ঝরঝরি ঝর্ণা-Zarzari Waterfalls
Zarzari Waterfalls, Sitakunda

Jhorjhori Waterfalls, Sitakunda -ঝরঝরি ঝর্ণা, সীতাকুণ্ড

বাংলাদেশের সমতলের বাসিন্দাদের কাছে পাহাড়, ঝর্ণা সব সময় এক আকর্ষণের নাম। সময় এবং সুযোগ পেলে সবাই পাহাড় আর ঝর্ণার খোঁজে বেড়িয়ে পড়ে। ঝরনার নাম শুনেই নিশ্চয়ই অবাক হচ্ছেন! পর্যটকদের কাছে কিন্তু বেশ পরিচিত এই ঝরনার নামটি। সীতাকুণ্ডে গিয়ে ঝরঝরি ঝরনার সৌন্দর্য না দেখে ফেরা দায়!

সীতাকুণ্ড মীরসরাই রেঞ্জ ঝরনার জন্য পর্যটকদের কাছে বিখ্যাত। এই রেঞ্জকে বলা হয় বাংলাদেশের ঝরনার স্বর্গ। অপরূপ সব ঝরনার দেখা মেলে সীতাকুণ্ডে। আরও আছে ক্যাসকেড ও ঝিরিপথ। এই রুটে মোট ট্রেইল আছে ১০টি।

সীতাকুণ্ড মীরসরাই রেঞ্জের মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর ও সুন্দর ট্রেইলগুলোর মধ্যে ঝরঝরি অন্যতম। ভ্রমণপীপাসুদের কাছে এটি অনেক জনপ্রিয় স্থান।

ঝরঝরি ঝরনার মনোমুগ্ধকর সৌন্দর্য দেখলে আপনি বিস্মিত হয়ে পড়বেন। প্রকৃতির মধ্য দিয়ে হেঁটে আপনি যখন ঝরনার কাছে পৌঁছাবেন তখন সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে।

ঝরঝরি ট্রেইলের ধরে ঘণ্টাখানেক হাঁটলেই প্রথমে যে ঝরনাটি দেখতে পাবেন সেটিই হলো ঝরঝরি ঝরনা। ঝরঝরির পাশ দিয়ে আরও কিছুদূর পাহাড় বেয়ে উপরে উঠলে দুটি ক্যাসকেড ও ঝরনার দেখা পাবেন।

সেখানকার সবচেয়ে সুন্দর ক্যাসকেড হলো প্রাকৃতিক সিঁড়ি। যা স্বর্গের সিঁড়ি নামেও পরিচিত। প্রাকৃতিকভাবেই সিঁড়ির মতো খাঁজকাটা। শেষ ক্যাসকেড থেকে আরও দু’ঘণ্টা ট্র্যাকিং করলে পৌঁছে যাবেন মূর্তি ঝরনায়।

একদিনের রোমাঞ্চকর ভ্রমণে অনেকেই বেছে নেন সীতাকুণ্ডের এই ঝরঝরি ট্রেইল। কারণ একসঙ্গে কয়েকটি ঝরনা দেখার লোভ সামলাতে পারেন না অনেক পর্যটকরাই।

আরো পড়ুন: চট্রগ্রামের দর্শনীয় স্থান

কিভাবে যাবেন?

ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোন বাসে পন্থিছিলা বাজারে আসতে পারবেন ভাড়া নিবে ৪৮০ টাকা। কম ভাড়ায় যেতে চাইলে ঢাকা থেকে ফেনির বাসে উঠতে পারেন, ঢাকা থেকে ফেনি পর্যন্ত বাস ভাড়া ২৭০ টাকা। আর ফেনি থেকে চট্টগ্রাম গামী লোকাল বাসে পন্থিছিলা বাজারে যেতে বাস ভাড়া নিবে ৫০-৬০ টাকা।

ট্রেনে যেতে চাইলে সরাসরি ঢাকা থেকে মেইল ট্রেনে সীতাকুণ্ডে যেতে পারেন, ভাড়া নিবে ১২০ ঢাকা তার পর সীতাকুণ্ড বাস স্ট্যান্ড হতে লেগুনা/ সিএনজি যোগে পন্থিছিলা বাজারে জেতে পারবেন মাত্র ৩০-৫০ টাকা ভাড়ায়। যেহেতু মেইল ট্রেনে সিট পাওয়া যায় না তাই আরামের কথা চিন্তা করলে রাতের তূরনা নিশিতা ট্রেনে করে ফেনি নামতে পারেন। ঢাকা টু ফেনি ভাড়া নিবে ২৬৫-৬০৪ টাকা। ফেনি রেলওয়ে স্টেসন থেকে ৫০ টাকা রিক্সা ভাড়া দিয়ে যাবেন মহিপাল বাস স্ট্যান্ডে, আর মহিপাল থেকে পন্থিছিলা বাজারে যেতে বাস ভাড়া ৫০-৬০ টাকা নিবে।

আরো পড়ুন: ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী

ঝরঝরি ট্রেইল শেষ করতে আসা যাওয়াতে ৫.৩০-৬ ঘন্টা সময় লাগবে। ঝরঝরি ট্রেইলে গেলে সাথে করে বাজার থেকে খাবার কিনে নিয়ে যাবেন এবং দুপুরবেলার খাবার অর্ডার দিয়ে যাবেন।

কোথায় থাকবেন ও খাবেন?

সীতাকুণ্ডে উন্নত না হলেও সাধারণ মানের হোটেল পাবেন। তবে আরও ভালো কোথাও থাকতে চাইলে আপনাকে চট্টগ্রাম চলে আসতে হবে।

সীতাকুণ্ডে খাবার জন্য বেশ কয়েকটি হোটেল পাবেন। আর যদি চট্টগ্রাম যান তবে এখানে সব ধরনের খাবার রেস্টুরেন্ট পাবেন।

নীচে কয়েকটি বাজেট হোটেলে নাম ঠিকানা দেয়া হলোঃ

১. হোটেল প্যা রামাউন্ট, স্টেশন রোড, চট্টগ্রাম। ভাড়াঃনন-এসি সিঙ্গেল ৮০০ টাকা, ডাবল ১৩০০ টাকা, এসি ১৪০০ টাকা ও ১৮০০ টাকা ।

যোগাযোগ : ০৩১-২৮৫৬৭৭১, ০১৭১-৩২৪৮৭৫৪।

২. হোটেল এশিয়ান এসআর, স্টেশন রোড, চট্টগ্রাম। ভাড়া : নন এসি : ১০০০ টাকা, নন এসি সিঙ্গেল। এসি : ১৭২৫ টাকা ।

যোগাযোগ: ০১৭১১-৮৮৯৫৫৫।

৩. হোটেল সাফিনা, এনায়েত বাজার, চট্টগ্রাম। একটি পারিবারিক পরিবেশের মাঝারি মানের হোটেল । ভাড়া : ৭০০ টাকা থেকে শুরু । এসি ১৩০০ টাকা ।

যোগাযোগ: ০৩১-০৬১৪০।

৪. হোটেল নাবা ইন, রোড ৫, প্লট-৬০, ও আর নিজাম রোড, চট্টগ্রাম। যারা নাসিরাবাদ/ও আর নিজাম রোড এলাকায় থাকতে চান তাদের জন্য আদর্শ । ভাড়া : ২৫০০/৩০০০ টাকা ।

যোগাযোগঃ০১৭৫৫ ৫৬৪৩৮২

৫. হোটেল ল্যান্ডমার্ক, ৩০৭২ শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম। ভাড়া-২৩০০/৩৪০০ টাকা যোগাযোগ: ০১৮২-০১৪১৯৯৫, ০১৭৩১-৮৮৬৯৯৭।

পান্থুমাই ঝর্ণা-Panthumai Waterfall
খৈয়াছড়া ঝর্ণা-Khoiyachora Waterfal
বাংলাদেশের সুন্দর ১০ ঝর্ণা ও জলপ্রপাত- beautiful waterfalls and waterfalls in Bangladesh
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর-Bangabandhu Military Museum
সুপ্তধারা ঝর্ণা-Suptadhara Jharna