মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও,ঢাকা-Liberation War Museum Agargaon, Dhaka
মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। ঢাকার শেগুনবাগিচা এলাকায় ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে ১৯৯৬ সালের ২২ শে মার্চ যাদুঘরটির উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে অগণিত লোকের সহায়তায় জাদুঘরটির মোট সংগ্রহের সংখ্যা ১৫,০০০ এরও বেশি করে নিয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘরটি ১৬ ই এপ্রিল ২০১৭ সালে সরকারীভাবে আগারগাঁওয়ের নতুন নির্মিত ভবনে সরকারীভাবে স্থানান্তরিত হয়।
মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপনের ইতিহাস নব্বই দশকের ইতিহাস হলেও আধুনিক ও সুবিশাল গ্যালারি সমৃদ্ধ এখনকার জাদুঘরের ভিত্তি প্রস্তর স্থাপিত হয় ২০১১ সালে। প্রায় আড়াই বিঘা জায়গার ওপর নির্মিত এই মুক্তিযুদ্ধ জাদুঘরের তিনটি বেসমেন্ট ও পাঁচটি ফ্লোর রয়েছে। স্থাপন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ব্রোঞ্জের ম্যুরাল। নতুন ভবনে রয়েছে বিশাল আকারের চারটি গ্যালারি। গ্যালারিগুলো ভবনের চতুর্থ ও পঞ্চম তলায়। সেগুলোর আয়তন সব মিলিয়ে ২১ হাজার বর্গফুট।
যা যা দেখবেন
আধুনিক স্থাপত্যশৈলীর নবনির্মিত সুদৃশ্য ভবনটির দ্বিতীয় তলায় উঠতেই চোখে পড়ল ছাদের সঙ্গে টাঙানো একটি যুদ্ধ বিমান। নাম ‘হকার হান্টার’। আসন একটাই, চালকের। ভেতরে প্রস্তুত থাকত কামান, মিসাইল ও বোমা। মুক্তিযুদ্ধের সময় এই হকার হান্টার যুদ্ধবিমানটি পাকিস্তানি বাহিনীর জন্য ত্রাস হয়ে উঠেছিল। ভারতীয় বিমানবাহিনীর এই যুদ্ধবিমান দিয়ে ধ্বংস করা হয়েছে পাকিস্তান হানাদার বাহিনীর বেশকিছু ঘাঁটি। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাসের সাক্ষী হয়ে আছে এটি। একাত্তরের স্মৃতিবিজড়িত সেই নিদর্শন ঠাঁই পেয়েছে রাজধানীর আগারগাঁওয়ের নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘরে। সিঁড়ি বেয়ে ওপরের তলায় উঠতেই বিশাল করিডরে দেখা মিলল শিখা চির অম্লানের। চারপাশে পানি আর মাঝখানে শহীদের স্মৃতি নিয়ে জ্বলছে শিখা। মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নির্মিত হয়েছে এই শিখা চির অম্লান। শুধু যুদ্ধবিমান নয়, শিখা চির অম্লান নয়, বাঙালির গৌরবের অনন্য সব স্মৃতির সম্ভারে সেজেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধ ভিত্তিক দেশের প্রথম জাদুঘর।
৪টি গ্যালারির বিশাল সংগ্রহশালার মধ্যে বস্তুত গ্যালারিতে উল্লেখযোগ্য যা যা দেখতে পাবেন-
এখানে আলাদাভাবে ৪টি গ্যালারি রয়েছে। তবে ২৫ জানুয়ারি ৫নং গ্যালারি উদ্বোধন করা হয়েছে। ২৬ জানুয়ারি থেকে দর্শনার্থীদের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
গ্যালারি-১
আমাদের ঐতিহ্য, আমাদের সংগ্রাম
এই গ্যালারিতে স্থান পেয়েছে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে ব্রিটিশ আমল, পাকিস্তান সৃষ্টি থেকে ১৯৭০-এর নির্বাচন পর্যন্ত নানা ঘটনার প্রামাণিক বিভিন্ন উপকরণ।
গ্যালারি-২
আমাদের অধিকার, আমাদের ত্যাগ
এখানে স্থান পেয়েছে ১৯৭১ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ঘটে যাওয়া ঘটনার বিভিন্ন উপকরণ। অসহযোগ আন্দোলন, অপারেশন সার্চলাইট, স্বাধীনতার ঘোষণা, স্বতঃস্ফূর্ত প্রতিরোধ, সংগঠিত প্রতিরোধ, গণহত্যা ইত্যাদির ঐতিহাসিক দলিল আছে এখানে।
গ্যালারি-৩
আমাদের যুদ্ধ, আমাদের মিত্র
এই গ্যালারিতে আছে একাত্তরের মে থেকে আগস্ট মাস পর্যন্ত উদ্বাস্তুদের জীবন, পাকিস্তানি সেনাবাহিনীর সংগঠিত কাঠামো, বাংলাদেশ মুক্তিবাহিনী, জনপ্রশাসনিক কার্যক্রম, আন্তর্জাতিক সমর্থনের দলিলাদি।
গ্যালারি-৪
আমাদের জয়, আমাদের মূল্যবোধ
এই গ্যালারির টাইমলাইনে আছে আগস্ট থেকে ১৬ ডিসেম্বরের বিভিন্ন ঘটনার প্রামাণ্য ইতিহাসের বিভিন্ন উপকরণ। যেমন নৌ-কমান্ডো, বিলোনিয়ার যুদ্ধ, মুক্তিযোদ্ধা সেকশন, নারী নির্যাতন, বুদ্ধিজীবী হত্যা, মিত্রবাহিনীর যোগদান, আত্মসমর্পণ ইত্যাদি।
গ্যালারি-৫
চিথলিয়া রেললাইনের নামফলক ও রেললাইন এর খণ্ডাংশ। বাংলাদেশ সেনাবাহিনী প্রদত্ত বিলোনিয়া যুদ্ধের মডেল। এটি ২০১৭ সালের ৫ই মার্চ সেনাবাহিনীর মুক্তিযুদ্ধ জাদুঘরকে প্রদান করে।
১৭ই আগষ্টে কিশোরগঞ্জ থেকে ধরে নিয়ে যাওয়া ৪ নারীর ছবি। যাদের ১২ দিন আটক রেখে নানা শারীরিক নির্যাতন চালায় পাকিস্তানিরা। পরবর্তীতে অবশ্য তারা আর ফিরে আসেননি। হদিস মিলেনি তাদের।
সাংবাদিক সেলিনা পারভীন সম্পাদিত পত্রিকা শিলালিপির একটি সংখ্যা
সময়সূচি :
গ্রীষ্মকালীন সোম থেকে শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। শীতকালীন সোম থেকে শনিবার ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত খোলা থাকে। রবিবার জাদুঘর বন্ধ থাকে।
প্রবেশ মূল্য:
প্রবেশ মূল্য জনপ্রতি ২০ টাকা। তবে ৫ বছর বয়স পর্যন্ত শিশুরা বিনামূল্যে জাদুঘরে প্রবেশ করতে পারবে।
মুক্তিযুদ্ধ জাদুঘর কিভাবে যাবেন
ঢাকার যে কোন জায়গা থেকে আগারগাঁও চলে আসুন। রাজধানীর মতিঝিল কিংবা গুলিস্থান থেকে যেতে চাইলে মিরপুর ১০, মিরপুর ১১ অথবা মিরপুর ১২ গামী যে কোন বাসে আগারগাঁও এসে নেমে যাবেন। আগারগাঁও মোড় বা আইডিবি ভবনের সামনে থেকে রিক্সা চড়ে সহজেই যেতে পারবেন মুক্তিযুদ্ধ জাদুঘর।
অথবা ঢাকার গুলিস্থান থেকে গাবতলীগামী যে কোন বাস চড়ে চলে আসুন শ্যামলী শিশু মেলার সামনে, শিশু মেলা থেকে পূর্ব দিকে গেলে পরবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, এই হাসপাতালের মেইন গেইটের বিপরীত পাশে কিছুটা পথ হেটে গলেই মুক্তিযুদ্ধ জাদুঘর।
আবদুল্লাপুর, ইয়ারপোর্ট অথবা মহাখালি দিয়ে যেতে চাইলে মিরপুর, শ্যামলী গামী যে কোন বাসে করে চলে আসুন শ্যামলী শিশু মেলার সামনে। শ্যামলী থেকে কিছুটা পথ হেটে গলেই মুক্তিযুদ্ধ জাদুঘর। এছাড়া রামপুরা থেকে হিমাচল, আলিফ পরিবহনেও যেতে পারবেন। কিংবা নিজস্ব পরিবহন বা সিএনজি নিয়ে ঢাকার যে কোন জায়গা থেকে সহজে যেতে পারবেন।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ঠিকানা
প্লট: এফ-১১/এ-বি
আগারগাঁও শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭
ফোন: ৮৮০-২-৯১৪-২৭৮১-৩, ফ্যাক্স-৮৮০-২-৯১৪-২৭৮০
ই-মেইল : mukti.jadughar@gmail.com
ওয়েব : www.liberationwarmuseumbd.org.com
বিমান জাদুঘর ফোন নাম্বার,বিমান বাহিনী জাদুঘর খোলার সময়সূচী ২০২৩,বিমান বাহিনী জাদুঘর কোথায় অবস্থিত,মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও সময়সূচি,আগারগাঁও জাদুঘর,মুক্তিযুদ্ধ জাদুঘর কখন খোলা থাকে,জাতীয় জাদুঘর সাপ্তাহিক বন্ধ,জাতীয় জাদুঘর খোলার সময়সূচী ২০২৩,জাতীয় জাদুঘর,জাদুঘর সম্পর্কে তথ্য,বাংলাদেশ জাতীয় জাদুঘর,জাদুঘর বন্ধের দিন,জাতীয় জাদুঘর স্থপতি কে,জাদুঘর সম্পর্কে ৮টি বাক্য,জাদুঘর সম্পর্কে প্রতিবেদন,জাদুঘর অনুচ্ছেদ,বাংলাদেশ জাতীয় জাদুঘর টিকেট, বাংলাদেশের জাদুঘর সমূহ,How much is the entry fee for Biman Bahini Jadughor?What is the motto of BAF?How powerful is Bangladesh Air Force?What is the name of Bangladesh Air Force?biman jadughor ticket price,biman jadughor online ticket,biman bahini jadughor phone number,biman bahini jadughor off day,biman bahini jadughor opening time,বাংলাদেশ বিমান বাহিনী,bangladesh air force circular,www.baf.mil.bd login,www.baf.mil.bd login result,join bangladesh air force,bangladesh air force rank,bangladesh biman bahini admit card download,air force job circular 2023,bangladesh air force museum time schedule,biman bahini jadughor ticket,www biman bahini,How much is the ticket for Air Force Museum in Bangladesh?What is the largest Air Force Museum?Where is the Air Force Museum Foundation?How many planes are in the Air Force Museum?air force museum off day,biman museum opening hours,bangladesh air force address,air force museum today,air force de circular,What is the definition of a museum?What is the name National Museum of Bangladesh?What is the history of Dhaka museum?What is museum paragraph?bangabandhu military museum online ticket price,air museum near me,air force park,,national museum off day,national museum ticket registration,national museum, dhaka time schedule,bangladesh national museum ticket,national museum of bangladesh assignment,bangladesh national museum ticket online,dhaka museum opening time,history of museums pdf,বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায় অবস্থিত?,বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রবেশ মূল্য,বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম,3D Art World,Bangabandhu Military Museum & 3D art Gallery,মুক্তিযুদ্ধ জাদুঘর কি?মুক্তিযুদ্ধ জাদুঘর এর প্রতিষ্ঠাকাল কত?মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি কে?মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও সময়সূচি,মুক্তিযুদ্ধ জাদুঘর সময়সূচী,মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত,মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত,মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়,মুক্তিযুদ্ধ জাদুঘর রচনা ২০ পয়েন্ট,মুক্তিযুদ্ধ জাদুঘর কবে বন্ধ থাকে,মুক্তিযুদ্ধ জাদুঘরে কি কি আছে,What is a Liberation War Museum?Why is the Liberation War Museum important?How many galleries are there in the Liberation War Museum of Bangladesh?How many Bangladeshi died in 1971?how many galleries are there in the liberation war museum,the liberation war museum class 5,the liberation war museum paragraph 10 lines,muktijuddho jadughor online ticket,muktijuddho jadughor location,muktijuddho jadughar opening time,জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত,jadughor dhaka,biman bahini jadughor ticket,agargaon jadughar,liberation war museum report