ঢাকা টু কলাপাড়া লঞ্চ সময়সূচী
Dhaka to Kalapara launch schedule
কলাপাড়া লঞ্চ সার্ভিস চালু হওয়ায় কলাপাড়ার স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং ভ্রমণ পিপাসু পর্যটকরা কুয়াকাটায় নিরাপদ ভ্রমণ করতে পারবেন। নৌ পথে ভ্রমণকারীরা পর্যটকরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবে।
এ নৌ-রুটে দুইটি বিলাশ বহুল লঞ্চ -এম ভি রয়েল ক্রুজ -২ ও এম.ভি সুন্দরবন ৬
এম ভি রয়েল ক্রুজ -২
প্রতিদিন ঢাকা থেকে সন্ধ্যা ৬ টায় ছেড়ে আসবে। আবার দুপুর ১২ টায় কলাপাড়া লঞ্চ ঘাটে থেকে ঢাকার উদ্যেশে ছেড়ে যাবে। পথে বালিয়াতলী,বন্দর ও রাঙ্গাবালীর কোরালিয়া, ফেলাবুনিয়া আর গলাচিপায় ঘাট দিবে।
সাউথ বাংলা শিপিং লাইনস লিঃ এম ভি রয়েল ক্রু জ-২ বিলাসবহুল লঞ্চে ৮টি ভিআইপি কেবিন,৭টি ফ্যামিলি,৪৯টি ডাবল কেবিন, ৩৩ সিঙ্গেল শিতাতপ নিয়ন্ত্রীত কেবিন রয়েছে।
প্রতিটি ভিআইপি কেবিন ৬ হাজার টাকা, ফ্যামিলি কেবিন ৩ হাজার টাকা, ডাবল কেবিন ২ হাজার চার শ
ও সিঙ্গেল কেবিন এক হাজার দুই শত টাকা ভাড়া এছাড়া কলাপাড়া টু ঢাকা ডেক টিকিট জন প্রতি চার শত টাকা
এম.ভি সুন্দরবন ৬
কলাপাড়া (খেপুপাড়া) নৌ রুটে সার্ভিসে যুক্ত হলো এম.ভি সুন্দরবন ৬ । সদরঘাট থেকে গতকাল সন্ধ্যা ৭:৩১ মিনিটে ছেড়ে বালিয়াতলী (পায়রাবন্দর) হয়ে দুপুর ১১:৪১ মিনিটে খেপুপাড়া লঞ্চ ঘাটে পৌঁছায়।
নৌযান গুলোর অনুমোদিত ঘাট সমূহ - ঢাকা - ফতুল্লা - চাঁদপুর - ধুলিয়া - নিমদী- দশমিনা- আউলিয়াপুর - বাশ বাড়িয়া - চর কাজল - কোড়ালিয়া- ফেলাবুনিয়া (১২ নং ডিগ্রী), বালিয়াতলী (পায়রাবন্দর), খেপুপাড়া (কলাপাড়া)।
এম.ভি সুন্দরবন ৬'এ আপনার আসনটি অগ্রিম নিশ্চিত করতে যোগাযোগ করুন - ০১৭১-০৮০৩৮২৩ (লঞ্চ সুপার ভাইজার) ও ০১৭২২২৩৩৪৪৪ (কলাপাড়া ঘাট সুপার ভাইজার)