
জামে কশাই মসজিদ-Jame Kashai Mosque
নগরীর হেমায়েতউদ্দীন সড়কে এই মসজিদটির অবস্থান।
নাম জামে কসাই মসজিদ।
মসজিদটির দ্বিতীয় তলার পিছন দিকে আলাদা সিঁড়ি রয়েছে নারীদের যাতয়াতের জন্য।
মসজিদের এই রুমটিতে সাত কাতারে জামাতের ব্যবস্থা রয়েছে। প্রতিটি কাতারে ২০ জন করে নামাজী অংশ নেন।
এভাবে সাত কাতারে ১৪০ জন নারী এক সাথে নামাজ পড়তে পারেন। তবে রমজান ও দুই ঈদের জামাতে অংশ নেন আরও বেশী নারী। সম্প্রতি নারীদের নামাজ রুমে এসি বসানো হয়েছে। এতে করে আরামে নামাজ পড়ার সন্তুষ্টির কথা জানান নামাজীরা।
এছাড়াও জুম্মার নামাজ,রমজানে তারাবীহ নামাজ, ঈদুল ফিতর,ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় নিয়মিত। রমজান মাসে ইফতারির সময় মসজিদে উপস্থিত নারীদের ইফতার করানো হয়। তবে এই মসজিদে ফজর নামাজ পড়ানো হয় না । ভোরে রাস্তায় নারীদের নিরাপত্তার কথা ভেবে মসজিদ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন।