ফেনী ট্রেনের সময়সূচী ২০২৩-Feni train ২০২৪
Feni train schedule 2023

ফেনী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৩-Feni train schedule 2023

বাংলাদেশের বেশিরভাগ মানুষ ট্রেন যাতায়াত পছন্দ করে ।ফেনী যাওয়ার একমাত্র ভালো যানবাহন হবে ট্রেনের মধ্যে। তাইতো আজকে আমরা ফেনীর ট্রেনের সময়সূচী ও টিকিট এর মূল্য সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা দেবো। যাতে যাত্রীরা খুব সহজে ফেনী যাতায়াত করতে পারে।

যারা দূরপাল্লার ভ্রমণ যেতে চান তারা অবশ্যই ট্রেন যাতায়াতকে বেছে নেয়। তাই তো ফেনী যাওয়ার জন্য কয়েকটি আন্তঃনগর ও মেইল এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে। আপনি চাইলে বিলাসবহুল আন্তঃনগর ট্রেনগুলোতে যাতায়াত করতে পারেন। ফেনী স্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবেন। তারমধ্যে উল্ল্যেখযোগ্য ফেনী স্টেশন থেকে ঢাকা,চট্টগ্রাম,সিলেট, চাঁদপুর ও ময়মনসিংহ ট্রেনে করে ভ্রমণ করতে পারেন। নিচে টেবিলে আকারে ফেনী ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা দেখবেন।

ফেনী ট্রেনের সময়সূচী (আন্তঃনগর)

ঢাকা থেকে মোট 14 টি আন্তঃনগর ট্রেন ফেনীর উদ্দেশ্যে রওনা হয়। সেগুলো হলো মহানগর গোধুলী, পাহাড়িকা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, মহানগর প্রভাতী, উদয়ন এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, তূর্ণা এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেস।

ট্রেনের নাম
স্থানছাড়ার সময়
পৌছানোর সময়
ছুটির দিন
মহানগর গোধুলি
ফেনী টু চট্রগ্রামবিকাল ০৪ঃ২৫রাত ০৯ঃ২৫নেই
মহানগর প্রোভাতী
ফেনী টু সিলেটদুপুর ১২ঃ২৩দুপুর ০২ঃ০০নেই
পাহাড়িকা এক্সপ্রেস
ফেনী টু চট্রগ্রাম
সকাল ১০ঃ৩১বিকাল ০৬ঃ০০সোমবার
পাহাড়িকা এক্সপ্রেস
ফেনী টু ঢাকাবিকাল ০৫ঃ৫০সন্ধ্যা ০৭ঃ৩৫শনিবার
মহানগর এক্সপ্রেস
ফেনী টু চট্রগ্রাম
দুপুর ০২ঃ০৫সন্ধ্যা ০৭ঃ১০রবিবার
মহানগর এক্সপ্রেস
ফেনী টু সিলেটরাত ০৩ঃ০৩সকাল ০৪ঃ৫০রবিবার
উদ্যান এক্সপ্রেসফেনী টু চট্রগ্রাম
রাত ১১ঃ১৫সকাল ০৬ঃ০০শনিবার
উদ্যান এক্সপ্রেস
ফেনী টু চাদঁপুররাত ০৪ঃ১৮সকাল ০৬ঃ০০রবিবার
মেঘনা এক্সপ্রেস
ফেনী টু চট্রগ্রাম
সন্ধ্যা ০৬ঃ৪৬রাত ০৯ঃ২৫নেই
মেঘনা এক্সপ্রেস
ফেনী টু ঢাকাসকাল ০৭ঃ২৩সকাল ০৯ঃ০০নেই
তূর্ণা
ফেনী টু চট্রগ্রাম
রাত ১২ঃ২৯সকাল ০৫ঃ১৫নেই

তূর্ণা

ফেনী টু ময়মনসিংহ
রাত ০৪ঃ৩৫সকাল ০৬ঃ২০নেই
বিজয় এক্সপ্রেস
ফেনী টু ময়মনসিংহ
দুপুর ০৩ঃ৫৫সকাল ০৮ঃ৫৫বুধবার

বিজয় এক্সপ্রেস

ফেনী টু চট্রগ্রাম
সকাল ০৫ঃ৩০রাত ০৩ঃ৪৮
মঙ্গলবার

ফেনী ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস)

যারা ফেনী থেকে স্বল্প মূল্যে বিভিন্ন স্থানে যাতায়াত করতে চায়। তারা অবশ্যই মেইল এক্সপ্রেস ট্রেন গুলো বেছে নিতে পারেন। যে সকল মেইল ট্রেন ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় সেগুলো হলো কর্ণফুলী এক্সপ্রেস, চট্টগ্রাম মেইল, ঢাকা মেইল, সাগরিকা এক্সপ্রেস, জালালাবাদ এক্সপ্রেস ,ময়মনসিং এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস ও লাকসাম কমিউটার। মোট 14 টি মেইল ট্রেন প্রতিনিয়ত আপডাউন করে। নিচে সব মেইল এক্সপ্রেস ট্রেন গুলোর ছুটির দিন, সময়সূচী এবং গন্তব্যস্থান সম্পর্কে টেবিল আকারে দেওয়া হল।

ট্রেনের নাম
স্থানছাড়ার সময়
পৌছানোর সময়
ছুটির দিন
ঢাকা মেইল
ফেনী টু ঢাকা
রাত ১২ঃ১৫সকাল ০৬ঃ৫৫নেই
চট্রগ্রাম মেইল
ফেনী টু চট্রগ্রাম
সকাল ০৫ঃ২৫সকাল ০৭ঃ২৫নেই
কর্ণফুলী এক্সপ্রেস
ফেনী টু ঢাকাসকাল ১১ঃ৫৮সন্ধ্যা ০৭ঃ৪৫নেই
কর্ণফুলী এক্সপ্রেস
ফেনী টু চট্রগ্রাম
দুপুর ০৩ঃ৫০বিকাল ০৬ঃ০০নেই
জালালাবাদ এক্সপ্রেস
ফেনী টু সিলেটরাত ০৯ঃ৫৬সকাল ১১ঃ০০নেই
জালালাবাদ এক্সপ্রেস
ফেনী টু চট্রগ্রাম
সকাল ০৯ঃ৪৩দুপুর ১২ঃ১০নেই
সাগরিকা এক্সপ্রেস
ফেনী টু চাদঁপুরসকাল ০৯ঃ৩৯দুপুর ০১ঃ০০
নেই
সাগরিকা এক্সপ্রেস
ফেনী টু চট্রগ্রাম
বিকাল ০৫ঃ২৩রাত ০৭ঃ২৫নেই
ময়মনসিংহ এক্সপ্রেস
ফেনী টু বঙ্গবন্ধু সেতু পূর্ব
বিকাল ০৬ঃ০৮সকাল ০৯ঃ২০নেই
ময়মনসিংহ এক্সপ্রেস
ফেনী টু চট্রগ্রাম
বিকাল ০৫ঃ৪১রাত ০৯ঃ০৫নেই
চাটাল এক্সপ্রেস
ফেনী টু ঢাকাসকাল ০৯ঃ৫৯দুপুর ০৩ঃ৩৫মঙ্গলবার
চাটাল এক্সপ্রেস
ফেনী টু চট্রগ্রাম
সন্ধ্যা ০৭ঃ০৩রাত ০৮ঃ৫০মঙ্গলবার
লাকসাম কমিউটর
ফেনী টু কুমিল্লাসন্ধ্যা ০৭ঃ৩৪
রাত ০৯ঃ০৫শুক্রবার
লাকসাম কমিউটর
ফেনী টু চট্রগ্রাম
সকাল ০৬ঃ৫৩
সকাল ০৮ঃ৫
শনিবার

ঢাকা থেকে ফেনী ট্রেনের ভাড়া 2022

ঢাকা থেকে ফেনীর মোট দূরত্ব 150 কিলোমিটার এবং ফেনী থেকে ঢাকা দূরত্ব অনুযায়ী বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা থেকে ফেনী পর্যন্ত টিকিটের মূল্য নির্ধারণ করে। এছাড়াও, টিকিটের দাম নির্ভর করে ট্রেনের আসনের ক্লাস এবং সুবিধার উপর। এখানে ফেনী থেকে ঢাকা ট্রেনের টিকিটের মূল্যের সম্পূর্ণ তালিকা রয়েছে।

আসনটিকেট মূল্য
সাধারন
৭০ টাকা
মেইল
৯০ টাকা
কমিউটার
১১০ টাকা
শুলোভ
১৩৫ টাকা
শোভন সাধারন
২২০ টাকা
শোভন চেয়ার
২৬৫ টাকা
প্রথম চেয়ার/সিট
৩৫০ টাকা
 স্নিগ্ধা
৫০৬ টাকা
প্রথম বার্থ
৫২৫ টাকা
এসি সিট
৬০৪ টাকা
এসি বার্থ
৯০৯ টাকা

ফেনী টু চট্টগ্রাম ট্রেন ভাড়ার তালিকা 

বিভিন্ন ধরনের ট্রেনের টিকিটের মূল্য বিভিন্ন ধরনের হয়ে থাকে তেমনি চট্টগ্রাম টু ফেনী রেলপথে যে ট্রেনগুলো চলাচল করে তাদেরও টিকিটের মূল্য আলাদা আলাদা। তাই অবশ্যই আপনি টিকিট সংগ্রহ করার আগে মূল্য সম্পর্কে জেনে নিবেন। এবং আপনি আপনার পছন্দের আসন গ্রহণ করে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ এর সঙ্গে আপনার গন্তব্য স্থলে ভ্রমণ করুন। ফেনী থেকে চট্টগ্রাম ফাস্ট ক্লাস চেয়ার ভাড়া ১৪৫ টাকা, স্নিগ্ধা ২০৭ টাকা, শোভন ৯০ টাকা,  শোভন চেয়ার ১১০ টাকা।

আসন বিভাগ
টিকেটের মূল্য
শোভন
৯০ টাকা
শোভন চেয়ার
১১০ টাকা
প্রথম এসি
১৪৫ টাকা
প্রথম বার্থ
২১৫ টাকা
স্নিগ্ধা
২০৭ টাকা
এসি সিট
২৪৮ টাকা
এসি বার্থ
৩৬৮ টাকা

ফেনী টু সিলেট ট্রেন ভাড়ার তালিকা 

ফেনী থেকে সিলেট ফাস্ট ক্লাস সিট ভাড়া ৩৯০ টাকা, স্নিগ্ধা ৫৬৮ টাকা, শোভন ২৪৫ টাকা,  শোভন চেয়ার ২৯৫ টাকা।

আসনটিকেটের মূল্য
শোভন
২৪৫ টাকা
শোভন চেয়ার
২৯৫ টাকা
প্রথম আসন৩৯০ টাকা
প্রথম বার্থ
৫৮৫ টাকা
স্নিগ্ধা
৫৬৮ টাকা
এসি সিট
৬৭৩ টাকা
এসি বার্থ
১০১২ টাকা

অনলাইনে টিকেট কাটার নিয়ম

ই-টিকিটিং সিস্টেমে টিকেট কেনার নতুন পদ্ধতি সম্পর্কে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে। 

রেজিস্ট্রেশন প্রক্রিয়া

টিকিট কাটতে অবশ্যই একবার যাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে। সে জন্য প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

সেখানে ওয়েবসাইটটির নিচের দিকে Registration বাটনে ক্লিক করতে হবে। এরপর Create an Account নামের নতুন একটি Page আসবে। এখানে Personal Information এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে Security code ঘরের পাশে দেখানো Security Code দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।

সব তথ্য সঠিক থাকলে Registration Successful নামে নতুন একটি Page আসবে।

ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষণিকভাবে আপনার দেয়া ই-মেইলে Bangladesh Railway থেকে একটি মেইল পাঠানো হবে।

Bangladesh Railway থেকে আসা মেইলটি খুলে সেখানে মেসেজে থাকা Click লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর যাত্রীর Registration সম্পন্ন হবে।

টিকিট কাটার প্রক্রিয়া

রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর যাত্রীরা টিকিট কাটতে পারবেন। এ জন্য তাকে প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

সেখানে থাকা Log in প্যানেলে ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করতে হবে।

পরে যে Page আসবে তাতে Purchase ticket বাটনে ক্লিক করতে হবে। এখানে যাত্রীকে পূরণ করতে হবে তিনি কোন তারিখের টিকিট কাটতে চান, কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত, ট্রেনের নাম, শ্রেণি, টিকেট সংখ্যা।

পরে দেখানো হবে Registration Seat Available কি না এবং টিকিটের দাম। সেখানে সবকিছু ঠিক থাকলে Purchase ticket বাটনে ক্লিক করতে হবে।

ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে টিকিটের দাম পরিশোধ করতে পারবেন যাত্রীরা। পরে যাত্রীর ই-মেইলে ই-টিকেটটি পাঠিয়ে দেবে বাংলাদেশ রেলওয়েল।

এরপর সেই টিকিট প্রিন্ট দিয়ে ফটো আইডিসহ ট্রেনে ভ্রমণ করতে পারবেন। কিংবা ই-টিকেট প্রদত্ত Ticket Print Information দিয়ে সংশ্লিষ্ট স্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকেটও সংগ্রহ করতে পারবেন।

সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা ২০২২

লালবাগ কেল্লা-lalbagh kella
নাপিত্তাছড়া ঝর্ণা-Napittachora Waterfal
মহামায়া হ্রদ বা লেক-Mahamaya Lake
লোভাছড়া-lovachara
পান্থুমাই ঝর্ণা-Panthumai Waterfall
ড্রিমল্যান্ড পার্ক-Dreamland Park
ডিবির হাওর-Dibir Haor
মুরারিচাঁদ কলেজ-Murarichand College
হাওর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩-Haor Express Train ২০২৪
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩-Kurigram Express Train ২০২৪