জামাল গোটা
সাদা ভেরেন্ডা ইউফরবিয়া পরিবারের সপুষ্পক উদ্ভিদ। এটি এক প্রকারের ওষধি গাছ। এর অন্যান্য স্থানীয় নামঃ বাগভেরেন্ডা
জামাল গোটা একটি ফুলের নাম
বৈজ্ঞানিক নামঃ Jatropha curcas
পরিবারঃ Euphorbiaceae
জামাল গোটা নামটা অনেকেরই পরিচিত এবং এর বিব্রতকর স্মৃতিও অনেককে নাড়া দিতে পারে। হিন্দীতে বলে জামাল গোটা।হিন্দী নামটাই বাংলায় বেশি প্রচলিত হয়ে গেছে। বাংলা নাম সাদা ভেরেন্ডা।অন্যান্য স্থানীয় নাম বাগভেরেন্ডা
ব্যবহার এবং উপকারিতা
১.কোষ্ঠকাঠিন্য রোগের উপসর্গ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করে জামাল গোটা।
২.পাকতন্ত্রজনিত রোগের জন্য উপকারি জামাল গোটা।
৩.অন্ত্রের প্রদাহ প্রতিরোধ করে জামাল গোটা।
৪.পাকস্থলীর ক্ষত সারতে জামাল গোটা খুব উপকারি।
৫.জামাল গোটা খেলে বাতের উপকার হয় ।
৬.মাথা ব্যাথা প্রতিরোধ করে জামাল গোটা।
৭.আন্তরয়ন্ত্রীয় ব্যথা উপসর্গ নিয়ন্ত্রণ করে জামাল গোটা।