ধাইফুল এর উপকারিতা

বর্ণনাঃ

ধাইফুল একটি গুল্ম জাতীয় উদ্ভিদ এর ইংরেজি নাম Fire flame Bush। ছাল মশৃণ ও বাদামী রঙয়ের, পাতা ৫-৭ সে.মি. লম্বা, বর্শাফলাকৃতি, পাতার বোঁটা নেই বললেই চলে। গোড়ার দিকটা  কিছুটা গোলাকার। পাতার উপর নীচ দু’দিকই সূক্ষ কোমল লোমাবৃত। একটি পুষ্পদন্ডে ছোট বোঁটায় উজ্জ্বল লাল বর্ণের গুচ্ছবদ্ধ ফুল হয়।

চাষাবাদঃ জুলাই মাসে ফল পাকলে বীজ ছড়িয়ে গাছ জন্মানো যায়।

ব্যবহার্য অংশঃ ফুল, পাতা ও ডাল।

ধাইফুল এর উপকারিতা

ধাইফুল গুড়া করে ক্ষতস্থানে দিলে ক্ষত কমিয়ে দ্রুত ক্ষত পরিপূর্ণ হয়ে সেরে উঠে।

ধাইফুল রক্তদুষ্টি ও পিত্তজনিত রোগের জন্য উপকারী।

অতিসার নাশক এবং যকৃতদোষে ধাইফুল উপকারী।

ধাইফুল চূর্ণ ১ চা চামচ আধা কাপ টক দইয়ে মিশিয়ে সকালে ও সন্ধ্যায় ২ থেকে ৩ দিন পান করলে আমাশয় সেরে যাবে।

ঝুমকো লতা- Passion Flower
কালোজিরার গুনাগুন
হেলেঞ্চা শাকের উপকারিতা
ওলকপি এর উপকারিতা
আজওয়ান বা আজওয়াইন এর উপকারিতা-Ajwain herb benefits
ধুতুরা ফুলের গুনাগুণ
কারিপাতার উপকারিতা
লান্টানা বা পুটুস-Lantana
আম আদার ঔষধি গুণাগুণ - Medicinal properties of mango ginger
চামেলী ফুলের উপকারিতা - Benefits of jasmine flowers