পদ্মের উপকারিতা ও ঔষধি গুণাগুণ - Benefits and medicinal properties of lotus
lotus flower

পদ্ম ফুল এবং পাতার উপকারিতা ও ভেষজ গুণাগুণ

পদ্ম (Lotus) একটি জলজ উদ্ভিদ। এটি Protsales এর পরিবার ভূক্ত। বর্ষাকালে ফুল ফোটে। ফুল বৃহৎ এবং বহু পাপড়িযুক্ত। সাধারণত বোঁটার উপর খাড়া, ৮-১৫ সেমি চওড়া। ফুলের রং লাল, গোলাপি ও সাদা, সুগন্ধিযুক্ত। পদ্মের মূল, কান্ড, ফুলের বৃন্ত ও বীজ খাওয়া যায়। এছাড়াও পদ্মের মূল, কান্ড, ফুলের বৃন্ত ও বীজ ঔষধি হিসেবে ব্যবহার করা হয়। এটি বাংলাদেশ ও ভারতের সব জায়গায় দেখা যায়।

ইংরেজি নাম: sacred lotus, Laxmi lotus, Indian lotus or simply lotus

বৈজ্ঞানিক নাম: Nelumbo nucifera

পদ্মের ওষুধি গুণাগুণ

পদ্মের আছে অনেক ওষুধি গুণাবলী। ভেষজ ও আয়ুর্বেদ শাস্ত্রে নিম্নোক্ত গুণাগুণ পাওয়া যায়-

১. শ্বেতী বা ভিটিলিগো রোগে পদ্মপাতার নির্যাসের কার্যকারিতা আছে।

২. পদ্মের পাতা শরীরের নানা ধরনের প্রদাহ ও জ্বরের তাপমাত্রা কমাতে প্রাচীনকালে ব্যবহৃত হতো।

৩. এখনো অনেক গ্রামে গেলে দেখা যায়, জ্বর হলে বাচ্চাদের পদ্মপাতায় শুইয়ে রাখতে।

৪. অর্শ্ব বা গেজ রোগে পদ্মপাতা ও মূল ব্যবহৃত হয়।

৫. পদ্মের পাপড়ির নির্যাস হৃদশূলের (এনজাইনা পেকটোরিস) যন্ত্রণা কমায়।

৬. প্রসবের পর মায়েদের নাড়ি সরে এলে (প্রোলাপ্স অব ইউটেরাস) সারাতে ভূমিকা রাখে।

৭. শুষ্ক কাশি নিরাময়ে বাসক পাতা ও মধুর সাথে পদ্মের মূল ও কেশর ভালো কার্যকারিতা দেয়।

৮. নারীদের অনিয়মিত ঋতুস্রাবে পদ্মের মূল ও বীজ বেশ কাজের।

৯. পদ্মবীজ দেহের ক্ষতিকর বর্জ্য পদার্থ নিষ্কাশনে সহায়তা করে।

১০. পদ্মবীজের প্রোটিন ও কার্বহাইড্রেট ডায়াবেটিস আক্রান্তদের জন্য উপকারী।

১১. পদ্মবীজ দেহের ওজন কমাতে সহায়তা করে।

১২. এর বীজ গ্যাস্ট্রাইটিস ও রক্তপাতজনিত সমস্যা দূর করতে সহায়ক।

১৩. পদ্ম মধু থেকে চোখের ওষুধ তৈরি হয়।

১৪. ত্বক সুন্দর করতে পদ্মপাতা, ফুলের পাপড়ি ও বীজের নানা ভূমিকা আছে।

১৫. ‘সুগন্ধি’ বা ‘অ্যারোমা’ হিসেবে প্রসাধনী শিল্পে পদ্ম ব্যবহৃত হয়ে আসছে।

বোম্বাই মরিচের উপকারিতা
বিলাতি ধনিয়া পাতার উপকারিতা
ছাতিম গাছ এর ঔষধি গুণাগুণ - Medicinal properties of Blackboard Tree
গাঁদা বা গন্ধা ফুলের ভেষজ গুণাবলী - Herbal properties of marigold
জামরুলের উপকারিতা
বহেড়ার গুনাগুণ
শরিফা ফলের উপকারিতা ও পুষ্টিগুণ
আশশেওড়া গাছের উপকারিতা
মাধবীলতার উপকারিতা - Benefits of hiptage
কাটা খুরা গাছের উপকারিতা