ঢাকা থেকে বরিশাল বাস,লঞ্চ, গ্রীন লাইন ও বিমানের ভাড়া,সময়সূচি
Dhaka to Barisal bus, launch, green line and airfare, schedule
প্রাচ্যের ভেনিস নামে পরিচিত বরিশাল জেলা বাংলাদেশের দক্ষিনাঞ্চলে অবস্থিত বরিশালের বিভাগীয় শহর। কীর্তনখোলায় তীরে অবস্থিত এই শহরটি বাংলাদেশের অন্যতম সুন্দর শহর। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল অংশ আসে বরিশাল থেকে। তাই একে বাংলার ভেনিস বলে ডাকা হয়।
বরিশাল-ঢাকা নৌপথে যাত্রীদের দ্রুত পৌঁছে দেওয়ার নিশ্চয়তা নিয়ে চালু হচ্ছে দিবা যাত্রীসেবা। মাত্র পাঁচ ঘণ্টায় বরিশাল থেকে ঢাকা পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিয়ে এই সেবা চালু করছে গ্রিন লাইন ওয়াটারওয়েজ। প্রতিদিন দুটি জাহাজ যাত্রী পরিবহন করবে।
ঢাকা টু বরিশাল গ্রীন লাইন লঞ্চের সময়সূচি
ঢাকা থেকে বরিশাল বাসের সময়সূচী
ঢাকা থেকে বরিশাল বাসযােগে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের বাস আছে । ঢাকা গাবতলী বাস স্ট্যান্ড থেকে বাস প্রতি দিন সকাল ৬.০০ টা থেকে রাত ১১.০০ টা পর্যন্ত বাস ছেড়ে যায় এবং বরিশাল নথুল্লাবাদ গিয়ে পৌঁছে। এর পর প্রতি ঘন্টায় ঘন্টায় বাস ছাড়ে। তবে মাদারীপুর এর মোস্তোফাপুর থেকে যাত্রী উঠা নামা করে। বরিশাল থেকে ঢাকা আসতে বরিশালে আর ও ৪ টা বড় বাস স্ট্যান্ড আছে সেগুলো হলো গৌরনদী বাস স্ট্যান্ড, টরকী বাস স্ট্যান্ড, ভূরঘাটা বাস স্ট্যান্ড (বরিশাল) এবং শেষে মাদারীপুরের মোস্তোফাপুর বাস স্ট্যান্ড। গাবতলী ছাড়া ও সায়েদাবাদ, যাত্রাবাড়ি, ঢাকা থেকে মাওয়া রুট দিয়ে অল্প সংখ্যক বাস বরিশাল ছেড়ে যায় ঢাকা থেকে ।
ভাড়া
এসি বাস ভাড়া= ৭০০ টাকা (প্রতি জন ) ।
গ্রীন লাইন এসি বাস ভাড়া= ৯০০ টাকা (প্রতি জন ) ।
নন এসি বাস ভাড়া= ৫০০ টাকা (প্রতি জন ) ।
লোকাল বাস ভাড়া = ২৫০ থেকে ৩০০ টাকা (প্রতি জন ) ।
বাসের নাম
সাকুরা , ঈগল , হানিফ, গোল্ডেন লাইন, গ্রীন লাইন, সার্বিক/ সুরভী , সোনারতরী পরিবহন , ইত্যাদি বাস ছাড়াও অন্যান্য পরিবহনের লোকাল বাস সার্ভিস ।
ইসলাম পরিবহন ( বরিশাল টু নবীনগর , সাভার, গাবতলী, রাইনখোলা, ঢাকা)
বরিশাল থেকে অন্যান্য জেলার সাথে সড়ক পরিবহন যোগাযোগ ব্যবস্থা ।
আল-মোবারাকা (বরিশাল থেকে সিলেট ভায়া ঢাকা),
সাগরিকা- (বরিশাল থেকে সিলেট ভায়া শায়েস্তাগঞ্জ- শ্রীমঙ্গল- মৌলবীবাজার) ।
বেপারী পরিবহন – (বরিশাল থেকে সিলেট , চট্রগ্রাম, ঢাকা) ।
পদ্মা পরিবহন (বরিশাল থেকে কুষ্টিয়া , দাশুরিয়া, নাটোর, রাজশাহী)।
তুহিন পরিবহন (বরিশাল-কুষ্টিয়া-নাটোর-রাজশাহী-বগুড়া-রংপুর,- সৈয়েদপুর-দিনাজপুর-ঠাকুরগাঁও – পঞ্চগড়।
বরিশাল টু উত্তরবঙ্গ –
আল-সানী বরিশাল ডিলাক্স। ( বরিশাল- ফারিদপুর- ঝিনাদাহ- চুয়াডাঙ্গা-মেহেরপুর)
ক্ষীনবরণ পরিবহন হিনো নাইট কোচ সার্ভিস ( বরিশাল- ফারিদপুর- ঝিনাদাহ- কুষ্টিয়া-পাবনা-সিরাজগাঞ্জ-বগুড়া- গাইবান্ধা) ‘।
নিউ সোহাগ হিনো কোচ সার্ভিস ( বরিশাল- ফরিদপুর – ঝিনাইদাহ – কুষ্টিয়া-পাবনা )
মোবাইল নাম্বার- ০১৭০৭-৮০৩৪২৮, ০১৯১৯-৮৪৯৯৯৯, ০১৭১৯-৬৫৯৬০০।
হাওলাদার পরিবহন ( বরিশাল- গোপালগঞ্জ- খুলনা- সাতক্ষীরা- শ্যামনগর- যশোর – বেনাপোল) ।
সেভেন স্টার চেয়ারকোচ( বরিশাল- পয়সারহাট-গোপালগঞ্জ- খুলনা- নয়াপাড়া ) ।
চাকলাদার পরিবহন চেয়ারকোচ( বরিশাল- যশোর-খুলনা-সাতক্ষীরা- বেনাপোল-ঝিনাইদাহ-কালীগঞ্জ ) ।
গ্রীন লাইন পরিবহন ( এসি বাস বরিশাল- যশোর-বেনাপোল-কলকতা ) ।
ঢাকা টু বরিশাল লঞ্চের যাবতীয় তথ্য
ঢাকা থেকে বরিশাল বিমান ভাড়া
বিমানে ঢাকা থেকে বরিশাল যেতে সময় লাগে মাত্র ৪০ মিনিট। যেখানে লঞ্চে যেতে সময় লাগে ১০ ঘণ্টার বেশি। আজ আপনাকে জানাবো ঢাকা বরিশাল বিমান ভাড়া কত এবং ঢাকা বরিশাল বিমান টিকিট কিভাবে কাটবেন?
বর্তমানে ৩টি বিমান সংস্থা ঢাকা থেকে বরিশালে ১৮টি ফ্লাইট পরিচালনা করছে। বিমানগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং বরিশাল বিমানবন্দরে অবতরণ করে।
এগুলো হল-
১. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
২. নভোএয়ার
৩. ইউএস বাংলা এয়ারলাইন্স
ঢাকা থেকে বরিশাল ফ্লাইট সমূহ
ঢাকা থেকে বরিশাল আকাশপথে সপ্তাহে গড়ে ১৮টি ফ্লাইট পরিচালনা করা হয়। এর মধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার সপ্তাহের ৭ দিনই ফ্লাইট পরিচালনা করে।
বার | ফ্লাইট সংখ্যা |
শনিবার | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স- ফ্লাইট নেই নভোএয়ার- ১ টি ফ্লাইট ইউএস বাংলা এয়ারলাইন্স- ১ টি ফ্লাইট |
রবিবার | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স- ১ টি ফ্লাইট নভোএয়ার- ১ টি ফ্লাইট ইউএস বাংলা এয়ারলাইন্স- ১ টি ফ্লাইট |
সোমবার | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স- ফ্লাইট নেই নভোএয়ার- ১ টি ফ্লাইট ইউএস বাংলা এয়ারলাইন্স- ১ টি ফ্লাইট |
মঙ্গলবার | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স- ১ টি ফ্লাইট নভোএয়ার- ১ টি ফ্লাইট ইউএস বাংলা এয়ারলাইন্স- ১ টি ফ্লাইট |
বুধবার | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স- ফ্লাইট নেই নভোএয়ার- ১ টি ফ্লাইট ইউএস বাংলা এয়ারলাইন্স- ১ টি ফ্লাইট |
বৃহস্পতিবার | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স- ১ টি ফ্লাইট নভোএয়ার- ১ টি ফ্লাইট ইউএস বাংলা এয়ারলাইন্স- ১ টি ফ্লাইট |
শুক্রবার | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স- ১ টি ফ্লাইট নভোএয়ার- ১ টি ফ্লাইট ইউএস বাংলা এয়ারলাইন্স- ১ টি ফ্লাইট |
ঢাকা টু বরিশাল বিমান ভাড়া
বিমানে ভ্রমণ করা একসময় শুধুমাত্র উচ্চবিত্তের সাধ্যের মধ্যেই ছিল। এর প্রধান কারন, সে সময় ফ্লাইট এবং যাত্রী সংখ্যা দুইই কম ছিল। যে কারণে বিমান সংস্থা গুলো ভাড়া বেশী রাখতে বাধ্য হত। কিন্তু এখন দিন বদলে গেছে! সচেতন মানসিকতার মানুষরা এখন সময় বাচাতে বেশী আগ্রহি। একারণে বিমান যাত্রির সংখ্যা এখন আগের চাইতে অনেক বেশী। বিমান সংস্থা গুলোও যাত্রীদের চাহিদা মেটানোর জন্য আরও বেশী ফ্লাইট চালু করছেন। এসব কারণে বিমান ভাড়াও চলে আসছে সাধ্যের মধ্যে।
এয়ারলাইন্স | সর্বনিম্ন ভাড়া | সর্বোচ্চ ভাড়া |
বাংলাদেশ বিমান | ২,৫০০ টাকা (সুপার সেভার) | ৮,২০০ (ইকোনমি ফ্লেক্সিবল) |
নভোএয়ার | ২,৯৯৯ টাকা (স্পেশাল প্রোমো) | ৮,২০০ টাকা (ফ্লেক্সিবল) |
ইউ এস বাংলা এয়ারলাইন্স | ২,৬৯৯ টাকা (লিমিটেড অফার) | ৬,০০০ টাকা (রেগুলার) |
ঢাকা থেকে বরিশাল বিমান টিকিট কিভাবে করবেন
আভ্যন্তরীণ বিমান ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন হবে না। তাই বিমান ভ্রমণের আলাদা কোন ঝামেলা নেই। আপনার জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখলেই হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে যেকোন অনুমোদিত অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র হলেও চলবে।
আপনার পছন্দের বিমান অফিস থেকে ঢাকা থেকে বরিশাল বিমান টিকিট করে নিতে পারবেন। ওয়েবসাইটগুলো থেকেও টিকিট করতে পারেন। যারা ডিসকাউন্ট পছন্দ করেন, তারা ট্রাভেল এজেন্সি থেকে টিকিট নিতে পারেন। সেক্ষেত্রে কিছু ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন।
ওয়েবসাইট ঠিকানাঃ https://www.flightexpert.com
এছাড়া এরা ভ্রমণ সম্পর্কিত যেকোন প্রশ্নের জন্যও তাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরেঃ ০৯৬১৭-১১১-৮৮৮
লাগেজ সংক্রান্ত তথ্য
নিয়ম অনুযায়ী ইকোনমি যাত্রীরা প্রত্যেকে ২০ কেজি পরিমাণ চেক কৃত মালামাল বহন করতে পারবেন। তাছাড়া কেবিন লাগেজ হিসেবে ৭ কেজি মাল বহন করা যাবে। বিজনেস ক্লাসের যাত্রীরা ৩০ কেজি চেক কৃত মালামাল এবং ৭ কেজি কেবিন লাগেজ বহন করতে পারবেন। এর চাইতে বেশি লাগেজ পরিবহন করতে চাইলে অতিরিক্ত ফি দিতে হবে। এই ফি সম্পর্কে জানার জন্যে আপনার নির্দিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন।
নভোএয়ারের ফ্লাইট সিডিউল দেখুন – www.flynovoair.com/travelinfo/flight_schedules
বিমান বাংলাদেশের ফ্লাইট সিডিউল দেখুন – www.biman-airlines.com/schedule
ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সিডিউল জানতে ফোন করুন ০১৭৭৭৭৭৭৮০০ অথবা ১৩৬০৫ নম্বরে।