বিলাতি ধনিয়া পাতার উপকারিতা

বিলাতি ধনিয়া পাতার উপকারিতা:

বিলাতি ধনিয়া এবং ধনে পাতার মধ্যে কোন সাদৃশ্য নেই। বিলাতি ধনিয়া দেখতেও ধনে পাতার মতো নয়। ধনে পাতা পাতলা ও চতুদিকে চেরাচেরা। বিলাতি ধনিয়ার পাতা লম্বা, কয়েকটি পাতা মিলে একটি গোছা বা গাছ হয়। পাতার চারদিকে নরম কাঁটা থাকে। ধনে পাতার গাছে কান্ড হয়। কিন্তু বিলাতি ধনিয়াতে কোন কান্ড হয় না।

ভেষজগুণ:

জ্বর, হাইপার টেনশন, অ্যাজমা, পাকস্থলীর জ্বলা পোড়া, কৃমি, সাপে কামড়ানো, ডায়রিয়া, ম্যালেরিয়া ইত্যাদি রোগের চিকিৎসায় বিলাতি ধনিয়া সফলভাবে ব্যবহার হয়ে আসছে।


হাগড়া গাছের উপকারিতা
বনচাঁড়াল গাছের উপকারিতা
বাঁশ-কোড়লের পুষ্টিগুণ-Bamboo shoots or bamboo sprouts
টগর ফুলের উপকারিতা
বিলুপ্তির পথে গোলাপজাম
স্পিরুলিনা-Spirulina Food
কুর্চি গাছের ঔষধি গুণাগুণ - Medicinal properties of kurchi plant
হুরহুরে ফুল-spider plant
ডুগডুগি গাছের উপকারিতা ও গুণাগুণ - Benefits and properties of Calabash Tree
কুঁচ লতার ভেষজ গুণাগুণ - Herbal properties of jequirity