাথে ব্যবহার করলে ব্যথা কমবে।

৩.ধুতুরার শুকনো পাতা এবং ফুল বাসক পাতায় জড়িয়ে সিগারেট তৈরি করে ধূমপান করলে হাঁপানির কষ্ট কমবে।

৪.ধুতুরা পাতা ও কাঁচা হলুদ একসঙ্গে বেঁটে স্তনের উপর প্রলেপ দিলে মহিলাদের স্তনের ব্যথা কমে যাবে। 

৫.ধুতরা পাতার রসের সাথে সামান্য একটু গাওয়া ঘি মিশিয়ে ফোঁড়ার স্থানে প্রলেপ দিলে ফোঁড়া পেকে যায়।

৬.ধুতরা পাতার রস দুই থেকে তিন ফোটা প্রতিদিন দুধের সাথে খেলে ক্রিমি কমে যায়।

৭.যৌনশক্তি বৃদ্ধি করে ধুতরা পাতার রস।

৮.ধুতুরা পাতার রস মাথার লাগালে চুল পরা কমে যায়। ধুতুরা পাতা চুলের জন্য খুবই উপকারি।

৯.জ্বর নিরাময়ে ধুতুরার বীজ কার্যকর ভুমিকা রাখে ।


বিলুপ্তির পথে কাউফল
কাকমাচি -Common Nightshade
আকন্দ পাতার গুনাগুন
দেশি পেটারি-Indian Abutilon
রোজমেরি হেয়ার অয়েলের উপকারিতা
জবার উপকারিতা ও ঔষধি গুণ
আমের বিচির উপকারিতা
লান্টানা বা পুটুস-Lantana
বেড়েলার উপকারিতা
ওলকপি এর উপকারিতা