বামনহাটি গাছের উপকারিতা
বামনহাটি গাছ

পরিচিতিঃ

বাংলা নামঃ বামনহাটি ,ঘেটু

ইংরেজি নামঃ  Sky Rocket/Tubeflowe /Turk’s-Turban/ Bowing Lady

বৈজ্ঞানিক নামঃ Clerodendrum indicum

বামনহাটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। এই গাছগুলি সাধারণত ৪ - ৮ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে । এই গাছের কাণ্ড শাখা - প্রশাখাহীন , নরম এবং ভিতর খুব ফাঁপা ।এর পাতা সরল , বৃন্তহীন, বল্লাকার,রোমতীন । এক আবর্তে ৩-৬ টি পাতা থাকে।

বিস্তৃতিঃ

ভারতীয় উপামহাদেশ সহ এশিয়ার প্রায় সব দেশেই এটি দেখা যায়। 

বামনহাটি গাছের উপকারিতা

১.বামনহাটি  গাছের মূল বেটে নিয়ে  অল্প চিনি মিশিয়ে শরবত করে সকালে খালি পেটে খেলে মুর্ছা রোগে উপকার হয়।

২.বামনহাটি মূলের  ছাল  এক থেকে দেড় গ্রাম নিয়ে টুকরো করে তার সাথে অল্প আদা দিয়ে বেটে গরম পানিসহ প্রত্যেক দিন সকাল বিকাল দুবার খাবেন। হাপানির কষ্ট দূর হবে।

৩.বামনহাটি গাছের ফুলের পাতা এনে তার রস বার করে কাটা জায়গায় লাগালে সেরে যায়।

৪.বামনহাটির মূল ও পাতা বেটে বড়ি তৈরি করে শুকিয়ে খেলে কৃমি ভালো হয়।

৫.বামনহাটি ফুল এনে তাকে চন্দনের মতো বেটে দাগ স্থানে লাগালে, দাগ থাকে না।

৬.বামনহাটি তিক্ত রসযুক্ত এবং সর্দি - কাশিতে খুবই উপকারী ।

৭.বামনহাটি গাছের কান্ড আধ ইঞ্চি পরিমাপ কেটে নিয়ে গলায় মালা বানিয়ে পরলে জন্ডিস ভালো হয়।

৮.বুকে ব্যথা হলে বামনহাটি মূলের ছাল শুকিয়ে বেটে গরম পানির সাথে খেলে উপকার পাওয়া যায়।

৯.বামনহাটি মূলের ছাল টুকরো করে তার সাথে অল্প আদা বেটে প্রতিদিন খেলে কোল্ড এলার্জি ও এজমার উপকার হয় ।

কালোজিরার গুনাগুন
ঝুমকো লতা- Passion Flower
ধনেপাতার উপকারিতা ও অপকারিতা - Benefits and harms of coriander leaves
ছোট আকন্দ ঔষধি গুণাগুণ এবং উপকারিতা -apple of Sodom Medicinal Properties and Benefits
ইসবগুলের ভুষির উপকারিতা
মিষ্টি আলুর স্বাস্থ্য উপকারিতা
চিচিঙ্গার উপকারিতা
আম আদার ঔষধি গুণাগুণ - Medicinal properties of mango ginger
কাঁচা কলার উপকারিতা
গুলঞ্চ বা টিনোস্পোরা লতার ঔষধি গুণাগুণ - Medicinal properties of heart leaf moonseed